অনলাইন ডেস্ক
২০২৪ সালে অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৬ বাজারে আসবে। তবে প্রতি বছরের মতো এবার নতুন সিরিজ চারটি মডেলে সীমাবদ্ধ থাকবে না। আইফোনের নতুন সিরিজে পাঁচটি মডেল থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
নতুন আইফোনের স্পেসিফিকেশন নিয়ে প্রতিবছর বিভিন্ন গুজব ও তথ্য ফাঁস হয়। তাই আইফোনে আরেক মডেলের সংযোজন হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।
সম্ভাব্য মডেল
আইফোন ১৬ এসই ও আইফোন ১৬ প্লাস এসই: মডেল দুটি সিরিজটির সাশ্রয়ী বাজেটের ফোন হবে। এসব ফোনের ক্যামেরা পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির নকশায় তৈরি করা হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড প্রযুক্তি ও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।
আইফোন ১৬: সিরিজটির মিড-রেঞ্জের ফোন হবে এই মডেল। এই ফোনের স্ক্রিনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, এতে ডুয়েল ক্যামেরা ও উন্নত ব্যাটারি থাকবে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স: সিরিজটির প্রিমিয়াম মডেল হলো এই দুই ফোন। এই মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মসৃণ পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির ক্যামেরা বাম্পসহ (যেখানে ক্যামেরা সুসজ্জিত থাকে) পেছনে উলম্বভাবে তিনটি ক্যামেরা ও অত্যাধুনিক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্ভাব্য দাম:
আইফোন ১৬ এসই: ১২৮ জিবি সংস্করণের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্লাস এসই: ২৫৬ জিবি সংস্করণের দাম ৭৯৯ ডলার।
আইফোন ১৬: ২৫৬ জিবি সংস্করনের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো: ২৫৬ জিবি সংস্করণের দাম ৯৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৬ সিরিজের এসব তথ্য সঠিক কি না, তা এখনো স্পষ্ট নয়। নতুন মডেলগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য বলা হয়েছে। আর তা ছাড়া ফোনগুলো নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল। তাই চূড়ান্ত মডেলগুলোয় কী কী বৈশিষ্ট্য থাকবে তা একেবারে নিশ্চিত হয়ে বলা যায় না। আর সেপ্টেম্বরে নতুন সিরিজটি আসার আগে মডেলগুলো ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
২০২৪ সালে অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৬ বাজারে আসবে। তবে প্রতি বছরের মতো এবার নতুন সিরিজ চারটি মডেলে সীমাবদ্ধ থাকবে না। আইফোনের নতুন সিরিজে পাঁচটি মডেল থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
নতুন আইফোনের স্পেসিফিকেশন নিয়ে প্রতিবছর বিভিন্ন গুজব ও তথ্য ফাঁস হয়। তাই আইফোনে আরেক মডেলের সংযোজন হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।
সম্ভাব্য মডেল
আইফোন ১৬ এসই ও আইফোন ১৬ প্লাস এসই: মডেল দুটি সিরিজটির সাশ্রয়ী বাজেটের ফোন হবে। এসব ফোনের ক্যামেরা পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির নকশায় তৈরি করা হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড প্রযুক্তি ও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।
আইফোন ১৬: সিরিজটির মিড-রেঞ্জের ফোন হবে এই মডেল। এই ফোনের স্ক্রিনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, এতে ডুয়েল ক্যামেরা ও উন্নত ব্যাটারি থাকবে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স: সিরিজটির প্রিমিয়াম মডেল হলো এই দুই ফোন। এই মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মসৃণ পিল (লম্বাকৃতি ওষুধের খোলস) আকৃতির ক্যামেরা বাম্পসহ (যেখানে ক্যামেরা সুসজ্জিত থাকে) পেছনে উলম্বভাবে তিনটি ক্যামেরা ও অত্যাধুনিক ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্ভাব্য দাম:
আইফোন ১৬ এসই: ১২৮ জিবি সংস্করণের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্লাস এসই: ২৫৬ জিবি সংস্করণের দাম ৭৯৯ ডলার।
আইফোন ১৬: ২৫৬ জিবি সংস্করনের দাম ৬৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো: ২৫৬ জিবি সংস্করণের দাম ৯৯৯ ডলার।
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৬ সিরিজের এসব তথ্য সঠিক কি না, তা এখনো স্পষ্ট নয়। নতুন মডেলগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য বলা হয়েছে। আর তা ছাড়া ফোনগুলো নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল। তাই চূড়ান্ত মডেলগুলোয় কী কী বৈশিষ্ট্য থাকবে তা একেবারে নিশ্চিত হয়ে বলা যায় না। আর সেপ্টেম্বরে নতুন সিরিজটি আসার আগে মডেলগুলো ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
৭ ঘণ্টা আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
৯ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
১১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
১২ ঘণ্টা আগে