Ajker Patrika

ভিডিও থেকে ঝকঝকে ছবি পেতে ক্রোম ব্রাউজারে নতুন ফিচার

ভিডিও থেকে ঝকঝকে ছবি পেতে ক্রোম ব্রাউজারে নতুন ফিচার

ভিডিওর স্ক্রিনশট এখন সহজে নেওয়া যাবে গুগল ক্রোম ব্রাউজারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলেছে, ক্রোম ব্রাউজার থেকেই ভিডিওর ফ্রেম কপি করা যাবে। এই ফিচারটির মাধ্যমে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া আরও সহজ হবে।

ক্রোমের সর্বশেষ ভার্সনে এই ফিচারটি আসবে বলে জানিয়েছে গুগল। যদিও উইন্ডোজ ১১–এ ক্রোমের ১১৬.০.৫৮৪৫.১৪১ ভার্সনে এই ফিচারটি এখনো দেখা যায়নি। গুগল বলছে, এই ফিচারটি শিক্ষার্থীদের জন্য অনেক কাজে দেবে। ফিচারটি টাইটেল বা বাড়তি জিনিস যেমন, টাইটেল বার, প্লে ও পজ বাটন ইত্যাদি বাদে শুধু ভিডিও ফ্রেমের উন্নত–মানের স্ক্রিনশট নিতে সহায়তা করবে। 

যেভাবে ব্যবহার করবেন এই ফিচার
১. ক্রোম ব্রাউজারে যে কোনো ভিডিও চালু করুন। 
২. ভিডিওটিকে পজ করুন
৩. এরপর মাউসের রাইট ক্লিক করুন 
৪. পপ আপ অপশনে ‘কপি ভিডিও ফ্রেম’ নির্বাচন করুন। 

এ ছাড়া ক্রোমে ‘ট্যাব গ্রুপ’ ফিচার রয়েছে। যার মাধ্যমে একই ধরনের ট্যাবকে এক গ্রুপে নেওয়া যায়। এই ফিচারটি ট্যাবের ওপর রাইট ক্লিক করলে পাওয়া যাবে। 

ক্রোম ব্রাউজারে গ্রুপ হিস্ট্রি নামের আরেকটি অপশন রয়েছে। যা আগে জার্নি নামে ছিল। এর মাধ্যমে ব্রাউজিংয়ের সময় আগের ট্যাবটি চালু করা যায়। আগে যা ব্রাউজিং করা হচ্ছিল তা টাইপ করা হলে বা অ্যাড্রেস বারে ‘রিজিউম জার্নি’ অপশনটি নির্বাচন করলে আগের ট্যাবে ফিরে যাওয়া যাবে। 

গুগল ক্রোমই একমাত্র ব্রাউজার নয় যা এই সপ্তাহে নতুন ফিচার এনেছে। ক্রোমের বিকল্প ব্রাউজার হলো ভিভালডি। এই ব্রাউজার ৬.২ ভার্সনে হালনাগাদ হওয়ার পর এটির গতি আরও বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত