অনলাইন ডেস্ক
রিলসকে আকর্ষণীয় করে তুলতে এতে গান, মিউজিক বা অডিও যুক্ত করে অনেকেই। এবার একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিল ইনস্টাগ্রাম। রিলসগুলো যোগ করার পর এগুলো প্রয়োজন মতো এডিটও করতে পারবেন ক্রিয়েটররা।
নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
এই আপডেটের আগে রিলসে শুধু একটি অডিও বা ট্র্যাক যুক্ত করা যেত। ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘এড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্বাচন করবেন ব্যবহারকারীরা। এ ছাড়া আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
যতগুলো অডিও রিলসে ব্যবহার করা হয়েছে তা ভিডিওটি পোস্ট করার পর অন্য ফলোয়ার বা ব্যবহারকারীরাও দেখতে পারবে। সেই সঙ্গে নিচে ‘ইউজ অডিও মিক্স’ বাটন দেখতে পারবে। এর ফলে অন্যরাও তাদের রিলসে ভিডিওগুলো ব্যবহার করতে পারবে।
টিকটকেও এই ফিচার নেই। তাই টিকটকের ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে একাধিক মিউজিক একটি ভিডিওতে যুক্ত করে।
এক পোস্টে নতুন ফিচারটি নিয়ে কোম্পানিটি বলেছে, রিলসে এই ফিচার যুক্ত করার মাধ্যমে ক্রিয়েটরার টেক্সট, স্টিকার ও ক্লিপগুলোর মতো উপাদানগুলো সঙ্গে অডিওকে সৃজনশীলভাবে সাজিয়ে তুলতে পারবে।’
এই মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্ল্যাটফর্মটিতে বড় ভিডিওর ওপর জোর দেওয়া হবে না, বরং ব্যবহারকারীরা যেন একে অপরের সঙ্গে ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারে তার ওপর মনোযোগ দেওয়া হবে।
রিলসকে আকর্ষণীয় করে তুলতে এতে গান, মিউজিক বা অডিও যুক্ত করে অনেকেই। এবার একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিল ইনস্টাগ্রাম। রিলসগুলো যোগ করার পর এগুলো প্রয়োজন মতো এডিটও করতে পারবেন ক্রিয়েটররা।
নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
এই আপডেটের আগে রিলসে শুধু একটি অডিও বা ট্র্যাক যুক্ত করা যেত। ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘এড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্বাচন করবেন ব্যবহারকারীরা। এ ছাড়া আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
যতগুলো অডিও রিলসে ব্যবহার করা হয়েছে তা ভিডিওটি পোস্ট করার পর অন্য ফলোয়ার বা ব্যবহারকারীরাও দেখতে পারবে। সেই সঙ্গে নিচে ‘ইউজ অডিও মিক্স’ বাটন দেখতে পারবে। এর ফলে অন্যরাও তাদের রিলসে ভিডিওগুলো ব্যবহার করতে পারবে।
টিকটকেও এই ফিচার নেই। তাই টিকটকের ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে একাধিক মিউজিক একটি ভিডিওতে যুক্ত করে।
এক পোস্টে নতুন ফিচারটি নিয়ে কোম্পানিটি বলেছে, রিলসে এই ফিচার যুক্ত করার মাধ্যমে ক্রিয়েটরার টেক্সট, স্টিকার ও ক্লিপগুলোর মতো উপাদানগুলো সঙ্গে অডিওকে সৃজনশীলভাবে সাজিয়ে তুলতে পারবে।’
এই মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্ল্যাটফর্মটিতে বড় ভিডিওর ওপর জোর দেওয়া হবে না, বরং ব্যবহারকারীরা যেন একে অপরের সঙ্গে ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারে তার ওপর মনোযোগ দেওয়া হবে।
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৯ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগে