গুগল জেমিনি অ্যাপের পেছনের নায়ক কে ছিলেন জানেন কি? তিনি আর কেউ নন, বাংলাদেশি নাগরিক জাহিদ সবুর। অ্যাপটির ইঞ্জিনিয়ারিং যাত্রায় নিজের অংশগ্রহণ ও নেতৃত্বদানের গল্প তিনি ফেসবুকে তুলে ধরেছেন।
ফেসবুকে জাহিদ লিখেছেন, ‘যারা আজকে গুগল আই/ও অনুষ্ঠানটি দেখেছেন, তাঁরা অবশ্যই জানেন, গুগল জেমিনি কী। গুগলের জেমিনি মোবাইল অ্যাপটি তৈরি করেছে আমার টিম এবং আমি এই টিমের ইঞ্জিনিয়ারিং লিড। এখনো অনেক কাজ বাকি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা পুরোটাই সার্থক।’
জাহিদ সবুর আরও লিখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, এই কাজটি সময়ের সঙ্গে নানাভাবে অনেক লোককে উপকৃত করবে। জীবনে যেকোনো কাজের পেছনে এর চেয়ে বড় কোনো সার্থকতা আমার জানা নেই। এই সুযোগ এবং অর্জনের জন্যে যারা আমার জন্য দোয়া করেছেন তাঁদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
জাহিদের জন্ম সৌদি আরবে। তাঁর বাবা কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আট বছর বয়সে তিনি সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। তিনি পটুয়াখালীর বাসিন্দা।
এরপর জাহিদ প্রকৌশলী হওয়ার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ভর্তি হন। এআইইউবিতে তিন রেকর্ড সৃষ্টি করে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সিজিপিএ ৪-এ ৪ ধরে রাখতে সক্ষম হন।
জাহিদ ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরুর অফিসে এবং ছয় মাস পরে ক্যালিফোর্নিয়ার অফিসে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ২০১৯ সালে তিনি গুগলের জুরিখ অফিসে প্রধান প্রকৌশলী এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান।
গুগল জেমিনি কী?
গুগল জেমিনি একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। জেমিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের সেরা এআই মডেলের সেবা নিতে পারবেন। এটি ব্যবহারকারীদের লেখালেখি, চিন্তাভাবনা, শিখন, ছবি তৈরি এবং আরও অনেক কিছু করতে সাহায্য করতে পারে।
গুগল জেমিনি অ্যাপের পেছনের নায়ক কে ছিলেন জানেন কি? তিনি আর কেউ নন, বাংলাদেশি নাগরিক জাহিদ সবুর। অ্যাপটির ইঞ্জিনিয়ারিং যাত্রায় নিজের অংশগ্রহণ ও নেতৃত্বদানের গল্প তিনি ফেসবুকে তুলে ধরেছেন।
ফেসবুকে জাহিদ লিখেছেন, ‘যারা আজকে গুগল আই/ও অনুষ্ঠানটি দেখেছেন, তাঁরা অবশ্যই জানেন, গুগল জেমিনি কী। গুগলের জেমিনি মোবাইল অ্যাপটি তৈরি করেছে আমার টিম এবং আমি এই টিমের ইঞ্জিনিয়ারিং লিড। এখনো অনেক কাজ বাকি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা পুরোটাই সার্থক।’
জাহিদ সবুর আরও লিখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, এই কাজটি সময়ের সঙ্গে নানাভাবে অনেক লোককে উপকৃত করবে। জীবনে যেকোনো কাজের পেছনে এর চেয়ে বড় কোনো সার্থকতা আমার জানা নেই। এই সুযোগ এবং অর্জনের জন্যে যারা আমার জন্য দোয়া করেছেন তাঁদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
জাহিদের জন্ম সৌদি আরবে। তাঁর বাবা কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আট বছর বয়সে তিনি সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। তিনি পটুয়াখালীর বাসিন্দা।
এরপর জাহিদ প্রকৌশলী হওয়ার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ভর্তি হন। এআইইউবিতে তিন রেকর্ড সৃষ্টি করে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সিজিপিএ ৪-এ ৪ ধরে রাখতে সক্ষম হন।
জাহিদ ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরুর অফিসে এবং ছয় মাস পরে ক্যালিফোর্নিয়ার অফিসে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ২০১৯ সালে তিনি গুগলের জুরিখ অফিসে প্রধান প্রকৌশলী এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান।
গুগল জেমিনি কী?
গুগল জেমিনি একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। জেমিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের সেরা এআই মডেলের সেবা নিতে পারবেন। এটি ব্যবহারকারীদের লেখালেখি, চিন্তাভাবনা, শিখন, ছবি তৈরি এবং আরও অনেক কিছু করতে সাহায্য করতে পারে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে