২০২৪ সালে অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৬ বাজারে আসবে। তবে প্রতি বছরের মতো এবার নতুন সিরিজ চারটি মডেলে সীমাবদ্ধ থাকবে না। আইফোনের নতুন সিরিজে পাঁচটি মডেল থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
নতুন আইফোনের স্পেসিফিকেশন নিয়ে প্রতিবছর বিভিন্ন গুজব ও তথ্য ফাঁস হয়। তাই আইফোনে আরেক মডেলের সংযোজন হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।
সম্ভাব্য মডেল
আইফোন ১৬ এসই ও আইফোন ১৬ প্লাস এসই: মডেল দুটি সিরিজটির সাশ্রয়ী বাজেটের ফোন হবে। এসব ফোনের ক্যামেরা পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির নকশায় তৈরি করা হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড প্রযুক্তি ও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।
আইফোন ১৬: সিরিজটির মিড-রেঞ্জের ফোন হবে এই মডেল। এই ফোনের স্ক্রিনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, এতে ডুয়েল ক্যামেরা ও উন্নত ব্যাটারি থাকবে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স: সিরিজটির প্রিমিয়াম মডেল হলো এই দুই ফোন। এই মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মসৃণ পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির ক্যামেরা বাম্পসহ (যেখানে ক্যামেরা সুসজ্জিত থাকে) পেছনে উলম্বভাবে তিনটি ক্যামেরা ও অত্যাধুনিক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্ভাব্য দাম:
আইফোন ১৬ এসই: ১২৮ জিবি সংস্করণের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্লাস এসই: ২৫৬ জিবি সংস্করণের দাম ৭৯৯ ডলার।
আইফোন ১৬: ২৫৬ জিবি সংস্করনের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো: ২৫৬ জিবি সংস্করণের দাম ৯৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৬ সিরিজের এসব তথ্য সঠিক কি না, তা এখনো স্পষ্ট নয়। নতুন মডেলগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য বলা হয়েছে। আর তা ছাড়া ফোনগুলো নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল। তাই চূড়ান্ত মডেলগুলোয় কী কী বৈশিষ্ট্য থাকবে তা একেবারে নিশ্চিত হয়ে বলা যায় না। আর সেপ্টেম্বরে নতুন সিরিজটি আসার আগে মডেলগুলো ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
২০২৪ সালে অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৬ বাজারে আসবে। তবে প্রতি বছরের মতো এবার নতুন সিরিজ চারটি মডেলে সীমাবদ্ধ থাকবে না। আইফোনের নতুন সিরিজে পাঁচটি মডেল থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
নতুন আইফোনের স্পেসিফিকেশন নিয়ে প্রতিবছর বিভিন্ন গুজব ও তথ্য ফাঁস হয়। তাই আইফোনে আরেক মডেলের সংযোজন হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।
সম্ভাব্য মডেল
আইফোন ১৬ এসই ও আইফোন ১৬ প্লাস এসই: মডেল দুটি সিরিজটির সাশ্রয়ী বাজেটের ফোন হবে। এসব ফোনের ক্যামেরা পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির নকশায় তৈরি করা হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড প্রযুক্তি ও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।
আইফোন ১৬: সিরিজটির মিড-রেঞ্জের ফোন হবে এই মডেল। এই ফোনের স্ক্রিনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, এতে ডুয়েল ক্যামেরা ও উন্নত ব্যাটারি থাকবে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স: সিরিজটির প্রিমিয়াম মডেল হলো এই দুই ফোন। এই মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মসৃণ পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির ক্যামেরা বাম্পসহ (যেখানে ক্যামেরা সুসজ্জিত থাকে) পেছনে উলম্বভাবে তিনটি ক্যামেরা ও অত্যাধুনিক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্ভাব্য দাম:
আইফোন ১৬ এসই: ১২৮ জিবি সংস্করণের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্লাস এসই: ২৫৬ জিবি সংস্করণের দাম ৭৯৯ ডলার।
আইফোন ১৬: ২৫৬ জিবি সংস্করনের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো: ২৫৬ জিবি সংস্করণের দাম ৯৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৬ সিরিজের এসব তথ্য সঠিক কি না, তা এখনো স্পষ্ট নয়। নতুন মডেলগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য বলা হয়েছে। আর তা ছাড়া ফোনগুলো নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল। তাই চূড়ান্ত মডেলগুলোয় কী কী বৈশিষ্ট্য থাকবে তা একেবারে নিশ্চিত হয়ে বলা যায় না। আর সেপ্টেম্বরে নতুন সিরিজটি আসার আগে মডেলগুলো ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
৪ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
৪ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
৮ ঘণ্টা আগে