ফিচার ডেস্ক
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে