কমেন্ট বন্ধের ‘পজ’ ফিচার আনল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর মাধ্যমে আগের কমেন্টগুলো ডিলিট না করেই নতুন কমেন্ট সাময়িকভাবে বন্ধ করা যাবে। এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের নেতিবাচক ও আপত্তিকর কমেন্ট ফিল্টার বা সরানোর সময় দেবে।
এই পজ অপশনটি ইউটিউব অ্যাপের ওয়াচ পেজে বা ইউটিউব স্টুডিও থেকে চালু করতে হবে। অ্যাপের ভিডিওয়ের কমেন্ট অপশনের ডান পাশের ওপরের সেটিংসে ফিচারটি পাওয়া যাবে। পজ বাটনটি চালু থাকলে দর্শক বা ভিউয়ারা ভিডিওয়ের নিচে দেখতে পারবে যে, ক্রিয়েটর কমেন্ট করার ফিচার বন্ধ করে দিয়েছে। তবে ভিউয়াররা আগের পোস্ট করা কমেন্টগুলো দেখতে পারবে।
গত অক্টোবর থেকে ইউটিউব পজ করার ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে। এবার আনুষ্ঠানিকভাবে সেটি চালু হল। ইউটিউব বলছে, অনেক বেশি কমেন্টের ফলে কনটেন্ট ক্রিয়েটররা অভিভূত হয়ে গেলে এই ফিচার তাদের কমেন্ট নিয়ন্ত্রণের সুবিধা দেবে।
পজ ফিচারটি আসার আগে কনটেন্ট ক্রিয়টরদের কমেন্ট মডারেশনের জন্য দুইটি অপশন ছিল। একটি হল প্রতিটি কমেন্ট ম্যানুয়ালি রিভিউ করা এবং আরেকটি হলো ভিডিওয়ের সব কমেন্ট বন্ধ করে রাখা।
কমেন্ট মডারেশনের সেটিংসগুলোর নতুন নাম দিয়েছে ইউটিউব। এই নতুন নামগুলোর মাধ্যমে কোন ফিচার কীভাবে কাজ করবে তা গ্রাহকেরা সহজেই বুঝতে পারবে। উদাহরণস্বরূপ: ‘অন’, ‘নান’, ‘হোল্ড অল’ ও ‘অফ’। ‘বেসিক’ সেটিংসে আপত্তিকর কমেন্ট রিভিউয়ের জন্য রাখা হয় ও ‘স্ট্রিকট’ সেটিংসে ক্ষতিকর কমেন্টগুলো রাখা হয়। কেবল কনটেন্ট ক্রিয়েটররা অনুমতি দিলেই এই কমেন্টগুলো পাবলিকভাবে পোস্ট হবে।
এছাড়া কমেন্টের সারাংশ তৈরির নতুন ফিচার নিয়েও ইউটিউব কাজ করছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কমেন্ট বন্ধের ‘পজ’ ফিচার আনল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর মাধ্যমে আগের কমেন্টগুলো ডিলিট না করেই নতুন কমেন্ট সাময়িকভাবে বন্ধ করা যাবে। এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের নেতিবাচক ও আপত্তিকর কমেন্ট ফিল্টার বা সরানোর সময় দেবে।
এই পজ অপশনটি ইউটিউব অ্যাপের ওয়াচ পেজে বা ইউটিউব স্টুডিও থেকে চালু করতে হবে। অ্যাপের ভিডিওয়ের কমেন্ট অপশনের ডান পাশের ওপরের সেটিংসে ফিচারটি পাওয়া যাবে। পজ বাটনটি চালু থাকলে দর্শক বা ভিউয়ারা ভিডিওয়ের নিচে দেখতে পারবে যে, ক্রিয়েটর কমেন্ট করার ফিচার বন্ধ করে দিয়েছে। তবে ভিউয়াররা আগের পোস্ট করা কমেন্টগুলো দেখতে পারবে।
গত অক্টোবর থেকে ইউটিউব পজ করার ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে। এবার আনুষ্ঠানিকভাবে সেটি চালু হল। ইউটিউব বলছে, অনেক বেশি কমেন্টের ফলে কনটেন্ট ক্রিয়েটররা অভিভূত হয়ে গেলে এই ফিচার তাদের কমেন্ট নিয়ন্ত্রণের সুবিধা দেবে।
পজ ফিচারটি আসার আগে কনটেন্ট ক্রিয়টরদের কমেন্ট মডারেশনের জন্য দুইটি অপশন ছিল। একটি হল প্রতিটি কমেন্ট ম্যানুয়ালি রিভিউ করা এবং আরেকটি হলো ভিডিওয়ের সব কমেন্ট বন্ধ করে রাখা।
কমেন্ট মডারেশনের সেটিংসগুলোর নতুন নাম দিয়েছে ইউটিউব। এই নতুন নামগুলোর মাধ্যমে কোন ফিচার কীভাবে কাজ করবে তা গ্রাহকেরা সহজেই বুঝতে পারবে। উদাহরণস্বরূপ: ‘অন’, ‘নান’, ‘হোল্ড অল’ ও ‘অফ’। ‘বেসিক’ সেটিংসে আপত্তিকর কমেন্ট রিভিউয়ের জন্য রাখা হয় ও ‘স্ট্রিকট’ সেটিংসে ক্ষতিকর কমেন্টগুলো রাখা হয়। কেবল কনটেন্ট ক্রিয়েটররা অনুমতি দিলেই এই কমেন্টগুলো পাবলিকভাবে পোস্ট হবে।
এছাড়া কমেন্টের সারাংশ তৈরির নতুন ফিচার নিয়েও ইউটিউব কাজ করছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
১ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৬ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৭ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১০ ঘণ্টা আগে