থ্রিডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান র্যাক্সিয়াম কিনেছে সার্চ জায়ান্ট গুগল। র্যাক্সিয়াম গত পাঁচ বছর ধরে সিঙ্গেল প্যানেল মাইক্রোএলইডি ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে। র্যাক্সিয়াম প্রযুক্তি দুনিয়ায় থ্রিডি গ্লাস ছাড়াই থ্রিডি অনুভূতি দিতে পারে—এমন ডিসপ্লে তৈরির কারণে আলোচিত।
গুগলের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম নিওউইন জানায়, র্যাক্সিয়াম যেসব প্রযুক্তি তৈরি করেছে সেগুলো পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে ব্যবহার করা হবে। যেমন—ক্ষুদ্রাকৃতি, সাশ্রয়ী এবং শক্তিশালী হাই রেজুলেশন সম্পন্ন ডিসপ্লে নির্মাণ করেছে র্যাক্সিয়াম। মূলত এআর ও ভিআর অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোএলইডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠানটি কিনল গুগল। তবে প্রতিষ্ঠানটি কিনতে কী পরিমাণ খরচ হয়েছে তা জানা যায়নি।
ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টভিত্তিক প্রতিষ্ঠান র্যাক্সিয়াম এখন থেকে গুগলের ডিভাইস ও পরিষেবা দলে যোগ দিয়ে তাদের কাজ চালিয়ে যাবে এবং ভবিষ্যতের গুগল হার্ডওয়্যার পণ্যগুলোকে সমন্বিত করতে কাজ করবে। গুগলের প্রকাশিত ঘোষণাটি খুব সংক্ষিপ্ত ছিল এবং র্যাক্সিয়াম টিম এখন কী কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।
র্যাক্সিয়ামের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, বাজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো থ্রিডি ডিসপ্লে তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করে, তার চেয়ে তাদের প্রযুক্তি ৩০০ গুণ ছোট, ১০০০ গুণ উজ্জ্বল। শুধু তাই নয়, এই প্রযুক্তিতে ব্যাটারি ক্ষয় হয় ৫০ শতাংশ কম। তারা মাইক্রোএলইডি তৈরি করে। মাইক্রোএলইডি হলো এমন এক প্রযুক্তি, যা তুলনামূলক অনেক ছোট ও শক্তিশালী ডিসপ্লে চিপ দিয়ে তৈরি। এটি অনেকটা ওএলইডির মতো। ব্যাকলাইটের পরিবর্তে মাইক্রোএলইডিতে প্রতিটি পিক্সেল থেকে নিজস্ব আলো নির্গত হয়। আর এই আলোক উৎসগুলো যত কাছাকাছি হয়, ততই এটি ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করে। ফলে একটি দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল অবজেক্টও ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করতে পারে। আজকের থ্রিডি দুনিয়া মূলত এই প্রযুক্তির ক্রম বিকাশের ওপরই দাঁড়িয়ে আছে।
থ্রিডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান র্যাক্সিয়াম কিনেছে সার্চ জায়ান্ট গুগল। র্যাক্সিয়াম গত পাঁচ বছর ধরে সিঙ্গেল প্যানেল মাইক্রোএলইডি ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে। র্যাক্সিয়াম প্রযুক্তি দুনিয়ায় থ্রিডি গ্লাস ছাড়াই থ্রিডি অনুভূতি দিতে পারে—এমন ডিসপ্লে তৈরির কারণে আলোচিত।
গুগলের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম নিওউইন জানায়, র্যাক্সিয়াম যেসব প্রযুক্তি তৈরি করেছে সেগুলো পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে ব্যবহার করা হবে। যেমন—ক্ষুদ্রাকৃতি, সাশ্রয়ী এবং শক্তিশালী হাই রেজুলেশন সম্পন্ন ডিসপ্লে নির্মাণ করেছে র্যাক্সিয়াম। মূলত এআর ও ভিআর অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোএলইডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠানটি কিনল গুগল। তবে প্রতিষ্ঠানটি কিনতে কী পরিমাণ খরচ হয়েছে তা জানা যায়নি।
ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টভিত্তিক প্রতিষ্ঠান র্যাক্সিয়াম এখন থেকে গুগলের ডিভাইস ও পরিষেবা দলে যোগ দিয়ে তাদের কাজ চালিয়ে যাবে এবং ভবিষ্যতের গুগল হার্ডওয়্যার পণ্যগুলোকে সমন্বিত করতে কাজ করবে। গুগলের প্রকাশিত ঘোষণাটি খুব সংক্ষিপ্ত ছিল এবং র্যাক্সিয়াম টিম এখন কী কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।
র্যাক্সিয়ামের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, বাজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো থ্রিডি ডিসপ্লে তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করে, তার চেয়ে তাদের প্রযুক্তি ৩০০ গুণ ছোট, ১০০০ গুণ উজ্জ্বল। শুধু তাই নয়, এই প্রযুক্তিতে ব্যাটারি ক্ষয় হয় ৫০ শতাংশ কম। তারা মাইক্রোএলইডি তৈরি করে। মাইক্রোএলইডি হলো এমন এক প্রযুক্তি, যা তুলনামূলক অনেক ছোট ও শক্তিশালী ডিসপ্লে চিপ দিয়ে তৈরি। এটি অনেকটা ওএলইডির মতো। ব্যাকলাইটের পরিবর্তে মাইক্রোএলইডিতে প্রতিটি পিক্সেল থেকে নিজস্ব আলো নির্গত হয়। আর এই আলোক উৎসগুলো যত কাছাকাছি হয়, ততই এটি ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করে। ফলে একটি দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল অবজেক্টও ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করতে পারে। আজকের থ্রিডি দুনিয়া মূলত এই প্রযুক্তির ক্রম বিকাশের ওপরই দাঁড়িয়ে আছে।
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
১ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৯ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
২০ ঘণ্টা আগে