Ajker Patrika

সাইবার হামলার ঝুঁকিতে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২০
সাইবার হামলার ঝুঁকিতে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা

প্রায় ৩২০ কোটির বেশি মানুষ ল্যাপটপ বা পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। তবে ক্রোমের নিরাপত্তা ত্রুটির কারণে এই বিশাল অঙ্কের ব্যবহারকারী এখন সাইবার হামলার ঝুঁকিতে পড়েছেন। এমনটাই জানিয়েছে সার্চ জায়ান্ট গুগল।

গুগল জানিয়েছে, হ্যাকাররা ব্যবহারকারীর ব্রাউজার নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করেছে, যার মাধ্যমে একজন ব্যবহারকারীর হার্ডড্রাইভের সব তথ্য, এমনকি গোপন পাসওয়ার্ড পর্যন্ত হাতিয়ে নিতে পারে তারা।

এই হ্যাকিং সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে 'জিরো ডেজ'। সফটওয়্যার বা হার্ডওয়্যার বাগ সম্বন্ধে যদি ব্যবহারকারীর কোনো ধারণা না থাকে, তবে খুব সহজেই তিনি এ সাইবার আক্রমণের শিকার হতে পারেন। 

মূলত উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হচ্ছে। এমনকি কোনো অ্যান্টি-ভাইরাস দিয়েও এ ভাইরাস সম্পূর্ণরূপে শনাক্ত করা যায় না। 

তবে এ ক্ষেত্রে ক্রোম ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত