Ajker Patrika

হেলিকপ্টারের চেয়ে দ্রুত চলবে ভারতের ফ্লাইং ট্যাক্সি 

প্রযুক্তি ডেস্ক
হেলিকপ্টারের চেয়ে দ্রুত চলবে ভারতের ফ্লাইং ট্যাক্সি 

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন দেশের প্রযুক্তি কোম্পানিগুলো ফ্লাইং ট্যাক্সির নির্মাণ ও পরীক্ষামূলক উড্ডয়নে মনোযোগ দিচ্ছে। এবার ফ্লাইং ট্যাক্সি নির্মাণে মনোযোগ দিয়েছে ভারতও। ফ্লাইং ট্যাক্সিটির নাম দেওয়া হয়েছে ‘ইপ্লেন ই২০০’। যাত্রী পরিবহনে ফ্লাইং ট্যাক্সিটি হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতা সংস্থা ‘ই প্ল্যান কোম্পানি’। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের আইআইটি মাদ্রাজে ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি তৈরি করা হয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘অ্যারো  ইন্ডিয়া শো’-তে প্রদর্শন করা হয়েছে এটি।

‘ই প্ল্যান কোম্পানি’ দাবি করেছে, এক চার্জে ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এ আকাশযানটি। এ ছাড়া, এটি সাধারণ চার চাকার গাড়ির চেয়ে ২০ গুণ বেশি দ্রুতগতির। তবে এই যানে যাত্রী পিছু খরচও অন্যান্য যানের চেয়ে বেশি। উবারের চেয়ে দ্বিগুণ খরচ হবে এই ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিতে।   

এই উড়ন্ত ট্যাক্সি বেশি জায়গা দখল করে উত্তরণ বা অবতরণ করে না। পার্ক করার জন্য এই ট্যাক্সি নেয় মাত্র ২৫ স্কয়ার মিটার এলাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত