শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাতটি ফরাসি পরিবার। মামলায় অভিযোগে বলা হয়, প্ল্যাটফর্মটি কিশোর–কিশোরীদের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি করছে। আর এর প্রভাবে দুজন ১৫ বছর বয়সী ফরাসি শিশু আত্মহত্যা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার আইনজীবী লর বুট্রন-মারমিওন বলেন, টিকটকের অ্যালগরিদম সাতটি কিশোর-কিশোরীকে এমন ভিডিও দেখিয়েছে যা আত্মহত্যা, নিজের ক্ষতির বিষয়ক এবং ইটিং ডিসঅর্ডার নিয়ে কনটেন্ট প্রচার করছিল।
প্যারিসের ক্রেটিল বিচারিক আদালতে যৌথভাবে আইনী পদক্ষেপ নিচ্ছে পরিবারগুলো। বুট্রন-মারমিওন বলেন, ইউরোপে এমন ধরনের সম্মিলিত মামলা এটিই প্রথম।
তিনি বলেন, ‘অভিভাবকেরা চাইছেন যে, টিকটকের আইনগত দায়বদ্ধতা আদালতে স্বীকৃতি দেওয়া হোক। তিনি যোগ করেন, ‘এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা বিশেষভাবে অপ্রাপ্ত বয়স্করা ব্যবহার করে। । সুতরাং তাদের উচিত পণ্যের ত্রুটির জন্য দায়বদ্ধতা স্বীকার করা।
অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মতো টিকটকও দীর্ঘ সময় ধরেই কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে।
মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো টিকটকও যুক্তরাষ্ট্রে শত শত মামলা মোকাবিলা করছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, এটি লক্ষাধিক শিশুদের তার প্ল্যাটফর্মে আকৃষ্ট ও আসক্ত করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করেছে।
গত মাসে একাধিক রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া চীনা-মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা বলা হয়, টিকটক এমন একটি পণ্য সরবরাহ করছে যা শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে এবং যা আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
মামলাগুলোর জবাবে টিকটকের মুখপাত্র বলে, ‘এই অভিযোগগুলোর সঙ্গে আমরা সম্মত নই, যেগুলোর অনেকটাই ভুল ও বিভ্রান্তিকর বলে মনে করি।’
এর আগে কোম্পানিটি বলেছে, শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।
এই বছর টিকটকের সিইও শৌ জি চিউ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানিয়েছেন, কোম্পানিটি অ্যাপ ব্যবহারকারী তরুণদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগ করছে।
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাতটি ফরাসি পরিবার। মামলায় অভিযোগে বলা হয়, প্ল্যাটফর্মটি কিশোর–কিশোরীদের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি করছে। আর এর প্রভাবে দুজন ১৫ বছর বয়সী ফরাসি শিশু আত্মহত্যা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার আইনজীবী লর বুট্রন-মারমিওন বলেন, টিকটকের অ্যালগরিদম সাতটি কিশোর-কিশোরীকে এমন ভিডিও দেখিয়েছে যা আত্মহত্যা, নিজের ক্ষতির বিষয়ক এবং ইটিং ডিসঅর্ডার নিয়ে কনটেন্ট প্রচার করছিল।
প্যারিসের ক্রেটিল বিচারিক আদালতে যৌথভাবে আইনী পদক্ষেপ নিচ্ছে পরিবারগুলো। বুট্রন-মারমিওন বলেন, ইউরোপে এমন ধরনের সম্মিলিত মামলা এটিই প্রথম।
তিনি বলেন, ‘অভিভাবকেরা চাইছেন যে, টিকটকের আইনগত দায়বদ্ধতা আদালতে স্বীকৃতি দেওয়া হোক। তিনি যোগ করেন, ‘এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা বিশেষভাবে অপ্রাপ্ত বয়স্করা ব্যবহার করে। । সুতরাং তাদের উচিত পণ্যের ত্রুটির জন্য দায়বদ্ধতা স্বীকার করা।
অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মতো টিকটকও দীর্ঘ সময় ধরেই কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে।
মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো টিকটকও যুক্তরাষ্ট্রে শত শত মামলা মোকাবিলা করছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, এটি লক্ষাধিক শিশুদের তার প্ল্যাটফর্মে আকৃষ্ট ও আসক্ত করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করেছে।
গত মাসে একাধিক রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া চীনা-মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা বলা হয়, টিকটক এমন একটি পণ্য সরবরাহ করছে যা শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে এবং যা আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
মামলাগুলোর জবাবে টিকটকের মুখপাত্র বলে, ‘এই অভিযোগগুলোর সঙ্গে আমরা সম্মত নই, যেগুলোর অনেকটাই ভুল ও বিভ্রান্তিকর বলে মনে করি।’
এর আগে কোম্পানিটি বলেছে, শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।
এই বছর টিকটকের সিইও শৌ জি চিউ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানিয়েছেন, কোম্পানিটি অ্যাপ ব্যবহারকারী তরুণদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগ করছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে