আজকের পত্রিকা ডেস্ক
অ্যাপলের এআই মডেলের প্রধান বিশেষজ্ঞ রুওমিং প্যাং কোম্পানিটি ছেড়ে মেটায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। মেটার জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ তারা নতুন এআই সুপার ইন্টেলিজেন্স ইউনিটের জন্য একের পর এক অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে। প্যাং হলেন সেই তালিকায় সর্বশেষ সংযোজন।
ব্লুমবার্গের মতে, প্যাং এখন মেটার নতুন সুপার ইন্টেলিজেন্স ল্যাবস বিভাগে কাজ করবেন, যেখানে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) তৈরি করা হচ্ছে।
প্যাং আগে অ্যাপলের অভ্যন্তরীণ টিমের নেতৃত্ব দিয়েছেন, এই দল অ্যাপল ইন্টেলিজেন্স ও অন্যান্য অন-ডিভাইস এআই ফিচারের ভিত্তি হিসেবে এআই ফাউন্ডেশন মডেলগুলো তৈরি করে। তবে, অ্যাপলের এআই মডেলগুলো এখনো বড় পর্যায়ে সফল হয়নি। এগুলো ওপেনএআই, অ্যানথ্রপিক, এমনকি মেটার তুলনায় অনেক কম দক্ষ। এমনকি বলা হচ্ছে, অ্যাপল তার আসন্ন এআইভিত্তিক সিরি আপগ্রেডের জন্য তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহার করার কথাও বিবেচনা করছে।
ব্লুমবার্গের মতে, মেটা তাকে বছরে কয়েক মিলিয়ন ডলারের বেতন অফার করেছে। প্যাংয়ের বিদায় অ্যাপলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ কোম্পানিটি উন্নত এআই মডেল তৈরিতে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে পড়ছে। প্যাংয়ের দলের আরও কয়েকজন ইঞ্জিনিয়ার মেটায় যোগ দিতে পারেন।
ছোট এবং অন-ডিভাইসে চালানো এআই মডেল তৈরির বিশেষ দক্ষতা নিয়ে মেটায় যোগ দিচ্ছেন প্যাং। ইতিমধ্যে জাকারবার্গ গুগল ডিপমাইন্ড, ওপেনএআই ও সেফ সুপারইন্টেলিজেন্সের অনেক গুরুত্বপূর্ণ প্রতিভাকে মেটায় নিয়ে এসেছেন।
মেটার সিইও মার্ক জাকারবার্গ ‘সুপারইন্টেলিজেন্স’ স্বপ্ন পূরণের জন্য নতুন টিম গঠনের ব্যাপারে তৎপর। গত কয়েক মাসে মেটা ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল থেকে গবেষক নিয়োগ করেছে, যাদের মোটা অঙ্কের বেতন ও উন্নত কম্পিউটিং সুবিধা দেওয়া হচ্ছে।
মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের কো-লিডার হিসেবে রয়েছেন ২৮ বছর বয়সী আলেকজান্দ্র ওয়াং, যিনি স্কেল এআইয়ের সাবেক সিইও এবং এখন মেটার প্রধান এআই অফিসার। মেটার স্কেল এআইতে বিনিয়োগের পর এই নিয়োগ এসেছে, যা কোম্পানির মূল্য ২৯ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে।
প্যাংয়ের পাশাপাশি সোমবার মেটা ওপেন এআইয়ের ইউয়ানঝি লি এবং অ্যানথ্রপিকের আন্তন বাখটিনকেও নিয়োগ দিয়েছে। তারা জিপিটি ও ক্লডের মতো উন্নত মডেলের গবেষক।
মেটার এই নিয়োগ কার্যক্রমের সমালোচনা করেছে ওপেনএআই। কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যান দাবি করেছেন মেটা তার দলের সদস্যদের ১০০ মিলিয়ন ডলার সাইনিং বোনাস অফার করেছে, তবে সেরা গবেষকেরা তা গ্রহণ করেননি। মেটার সিটিও অ্যান্ড্রু বসওর্থ এই খবরকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন।
মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস সম্প্রসারণে ওপেনএআই, অ্যানথ্রপিক এবং গুগল থেকে আরও ১২ জন খ্যাতনামা এআই গবেষক নিয়োগ করেছে। এদের মধ্যে রয়েছেন, ওপেনএআইয়ের ট্রাপিত বন্দল, যিনি ‘ও’ সিরিজের মডেল তৈরিতে কাজ করেছেন; শুচাও বি, যিনি ‘জিপিটি–৪ ও’ ভয়েস ফিচারে অবদান রেখেছেন; এবং গুগল রিসার্চের হুইয়েন চাং, যিনি এআই দিয়ে ছবি তৈরির ফিচারে নেতৃত্ব দিয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন—জি লিন, জোয়েল পবার, জ্যাক রে, জোহান শালকউইক, পেই সান, হংইউ রেন, জিয়াহুই ইউ এবং শেংজিয়া ঝাও।
অন্যদিকে, অ্যাপল তাদের এফএম দলের নেতৃত্ব দ্রুত পুনর্বিন্যাস করেছে। প্যাংয়ের সহকারী টম গুন্টার গত মাসে পদত্যাগ করেছেন। এখন দলের নেতৃত্ব দিচ্ছেন ঝিফেং চেন।
অ্যাপলের এআই মডেলের প্রধান বিশেষজ্ঞ রুওমিং প্যাং কোম্পানিটি ছেড়ে মেটায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। মেটার জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ তারা নতুন এআই সুপার ইন্টেলিজেন্স ইউনিটের জন্য একের পর এক অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে। প্যাং হলেন সেই তালিকায় সর্বশেষ সংযোজন।
ব্লুমবার্গের মতে, প্যাং এখন মেটার নতুন সুপার ইন্টেলিজেন্স ল্যাবস বিভাগে কাজ করবেন, যেখানে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) তৈরি করা হচ্ছে।
প্যাং আগে অ্যাপলের অভ্যন্তরীণ টিমের নেতৃত্ব দিয়েছেন, এই দল অ্যাপল ইন্টেলিজেন্স ও অন্যান্য অন-ডিভাইস এআই ফিচারের ভিত্তি হিসেবে এআই ফাউন্ডেশন মডেলগুলো তৈরি করে। তবে, অ্যাপলের এআই মডেলগুলো এখনো বড় পর্যায়ে সফল হয়নি। এগুলো ওপেনএআই, অ্যানথ্রপিক, এমনকি মেটার তুলনায় অনেক কম দক্ষ। এমনকি বলা হচ্ছে, অ্যাপল তার আসন্ন এআইভিত্তিক সিরি আপগ্রেডের জন্য তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহার করার কথাও বিবেচনা করছে।
ব্লুমবার্গের মতে, মেটা তাকে বছরে কয়েক মিলিয়ন ডলারের বেতন অফার করেছে। প্যাংয়ের বিদায় অ্যাপলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ কোম্পানিটি উন্নত এআই মডেল তৈরিতে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে পড়ছে। প্যাংয়ের দলের আরও কয়েকজন ইঞ্জিনিয়ার মেটায় যোগ দিতে পারেন।
ছোট এবং অন-ডিভাইসে চালানো এআই মডেল তৈরির বিশেষ দক্ষতা নিয়ে মেটায় যোগ দিচ্ছেন প্যাং। ইতিমধ্যে জাকারবার্গ গুগল ডিপমাইন্ড, ওপেনএআই ও সেফ সুপারইন্টেলিজেন্সের অনেক গুরুত্বপূর্ণ প্রতিভাকে মেটায় নিয়ে এসেছেন।
মেটার সিইও মার্ক জাকারবার্গ ‘সুপারইন্টেলিজেন্স’ স্বপ্ন পূরণের জন্য নতুন টিম গঠনের ব্যাপারে তৎপর। গত কয়েক মাসে মেটা ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল থেকে গবেষক নিয়োগ করেছে, যাদের মোটা অঙ্কের বেতন ও উন্নত কম্পিউটিং সুবিধা দেওয়া হচ্ছে।
মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের কো-লিডার হিসেবে রয়েছেন ২৮ বছর বয়সী আলেকজান্দ্র ওয়াং, যিনি স্কেল এআইয়ের সাবেক সিইও এবং এখন মেটার প্রধান এআই অফিসার। মেটার স্কেল এআইতে বিনিয়োগের পর এই নিয়োগ এসেছে, যা কোম্পানির মূল্য ২৯ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে।
প্যাংয়ের পাশাপাশি সোমবার মেটা ওপেন এআইয়ের ইউয়ানঝি লি এবং অ্যানথ্রপিকের আন্তন বাখটিনকেও নিয়োগ দিয়েছে। তারা জিপিটি ও ক্লডের মতো উন্নত মডেলের গবেষক।
মেটার এই নিয়োগ কার্যক্রমের সমালোচনা করেছে ওপেনএআই। কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যান দাবি করেছেন মেটা তার দলের সদস্যদের ১০০ মিলিয়ন ডলার সাইনিং বোনাস অফার করেছে, তবে সেরা গবেষকেরা তা গ্রহণ করেননি। মেটার সিটিও অ্যান্ড্রু বসওর্থ এই খবরকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন।
মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস সম্প্রসারণে ওপেনএআই, অ্যানথ্রপিক এবং গুগল থেকে আরও ১২ জন খ্যাতনামা এআই গবেষক নিয়োগ করেছে। এদের মধ্যে রয়েছেন, ওপেনএআইয়ের ট্রাপিত বন্দল, যিনি ‘ও’ সিরিজের মডেল তৈরিতে কাজ করেছেন; শুচাও বি, যিনি ‘জিপিটি–৪ ও’ ভয়েস ফিচারে অবদান রেখেছেন; এবং গুগল রিসার্চের হুইয়েন চাং, যিনি এআই দিয়ে ছবি তৈরির ফিচারে নেতৃত্ব দিয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন—জি লিন, জোয়েল পবার, জ্যাক রে, জোহান শালকউইক, পেই সান, হংইউ রেন, জিয়াহুই ইউ এবং শেংজিয়া ঝাও।
অন্যদিকে, অ্যাপল তাদের এফএম দলের নেতৃত্ব দ্রুত পুনর্বিন্যাস করেছে। প্যাংয়ের সহকারী টম গুন্টার গত মাসে পদত্যাগ করেছেন। এখন দলের নেতৃত্ব দিচ্ছেন ঝিফেং চেন।
একসময় প্রেমে প্রতারণা মানেই ছিল গোপনে দেখা-সাক্ষাৎ, বার্তা লুকানো বা সন্দেহজনক ফোনকল। তবে প্রযুক্তির এই যুগে প্রতারণার ধরন পাল্টে গেছে। অনেকেই প্রেমে পড়ছেন বা যৌন বার্তা পাঠাচ্ছেন এআই চ্যাটবটের সঙ্গে। নতুন এক গবেষণা বলছে, এটুকুই যথেষ্ট একটি সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসায় লাভবান হওয়ার নজির তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সপ্তাহটিও ট্রাম্প ও তার পরিবারের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল। কারণ গত সোমবার ট্রাম্পের পরিবার কাগজে কলমে হলেও প্রায় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার আয় করেছে।
৮ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপগুলোর মধ্যে অন্যতম ক্যারেক্টার ডট এআই। এটি ব্যবহারকারীদের সেলিব্রিটি ও কাল্পনিক চরিত্রের কাস্টমাইজড চ্যাটবটের সঙ্গে টেক্সট এবং কথোপকথনের মাধ্যমে যোগাযোগের সুযোগ দেয়। অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা দশ লক্ষাধিক, যাদের মধ্যে অনেকেই কিশোর বয়সী।
৯ ঘণ্টা আগেঅবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য আলাদা ইনস্টাগ্রাম অ্যাপ আনল মেটা। গত বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে বিশ্বব্যাপী উন্মুক্ত হওয়া এই নতুন অ্যাপটির মূল্য কেন্দ্রস্থলে থাকবে ইনস্টাগ্রামের শর্ট-ফর্ম ভিডিও ফিচার রিলস। প্রতিদ্বন্দ্বী টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় জোর দিতে মেটা এমন পদক্ষেপ নিয়েছে।
১১ ঘণ্টা আগে