Ajker Patrika

টেসলাকে টেক্কা দিতে হাই-ভোল্টেজ ব্যাটারি আনছে ‘নিও’

অনলাইন ডেস্ক
Thumbnail image

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘নিও’ টেসলাকে টেক্কা দিতে এবার নিজেরাই হাই-ভোল্টেজ ব্যাটারি তৈরির ঘোষণা দিয়েছে। ২০২৪ সাল থেকে নিও হাই-ভোল্টেজ ব্যাটারি তৈরির কাজ শুরু করবে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও বলছে, ২০২৪ সাল থেকে তারা হাই-ভোল্টেজ ব্যাটারি তৈরির কাজ শুরু করবে। এটি তারা নিজেরাই তৈরি করবে। প্রতিযোগিতামূলক বাজারে টেসলার মতো কোম্পানিকে টেক্কা দিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও’র চেয়ারম্যান উইলিয়াম লি বলেন, ‘২০২৪ এর দ্বিতীয়ার্ধে ৮০০ ভোল্টের ব্যাটারি উৎপাদনের কাজ শুরুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চার শতাধিক কর্মী ব্যাটারি প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২৪ এর দ্বিতীয়ার্ধে ব্যাটারিগুলো বিক্রির জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। নতুন মডেলের ব্যাটারিগুলোর আনুমানিক দাম হবে ২ লাখ থেকে ৩ লাখ ইউয়ান। তবে পরবর্তীতে দাম বাড়তে পারে।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ বৈদ্যুতিক গাড়ি ৪০০ ভোল্টের ব্যাটারি দিয়ে চলে। তবে জার্মান মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শার তৈরি বিদ্যুৎচালিত টাইকান গাড়ি ৮০০ ভোল্টের লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে চলে। এগুলো বেশ দ্রুত চার্জ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত