হোয়াটসঅ্যাপে নতুন শর্টকাট বাটন যুক্ত করেছে মেটা। এই বাটন ট্যাপ করে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহার করা যায়। বাটনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বরে স্নুপ ডগ, মিস্টার বিস্ট, কেন্ডাল জেনার, চার্লি ডিআমালোর মতো সেলিব্রিটিদের ব্যক্তিত্ব তুলে ধরে মেটা যে এআই চ্যাটবটের উন্মোচন করেছিল, তা এই বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে।
ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করে হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো দাবি করে, হোয়াটসঅ্যাপের কন্টাক্ট অপশনের ভেতরে ফিচারটি লুকানো ছিল। এখন কিছুসংখ্যক গ্রাহক এই সুবিধা ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ভি২.২৩. ২৪.২৬ ফিচারটি পাওয়া যাচ্ছে। ভার্সনটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়।
এআই বাটন থাকবে হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে। ‘স্টার্ট নিউ চ্যাট’ আইকনের ওপরে বহু বর্ণের শর্টকাট বাটনটি রয়েছে। তাই এটি খুব সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এরপর ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ অনুমোদন করতে হবে। এরপর মেটা এআই বা অন্যান্য ব্যক্তিত্বের নাম টাইপ করে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ‘@MetaAI’ টাইপ করেও এআই অ্যাসিস্ট্যান্ট চালু করা যাবে।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য গত সেপ্টেম্বর এআই চ্যাটবট নিয়ে আসার ঘোষণা দেয় মেটা। বর্তমানে ফিচারটি যুক্তরাষ্ট্রের ও ইংরেজি ভাষা-ভাষী গ্রাহকেরা ব্যবহার করতে পারবে। চ্যাটবটটি গ্রাহকের সঙ্গে টেক্সট-ভিত্তিক আলোচনা করতে পারে। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে বাস্তবধর্মী ছবিও তৈরি করতে পারে।
কোম্পানিটি প্রায় ২৮ সেলিব্রেটির ব্যক্তিত্ব এআই চ্যাটবটে তুলে ধরবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ছাড়াও মেটা এই চ্যাটবট রে-ব্যান সানগ্লাস ও কোয়েস্ট ৩ হেডসেটে অন্তর্ভুক্ত করবে।
চ্যাটজিপিটির প্রধান সমর্থক মাইক্রোসফট এবার মেটার এআই ফিচারে বিং সার্চ ইঞ্জিন যুক্ত করার জন্য চুক্তি করেছে।
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপের অনেকগুলো নতুন ফিচার যুক্ত করেছে মেটা। যেমন: নির্দিষ্ট তারিখের মেসেজ খোঁজা, ভিউ-ওয়ান্স ভয়েস মেসেজ, অ্যান্ড্রয়েডে প্ল্যাটফর্মটির ইন্টারফেস পরিবর্তন, হোয়াটসঅ্যাপ চ্যানেল ইত্যাদি।
হোয়াটসঅ্যাপে নতুন শর্টকাট বাটন যুক্ত করেছে মেটা। এই বাটন ট্যাপ করে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহার করা যায়। বাটনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বরে স্নুপ ডগ, মিস্টার বিস্ট, কেন্ডাল জেনার, চার্লি ডিআমালোর মতো সেলিব্রিটিদের ব্যক্তিত্ব তুলে ধরে মেটা যে এআই চ্যাটবটের উন্মোচন করেছিল, তা এই বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে।
ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করে হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো দাবি করে, হোয়াটসঅ্যাপের কন্টাক্ট অপশনের ভেতরে ফিচারটি লুকানো ছিল। এখন কিছুসংখ্যক গ্রাহক এই সুবিধা ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ভি২.২৩. ২৪.২৬ ফিচারটি পাওয়া যাচ্ছে। ভার্সনটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়।
এআই বাটন থাকবে হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে। ‘স্টার্ট নিউ চ্যাট’ আইকনের ওপরে বহু বর্ণের শর্টকাট বাটনটি রয়েছে। তাই এটি খুব সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এরপর ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ অনুমোদন করতে হবে। এরপর মেটা এআই বা অন্যান্য ব্যক্তিত্বের নাম টাইপ করে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ‘@MetaAI’ টাইপ করেও এআই অ্যাসিস্ট্যান্ট চালু করা যাবে।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য গত সেপ্টেম্বর এআই চ্যাটবট নিয়ে আসার ঘোষণা দেয় মেটা। বর্তমানে ফিচারটি যুক্তরাষ্ট্রের ও ইংরেজি ভাষা-ভাষী গ্রাহকেরা ব্যবহার করতে পারবে। চ্যাটবটটি গ্রাহকের সঙ্গে টেক্সট-ভিত্তিক আলোচনা করতে পারে। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে বাস্তবধর্মী ছবিও তৈরি করতে পারে।
কোম্পানিটি প্রায় ২৮ সেলিব্রেটির ব্যক্তিত্ব এআই চ্যাটবটে তুলে ধরবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ছাড়াও মেটা এই চ্যাটবট রে-ব্যান সানগ্লাস ও কোয়েস্ট ৩ হেডসেটে অন্তর্ভুক্ত করবে।
চ্যাটজিপিটির প্রধান সমর্থক মাইক্রোসফট এবার মেটার এআই ফিচারে বিং সার্চ ইঞ্জিন যুক্ত করার জন্য চুক্তি করেছে।
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপের অনেকগুলো নতুন ফিচার যুক্ত করেছে মেটা। যেমন: নির্দিষ্ট তারিখের মেসেজ খোঁজা, ভিউ-ওয়ান্স ভয়েস মেসেজ, অ্যান্ড্রয়েডে প্ল্যাটফর্মটির ইন্টারফেস পরিবর্তন, হোয়াটসঅ্যাপ চ্যানেল ইত্যাদি।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে