Ajker Patrika

ইউটিউবে এআই দিয়ে তৈরি ভিডিওতে লেবেল থাকবে  

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৩: ০৩
ইউটিউবে এআই দিয়ে তৈরি ভিডিওতে লেবেল থাকবে  

ইউটিউবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও বিভ্রান্তির সৃষ্টি করে। এজন্য এসব ভিডিওকে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এখন থেকে ক্রিয়েটরদের এ ধরনের ভিডিও লেবেল করতে হবে। ইউটিউবের গ্রাহকেরা এই লেবেল দেখতে পারবেন। 

এক ব্লগ পোস্টে গতকাল ইউটিউব বলেছে, ফিচারটি ‘সামনের মাসে’ আসবে। এর মাধ্যমে কৃত্রিম ভিডিওগুলো আলাদা করা যাবে। তবে ভিডিওগুলোতে কী ধরনের বৈশিষ্ট্য থাকলে কনটেন্টগুলো এআই দিয়ে তৈরি বলে মনে করা হবে তা ইউটিউব পরিষ্কারভাবে জানায়নি। 

ইউটিউব বলছে, ভিডিওর কিছু অংশ বা পুরোটাই কৃত্রিম হলেও এই ফিচার ‘বাস্তব’ কনটেন্টগুলো আলাদা করতে সাহায্য করবে। শর্টস (ছোট দৈর্ঘ্যের) ও বড় দৈর্ঘ্যের উভয়ের ক্ষেত্রে এই লেবেল করতে হবে। 

নকল কনটেন্টর বিষয়ে দর্শকদের জানানোর জন্য ইউটিউব আগামী মাসগুলোতে কিছু আপডেট নিয়ে আসবে। এখন থেকে ক্রিয়েটররা ইউটিউবে কনটেন্ট আপলোডের সময় এআইভিত্তিক বা কৃত্রিম ভিডিও লেবেল করার সুযোগ পাবে। 

ইউটিউব বলেছে, ভোট, স্বাস্থ্য ও চলমান দ্বন্দ্বের মতো বিভিন্ন সংবেদশীল তথ্যের জন্য এআই লেবেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেসব ক্রিয়েটর বারবার এআইভিত্তিক কনটেন্টগুলো লেবেল করবে না, তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে। সেই সঙ্গে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে। 

এআইভিত্তিক গানেও ইউটিউব কঠোর পদক্ষেপ নেবে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তৈরি বিভিন্ন নকল গান বন্ধ করার জন্য কাজ করছে ইউটিউব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রেকের কণ্ঠ ব্যবহার করে এ বছরের শুরুতে নকল গান তৈরি করা হয়। গানটি খুব দ্রুতই ভাইরাল হয়। অনেক শ্রোতা মনে করেন গানটি আসলেই ড্রেক গেয়েছে। এ ধরনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইউটিউব নতুন নতুন নিয়ম-নীতি নিয়ে আসছে। 

ইউটিউবের অংশীদারি মিউজিক কোম্পানিগুলোকে নকল গান সরানোর ক্ষমতা দেওয়া হবে। কোনো কনটেন্ট বাদের জন্য গ্রাহকদের কাছ থেকে অনেক অনুরোধ এলে তা যাচাই-বাছাই করা হবে। সংবাদ প্রতিবেদন, বিশ্লেষণ বা নকল কণ্ঠের মতো বিষয়গুলো ইউটিউব নজরে রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত