চলতি মাসে আইফোনের আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু করেছে অ্যাপল। নতুন আইফোন ১৬ সিরিজসহ বিভিন্ন মডেলে এই সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন সিস্টেমের মাধ্যমে ডিভাইসগুলোতে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই সঙ্গে আইফোনের হোমস্ক্রিন কাস্টমাইজেশনের সুযোগও মেলবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোমস্ক্রিন বিভিন্নভাবে কাস্টমাইজ করার সুবিধা থাকলেও এই সুযোগ আইফোনে খুব বেশি একটা ছিল না। এই আপডেটের মাধ্যমে আইফোনের সেই সীমাবদ্ধতা অনেকাংশেই কমে গেছে।
আইওএস ১৮-এর মাধ্যমে অ্যাপ লেবেল মুছে ফেলা যায়, আইকোনের রং পরিবর্তন করা যাবে এবং স্ক্রিনের যেকোনো জায়গায় অ্যাপগুলো রাখা যাবে।
অ্যাপ লেবেল মুছে ফেলবেন যেভাবে
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাম দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লার্জ’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপ আইকোনগুলো বড় হয়ে যাবে। আর আইকোনের নিচের দিকে লেবেলগুলো মুছে যাবে।
অ্যাপ আইকোনের রং পরিবর্তন
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সবগুলো অ্যাপ নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাঁ দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনুর একদম ডান পাশে থাকা ‘টিনটেড’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে মেনুর নিচে একটি গ্রেডিয়েন্ট (রঙের) স্কেল তুলে ধরবে এবং আপনি সেগুলো স্লাইড করে পছন্দের রংটি নির্বাচন করতে পারবেন।
মেনুর ওপরের ডান কোণে থাকা আইড্রপার আইকনে ট্যাপ করেও ব্যাকগ্রাউন্ড থেকে একটি রং নির্বাচন করতে পারেন, যা আইকনের সঙ্গে আরও ভালোভাবে মিলে যাবে।
এ ছাড়া মেনুর ‘ডার্ক’ অপশন নির্বাচন করেও অ্যাপগুলোর আইকোন কিছুটা কালচে করা যাবে।
অ্যাপলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর (যেমন মেসেজেস, সার্ফ) ব্যাকগ্রাউন্ড এখন প্রায় কালো হবে। এই পরিবর্তন অ্যাপলের নিজস্ব অ্যাপ এবং কিছু তৃতীয় পক্ষের অ্যাপ যেমন—ইউটিউব ও ব্লুস্কাই অ্যাপের জন্য প্রযোজ্য। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ যেমন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে এই পরিবর্তন দেখা যাবে না।
ডার্ক মোড নির্বাচন করলে ব্যাকগ্রাউন্ড কিছুটা কালচে হয়। ফলে আইফোন কিছুটা কম ব্যাটারির শক্তি ব্যবহার করবে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আর ওয়ালপেপার কিছুটা কালচে করার জন্য ওই মেনুর ‘সান’ (সূর্যের মতো দেখতে) আইকোনে ট্যাপ করুন। এর ফলে শুধু ওয়ালপেপার কিছুটা কালচে হবে। তবে অ্যাপের আইকোনে এটি প্রভাব ফেলবে না।
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজাবেন যেভাবে
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজানোর প্রক্রিয়া আগের মতোই আছে। শুধু হোমস্ক্রিনের খালি স্থানে ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে। তারপর অ্যাপগুলোকে ইচ্ছামতো স্থানে টেনে রাখা যাবে।
সবগুলো অ্যাপ স্ক্রিনের নিচের দিকে রাখতে পারেন বা যেকোনো সংখ্যক প্যাটার্নে সাজাতে পারেন।
অ্যাপগুলো বড় করলে স্ক্রিনের নিচে ডকের সঙ্গে গ্রিডের নিচের সারির মধ্যে বেশ জায়গা ফাঁকা থাকবে। তবে এর মধ্যে কোনো অ্যাপ রাখা যাবে না।
তথ্যসূত্র: সিনেট
চলতি মাসে আইফোনের আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু করেছে অ্যাপল। নতুন আইফোন ১৬ সিরিজসহ বিভিন্ন মডেলে এই সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন সিস্টেমের মাধ্যমে ডিভাইসগুলোতে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই সঙ্গে আইফোনের হোমস্ক্রিন কাস্টমাইজেশনের সুযোগও মেলবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোমস্ক্রিন বিভিন্নভাবে কাস্টমাইজ করার সুবিধা থাকলেও এই সুযোগ আইফোনে খুব বেশি একটা ছিল না। এই আপডেটের মাধ্যমে আইফোনের সেই সীমাবদ্ধতা অনেকাংশেই কমে গেছে।
আইওএস ১৮-এর মাধ্যমে অ্যাপ লেবেল মুছে ফেলা যায়, আইকোনের রং পরিবর্তন করা যাবে এবং স্ক্রিনের যেকোনো জায়গায় অ্যাপগুলো রাখা যাবে।
অ্যাপ লেবেল মুছে ফেলবেন যেভাবে
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাম দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লার্জ’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপ আইকোনগুলো বড় হয়ে যাবে। আর আইকোনের নিচের দিকে লেবেলগুলো মুছে যাবে।
অ্যাপ আইকোনের রং পরিবর্তন
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সবগুলো অ্যাপ নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাঁ দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনুর একদম ডান পাশে থাকা ‘টিনটেড’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে মেনুর নিচে একটি গ্রেডিয়েন্ট (রঙের) স্কেল তুলে ধরবে এবং আপনি সেগুলো স্লাইড করে পছন্দের রংটি নির্বাচন করতে পারবেন।
মেনুর ওপরের ডান কোণে থাকা আইড্রপার আইকনে ট্যাপ করেও ব্যাকগ্রাউন্ড থেকে একটি রং নির্বাচন করতে পারেন, যা আইকনের সঙ্গে আরও ভালোভাবে মিলে যাবে।
এ ছাড়া মেনুর ‘ডার্ক’ অপশন নির্বাচন করেও অ্যাপগুলোর আইকোন কিছুটা কালচে করা যাবে।
অ্যাপলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর (যেমন মেসেজেস, সার্ফ) ব্যাকগ্রাউন্ড এখন প্রায় কালো হবে। এই পরিবর্তন অ্যাপলের নিজস্ব অ্যাপ এবং কিছু তৃতীয় পক্ষের অ্যাপ যেমন—ইউটিউব ও ব্লুস্কাই অ্যাপের জন্য প্রযোজ্য। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ যেমন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে এই পরিবর্তন দেখা যাবে না।
ডার্ক মোড নির্বাচন করলে ব্যাকগ্রাউন্ড কিছুটা কালচে হয়। ফলে আইফোন কিছুটা কম ব্যাটারির শক্তি ব্যবহার করবে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আর ওয়ালপেপার কিছুটা কালচে করার জন্য ওই মেনুর ‘সান’ (সূর্যের মতো দেখতে) আইকোনে ট্যাপ করুন। এর ফলে শুধু ওয়ালপেপার কিছুটা কালচে হবে। তবে অ্যাপের আইকোনে এটি প্রভাব ফেলবে না।
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজাবেন যেভাবে
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজানোর প্রক্রিয়া আগের মতোই আছে। শুধু হোমস্ক্রিনের খালি স্থানে ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে। তারপর অ্যাপগুলোকে ইচ্ছামতো স্থানে টেনে রাখা যাবে।
সবগুলো অ্যাপ স্ক্রিনের নিচের দিকে রাখতে পারেন বা যেকোনো সংখ্যক প্যাটার্নে সাজাতে পারেন।
অ্যাপগুলো বড় করলে স্ক্রিনের নিচে ডকের সঙ্গে গ্রিডের নিচের সারির মধ্যে বেশ জায়গা ফাঁকা থাকবে। তবে এর মধ্যে কোনো অ্যাপ রাখা যাবে না।
তথ্যসূত্র: সিনেট
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভারসাম্য ও সঠিক ভঙ্গিমা বজায় রাখা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তাই বয়স্কদের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই পড়ে যাওয়ার ঝুঁকি ঠেকাতে নতুন এক সহায়ক ডিভাইস তৈরি করেছেন জাপানের গবেষকেরা।
৪০ মিনিট আগেবিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও যৌন নিপীড়নের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইনস্টাগ্রামে নতুন সুরক্ষা ফিচার যুক্ত করল মেটা। গতকাল (২৩ জুলাই) এক ঘোষণায় কোম্পানিটি জানায়, এই ফিচারগুলো মূলত টিনএজারদের জন্য চালু করা হলেও ‘টিন অ্যাকাউন্ট’ সুরক্ষার পরিধি আরও বাড়ানো হচ্ছে। এবার থেকে এসব
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে, পাশাপাশি প্রশাসনের ভাষায় ‘দাফতরিক জটিলতা’ ও ‘আদর্শিক পক্ষপাতিত্ব’ দূর করার ঘোষণা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতগতিতে বিশ্ব পরিবর্তন করছে। এর প্রভাবে কিছু পেশা সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে চলেছে—এমন সতর্কবার্তা দিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাস্টমার সার্ভিস খাতে...
৪ ঘণ্টা আগে