Ajker Patrika

মেটায় যোগ দিচ্ছেন অ্যাপলের এআই মডেলের প্রধান বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক
অ্যাপলের এআই মডেলগুলো এখনো বড় পর্যায়ে সফল হয়নি। ছবি: হেইআপ নাও
অ্যাপলের এআই মডেলগুলো এখনো বড় পর্যায়ে সফল হয়নি। ছবি: হেইআপ নাও

অ্যাপলের এআই মডেলের প্রধান বিশেষজ্ঞ রুওমিং প্যাং কোম্পানিটি ছেড়ে মেটায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। মেটার জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ তারা নতুন এআই সুপার ইন্টেলিজেন্স ইউনিটের জন্য একের পর এক অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে। প্যাং হলেন সেই তালিকায় সর্বশেষ সংযোজন।

ব্লুমবার্গের মতে, প্যাং এখন মেটার নতুন সুপার ইন্টেলিজেন্স ল্যাবস বিভাগে কাজ করবেন, যেখানে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) তৈরি করা হচ্ছে।

প্যাং আগে অ্যাপলের অভ্যন্তরীণ টিমের নেতৃত্ব দিয়েছেন, এই দল অ্যাপল ইন্টেলিজেন্স ও অন্যান্য অন-ডিভাইস এআই ফিচারের ভিত্তি হিসেবে এআই ফাউন্ডেশন মডেলগুলো তৈরি করে। তবে, অ্যাপলের এআই মডেলগুলো এখনো বড় পর্যায়ে সফল হয়নি। এগুলো ওপেনএআই, অ্যানথ্রপিক, এমনকি মেটার তুলনায় অনেক কম দক্ষ। এমনকি বলা হচ্ছে, অ্যাপল তার আসন্ন এআইভিত্তিক সিরি আপগ্রেডের জন্য তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহার করার কথাও বিবেচনা করছে।

ব্লুমবার্গের মতে, মেটা তাকে বছরে কয়েক মিলিয়ন ডলারের বেতন অফার করেছে। প্যাংয়ের বিদায় অ্যাপলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ কোম্পানিটি উন্নত এআই মডেল তৈরিতে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে পড়ছে। প্যাংয়ের দলের আরও কয়েকজন ইঞ্জিনিয়ার মেটায় যোগ দিতে পারেন।

ছোট এবং অন-ডিভাইসে চালানো এআই মডেল তৈরির বিশেষ দক্ষতা নিয়ে মেটায় যোগ দিচ্ছেন প্যাং। ইতিমধ্যে জাকারবার্গ গুগল ডিপমাইন্ড, ওপেনএআই ও সেফ সুপারইন্টেলিজেন্সের অনেক গুরুত্বপূর্ণ প্রতিভাকে মেটায় নিয়ে এসেছেন।

মেটার সিইও মার্ক জাকারবার্গ ‘সুপারইন্টেলিজেন্স’ স্বপ্ন পূরণের জন্য নতুন টিম গঠনের ব্যাপারে তৎপর। গত কয়েক মাসে মেটা ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল থেকে গবেষক নিয়োগ করেছে, যাদের মোটা অঙ্কের বেতন ও উন্নত কম্পিউটিং সুবিধা দেওয়া হচ্ছে।

মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের কো-লিডার হিসেবে রয়েছেন ২৮ বছর বয়সী আলেকজান্দ্র ওয়াং, যিনি স্কেল এআইয়ের সাবেক সিইও এবং এখন মেটার প্রধান এআই অফিসার। মেটার স্কেল এআইতে বিনিয়োগের পর এই নিয়োগ এসেছে, যা কোম্পানির মূল্য ২৯ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে।

প্যাংয়ের পাশাপাশি সোমবার মেটা ওপেন এআইয়ের ইউয়ানঝি লি এবং অ্যানথ্রপিকের আন্তন বাখটিনকেও নিয়োগ দিয়েছে। তারা জিপিটি ও ক্লডের মতো উন্নত মডেলের গবেষক।

মেটার এই নিয়োগ কার্যক্রমের সমালোচনা করেছে ওপেনএআই। কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যান দাবি করেছেন মেটা তার দলের সদস্যদের ১০০ মিলিয়ন ডলার সাইনিং বোনাস অফার করেছে, তবে সেরা গবেষকেরা তা গ্রহণ করেননি। মেটার সিটিও অ্যান্ড্রু বসওর্থ এই খবরকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন।

মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস সম্প্রসারণে ওপেনএআই, অ্যানথ্রপিক এবং গুগল থেকে আরও ১২ জন খ্যাতনামা এআই গবেষক নিয়োগ করেছে। এদের মধ্যে রয়েছেন, ওপেনএআইয়ের ট্রাপিত বন্দল, যিনি ‘ও’ সিরিজের মডেল তৈরিতে কাজ করেছেন; শুচাও বি, যিনি ‘জিপিটি–৪ ও’ ভয়েস ফিচারে অবদান রেখেছেন; এবং গুগল রিসার্চের হুইয়েন চাং, যিনি এআই দিয়ে ছবি তৈরির ফিচারে নেতৃত্ব দিয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন—জি লিন, জোয়েল পবার, জ্যাক রে, জোহান শালকউইক, পেই সান, হংইউ রেন, জিয়াহুই ইউ এবং শেংজিয়া ঝাও।

অন্যদিকে, অ্যাপল তাদের এফএম দলের নেতৃত্ব দ্রুত পুনর্বিন্যাস করেছে। প্যাংয়ের সহকারী টম গুন্টার গত মাসে পদত্যাগ করেছেন। এখন দলের নেতৃত্ব দিচ্ছেন ঝিফেং চেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত