প্রযুক্তি ডেস্ক
যন্ত্র একসময় পৃথিবীর দখল নেবে- এমন সায়েন্স ফিকশন কয়েকবছর ধরে লিখে আসছেন হলিউডের লেখকরা। এখন তারা ভয়ে আছেন, রোবট তাঁদের চাকরি খাবে বলে। আর তাই সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।
রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি— এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।
স্টুডিওগুলোর পক্ষে চুক্তি নিয়ে আলোচনা করা অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রযোজকদের একজন মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চিত্রনাট্যকার জন অগাস্ট বলেছেন, ‘লেখকদের এআই নিয়ে দুটি উদ্বেগ রয়েছে। আমরা চাই না আমাদের লেখা স্ক্রিপ্ট এআইয়ের কাছে দেওয়া হোক, এবং আমরাও এআইয়ের লেখা অগোছালো প্রথম খসড়া ঠিক করতে চাই না।’
ইউনিভার্সিটির মোটাস ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা মাইক সেমুর বলেন, ‘সমস্যাটি হচ্ছে, আমরা ভেবেছিলাম সৃজনশীলতাই হলো মানুষের শেষ ঘাঁটি, যা মেশিনগুলোকে কারও চাকরি দখলে বিরত রাখবে। আমার যুক্তিতে এটি কেবল একধরনের স্বেচ্ছাচারী ধারণা, যা বেশির ভাগ মানুষই বিশ্বাস করে ফেলেছিল।’
এনবিসি’র নাটক ‘আইন ও শৃঙ্খলা: এসভিইউ’ এর নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করা চিত্রনাট্যকার ওয়ারেন লেইট বলেন, ‘এআই যা করতে পারে তা হলো— একটি নোংরা কাজের অংশ তৈরি করা।’
তিনি জানান, প্রথম খসড়া তৈরির পরিবর্তে স্টুডিওগুলো দ্বিতীয় খসড়া তৈরির জন্য লেখক নিয়োগ দেয়, যার ফলে কম অর্থ পায় তাঁরা। এই চর্চাকে তাঁরা ছুড়ে ফেলতে চান। লেখকদের ইউনিয়ন জানিয়েছে, চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম দ্বারা তৈরি লেখাকে সাহিত্য বা উৎস হিসেবে বিবেচনা করা যাবে না। এই শর্তাবলি তাদের চুক্তিতে সংজ্ঞায়িত রয়েছে।
যন্ত্র একসময় পৃথিবীর দখল নেবে- এমন সায়েন্স ফিকশন কয়েকবছর ধরে লিখে আসছেন হলিউডের লেখকরা। এখন তারা ভয়ে আছেন, রোবট তাঁদের চাকরি খাবে বলে। আর তাই সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।
রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি— এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।
স্টুডিওগুলোর পক্ষে চুক্তি নিয়ে আলোচনা করা অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রযোজকদের একজন মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চিত্রনাট্যকার জন অগাস্ট বলেছেন, ‘লেখকদের এআই নিয়ে দুটি উদ্বেগ রয়েছে। আমরা চাই না আমাদের লেখা স্ক্রিপ্ট এআইয়ের কাছে দেওয়া হোক, এবং আমরাও এআইয়ের লেখা অগোছালো প্রথম খসড়া ঠিক করতে চাই না।’
ইউনিভার্সিটির মোটাস ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা মাইক সেমুর বলেন, ‘সমস্যাটি হচ্ছে, আমরা ভেবেছিলাম সৃজনশীলতাই হলো মানুষের শেষ ঘাঁটি, যা মেশিনগুলোকে কারও চাকরি দখলে বিরত রাখবে। আমার যুক্তিতে এটি কেবল একধরনের স্বেচ্ছাচারী ধারণা, যা বেশির ভাগ মানুষই বিশ্বাস করে ফেলেছিল।’
এনবিসি’র নাটক ‘আইন ও শৃঙ্খলা: এসভিইউ’ এর নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করা চিত্রনাট্যকার ওয়ারেন লেইট বলেন, ‘এআই যা করতে পারে তা হলো— একটি নোংরা কাজের অংশ তৈরি করা।’
তিনি জানান, প্রথম খসড়া তৈরির পরিবর্তে স্টুডিওগুলো দ্বিতীয় খসড়া তৈরির জন্য লেখক নিয়োগ দেয়, যার ফলে কম অর্থ পায় তাঁরা। এই চর্চাকে তাঁরা ছুড়ে ফেলতে চান। লেখকদের ইউনিয়ন জানিয়েছে, চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম দ্বারা তৈরি লেখাকে সাহিত্য বা উৎস হিসেবে বিবেচনা করা যাবে না। এই শর্তাবলি তাদের চুক্তিতে সংজ্ঞায়িত রয়েছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে