Ajker Patrika

শিশু-কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রামের নতুন ফিচার

অনলাইন ডেস্ক
নতুন আপডেটে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজিং বা ডিএম সেকশনে বাড়তি সতর্কতা জুড়েছে মেটা। ছবি: সিনেট
নতুন আপডেটে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজিং বা ডিএম সেকশনে বাড়তি সতর্কতা জুড়েছে মেটা। ছবি: সিনেট

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও যৌন নিপীড়নের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইনস্টাগ্রামে নতুন সুরক্ষা ফিচার যুক্ত করল মেটা। গতকাল (২৩ জুলাই) এক ঘোষণায় কোম্পানিটি জানায়, এই ফিচারগুলো মূলত টিনএজারদের জন্য চালু করা হলেও ‘টিন অ্যাকাউন্ট’ সুরক্ষার পরিধি আরও বাড়ানো হচ্ছে। এবার থেকে এসব সুরক্ষা প্রাপ্তবয়স্কদের পরিচালিত সেই অ্যাকাউন্টগুলোতেও প্রযোজ্য হবে, যেখানে শিশুদের ছবি বা ভিডিও নিয়মিত শেয়ার করা হয়।

নতুন আপডেটে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজিং বা ডিএম সেকশনে বাড়তি সতর্কতা জুড়েছে মেটা। এখন থেকে কিশোর ব্যবহারকারীরা যখন কাউকে মেসেজ করবে বা তাদের কেউ মেসেজ পাঠালে সেই অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে কবে যুক্ত হয়েছে (মাস ও সাল) তা স্পষ্টভাবে দেখা যাবে। একই সঙ্গে খুব সহজে সেই অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করার সুবিধা থাকবে।

মেটা বলছে, ‘নতুন এই সতর্কতাগুলো আগের সেফটি (নিরাপত্তা) নোটিশের পরিপূরক। আমরা দেখতে পাচ্ছি, কিশোর ব্যবহারকারীরা এগুলোর যথাযথ ব্যবহার করছেন। শুধু জুন মাসেই ১০ লাখ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে এবং সমানসংখ্যক রিপোর্ট করা হয়েছে।’

এদিকে ইনস্টাগ্রামে প্রাপ্তবয়স্করা শিশুদের ছবি দিয়ে অ্যাকাউন্ট চালাতে পারেন, যদি তারা বায়োতে উল্লেখ করেন যে, অ্যাকাউন্টটি তারাই পরিচালনা করছেন। অনেক সময় এগুলো ‘ফ্যামিলি ইনফ্লুয়েন্সার’ বা শিশু তারকাদের ম্যানেজ করা অ্যাকাউন্ট হয়ে থাকে। মেটা জানিয়েছে, ‘যদিও এসব অ্যাকাউন্ট বেশির ভাগ ক্ষেত্রেই নিরীহ উদ্দেশ্যে তৈরি, তবু কিছু ব্যবহারকারী সেগুলোতে আপত্তিকর মন্তব্য করেন বা মেসেজ পাঠানোর চেষ্টা করেন, যা আমাদের নিয়মের সরাসরি লঙ্ঘন।’

এ ধরনের অ্যাকাউন্টের জন্য মেটা যেসব নতুন সুরক্ষা ফিচার চালু করছে—

  • এই অ্যাকাউন্টগুলো এখন থেকে ডিফল্টভাবে সবচেয়ে কঠোর মেসেজ সেটিংসে থাকবে। এতে আপত্তিকর শব্দ ও মন্তব্য ফিল্টার করা হবে।
  • এমন ‘সন্দেহভাজন প্রাপ্তবয়স্ক’ ব্যবহারকারীরা, যাদের আগে কিশোররা ব্লক করেছেন, তারা যেন সহজে এসব অ্যাকাউন্ট খুঁজে না পান, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত ১৩ বছরের নিচে শিশুদের ছবি ব্যবহৃত অ্যাকাউন্টে যৌন মন্তব্য বা অনুরোধ করায় মেটা ১ লাখ ৩৫ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং অতিরিক্ত ৫ লাখ ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে।

কিশোর-কিশোরীদের বা টিন অ্যাকাউন্টে যেসব সুরক্ষা থাকে

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ইনস্টাগ্রামে নতুন যেসব ব্যবহারকারী ১৮ বছরের নিচে, তারা স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ হিসেবে বিবেচিত হন। এই অ্যাকাউন্টগুলোতে—

  • অপরিচিত কেউ মেসেজ পাঠাতে পারেন না, শুধু ফলো করা বা মিউচুয়াল কন্টাক্ট থাকলেই মেসেজ পাঠানো সম্ভব।
  • কমেন্ট ও ডিএমে কড়া অ্যান্টি-বুলিং ফিল্টার থাকে।
  • ‘সংবেদনশীল’ কনটেন্ট এমনকি পরিচিত কেউ পোস্ট করলেও সেটি সীমিতভাবে দেখা যায়। যেমন: যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট, আত্মহত্যা, আত্মনিপীড়ন বা খাওয়ার সমস্যা নিয়ে কনটেন্ট এবং সহিংসতার ছবি।

এ ছাড়া দিনে ৬০ মিনিট পর অ্যাপ ছাড়ার পরামর্শ দিয়ে নোটিফিকেশন আসে এবং রাতে ‘স্লিপ মোড’ চালু হয়, যা সব নোটিফিকেশন বন্ধ করে দেয় এবং অটো রিপ্লাই পাঠায়।

চলতি বছরের এপ্রিল থেকে ডিএমে নগ্ন ছবি পাঠানো হলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়ার ব্যবস্থা চালু করেছে মেটা। এ ধরনের ছবি প্রাপক দেখতে না চাইলে তা ব্লার অবস্থায় থেকে যায়। গত জুনে দেখা গেছে, ৪০ শতাংশের বেশি ব্লার করা ছবি আর আনব্লার করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের জন্য ক্ষতিকর—এই অভিযোগে গত কয়েক বছর ধরেই চাপের মুখে পড়েছে মেটা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে এবং ২০২৪ সালের জুলাইয়ে দেশটির সিনেট শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে দুটি বিল পাশ করে।

মেটা জানিয়েছে, তারা ধাপে ধাপে এসব নতুন নিয়ম কার্যকর করবে এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ভবিষ্যতে আরও সুরক্ষা ফিচার চালু করবে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইউএসএ টুডে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত