অ্যাপলের মতো অতটা নিখুঁত নয় গুগল ও মাইক্রোসফটের ইকোসিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যে আইফোন ও ম্যাকে ফাইল বিনিময় করা যায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজের ডিভাইসের মধ্য ফাইল শেয়ারের পদ্ধতিটি সহজ নয়। তাই এ দুই ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য ‘নেয়ারবাই শেয়ার’ ফিচারটিকে আরও উন্নত করছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার, উইন্ডোজ ফোন লিংক ও (১.২৪০৩২. ১৫৬.০ সংস্করণ) লিংকস টু উইন্ডোজ (১.২৪০৩২. ৫১৮.০ সংস্করণ)-এর সাহায্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসগুলোর মধ্যে ফাইল বিনিময় আরও সহজ হচ্ছে। নতুন আপডেটের পর এই সুবিধা পাওয়া যাবে। ফোন লিংক অ্যাপের মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট এখন মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার মেনুতে দেখা যাবে।
উইন্ডোজ কম্পিউটার ও স্মার্টফোন লিংক করা থাকলে সহজেই দুই ডিভাইসের মধ্যে ফাইল বিনিময় করা সম্ভব। এ জন্য কম্পিউটারের ফাইলে রাইট ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে শেয়ার অপশনে ক্লিক করে স্মার্টফোনটি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া শুরু হলে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। সেই নোটিফিকেশনে ট্যাপ করে ফাইল গ্রহণ করতে হবে।
ফাইলটি ফোনে চলে এলে কম্পিউটারে একটি নোটিফিকেশন দেখা যাবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পাওয়া যাবে। ফিচারটি উইন্ডোজ ১০ (২০১৯ সালের মে মাসের আপডেট বা তার পরবর্তী সংস্করণ) এবং উইন্ডোজ ১১-এ কাজ করে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ কম্পিউটারে ফাইল পাঠাতে ফোনে ফাইলটি খুলে শেয়ার অপশনটি নির্বাচন করুন। তারপর ‘Link to Windows–Send to PC’ অপশনে ট্যাপ করুন। এখন ডিভাইসগুলোর তালিকা থেকে আপনার কম্পিউটার নির্বাচন করুন। প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসব ফাইল কম্পিউটারের ডাউনলোড ফাইলে থাকবে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে সব ধরনের ফাইল স্থানান্তর কিছুটা কঠিন ছিল। নতুন আপডেটটি এই সমস্যা দূর করে ব্যবহারকারীদের সময় বাঁচাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
অ্যাপলের মতো অতটা নিখুঁত নয় গুগল ও মাইক্রোসফটের ইকোসিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যে আইফোন ও ম্যাকে ফাইল বিনিময় করা যায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজের ডিভাইসের মধ্য ফাইল শেয়ারের পদ্ধতিটি সহজ নয়। তাই এ দুই ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য ‘নেয়ারবাই শেয়ার’ ফিচারটিকে আরও উন্নত করছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার, উইন্ডোজ ফোন লিংক ও (১.২৪০৩২. ১৫৬.০ সংস্করণ) লিংকস টু উইন্ডোজ (১.২৪০৩২. ৫১৮.০ সংস্করণ)-এর সাহায্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসগুলোর মধ্যে ফাইল বিনিময় আরও সহজ হচ্ছে। নতুন আপডেটের পর এই সুবিধা পাওয়া যাবে। ফোন লিংক অ্যাপের মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট এখন মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার মেনুতে দেখা যাবে।
উইন্ডোজ কম্পিউটার ও স্মার্টফোন লিংক করা থাকলে সহজেই দুই ডিভাইসের মধ্যে ফাইল বিনিময় করা সম্ভব। এ জন্য কম্পিউটারের ফাইলে রাইট ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে শেয়ার অপশনে ক্লিক করে স্মার্টফোনটি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া শুরু হলে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। সেই নোটিফিকেশনে ট্যাপ করে ফাইল গ্রহণ করতে হবে।
ফাইলটি ফোনে চলে এলে কম্পিউটারে একটি নোটিফিকেশন দেখা যাবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পাওয়া যাবে। ফিচারটি উইন্ডোজ ১০ (২০১৯ সালের মে মাসের আপডেট বা তার পরবর্তী সংস্করণ) এবং উইন্ডোজ ১১-এ কাজ করে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ কম্পিউটারে ফাইল পাঠাতে ফোনে ফাইলটি খুলে শেয়ার অপশনটি নির্বাচন করুন। তারপর ‘Link to Windows–Send to PC’ অপশনে ট্যাপ করুন। এখন ডিভাইসগুলোর তালিকা থেকে আপনার কম্পিউটার নির্বাচন করুন। প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসব ফাইল কম্পিউটারের ডাউনলোড ফাইলে থাকবে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে সব ধরনের ফাইল স্থানান্তর কিছুটা কঠিন ছিল। নতুন আপডেটটি এই সমস্যা দূর করে ব্যবহারকারীদের সময় বাঁচাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
৩ ঘণ্টা আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
১৯ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
২০ ঘণ্টা আগে