আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনের প্রথম সোডিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে তৈরি বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন। ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা ক্ষমতার এই সোডিয়াম-আয়ন ব্যাটারি ৯০ শতাংশ চার্জ হয়ে যাবে মাত্র ১২ মিনিটে। গত রোববার আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন যাত্রা শুরু করে। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ন্যানিংয়ে এই ফুলিন সোডিয়াম-আয়ন ব্যাটারি স্টেশনটি স্থাপন করা হয়েছে। প্রথম দিনে এই ব্যাটারিতে ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ সংরক্ষণ করা হয়েছিল। যা দিয়ে প্রায় ১৫ হাজার পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের লিথিয়াম-আয়ন ব্যাটারি ও অনুরূপ পণ্য সম্পর্কিত স্ট্যান্ডার্ড ওয়ার্কিং গ্রুপের সচিব লিউ রানরান গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, চায়না সাউদার্ন পাওয়ার গ্রিডের গুয়াংজি শাখার অর্থায়নে নির্মিত বিদ্যুৎ সংরক্ষণ স্টেশনটি প্রাথমিকভাবে ১০ মেগাওয়াট—ঘণ্টা বা ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ ধারণে সক্ষম। তবে এই প্রকল্পের কাজ শেষ হলে এর সক্ষমতা ১০ মেগাওয়াট—ঘণ্টায় পৌঁছাবে। যা অন্তত ৩৫ হাজার পরিবারের বাৎসরিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হবে।
দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রে সোডিয়াম-আয়ন ব্যাটারিগুলোর সম্ভাবনা অনেক বেশি। মাত্র ১২ মিনিটের মধ্যে ব্যাটারির ৯০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। তবে সাধারণত তাপমাত্রা কম থাকলে এই ব্যাটারিগুলো চার্জের ক্ষেত্রে খুব কম সময় নেয়।
সোডিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন এটি খুব শিগগির লিথিয়াম-আয়ন ব্যাটারির সাশ্রয়ী বিকল্প হিসেবে আবির্ভূত হবে। এই প্রযুক্তি চীনে বড় পরিসরে বিদ্যুৎ সংরক্ষণের স্টেশন তৈরির ক্ষেত্রে বেশ সুবিধা তৈরি করে দিয়েছে। এ বিষয়ে লিউ রানরান বলেন, এই অগ্রগতি বিদ্যুৎ শক্তি সংরক্ষণ পদ্ধতির জন্য একটি আদর্শ পরিপূরক হবে বলে আশা করা হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনের প্রথম সোডিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে তৈরি বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন। ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা ক্ষমতার এই সোডিয়াম-আয়ন ব্যাটারি ৯০ শতাংশ চার্জ হয়ে যাবে মাত্র ১২ মিনিটে। গত রোববার আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন যাত্রা শুরু করে। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ন্যানিংয়ে এই ফুলিন সোডিয়াম-আয়ন ব্যাটারি স্টেশনটি স্থাপন করা হয়েছে। প্রথম দিনে এই ব্যাটারিতে ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ সংরক্ষণ করা হয়েছিল। যা দিয়ে প্রায় ১৫ হাজার পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের লিথিয়াম-আয়ন ব্যাটারি ও অনুরূপ পণ্য সম্পর্কিত স্ট্যান্ডার্ড ওয়ার্কিং গ্রুপের সচিব লিউ রানরান গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, চায়না সাউদার্ন পাওয়ার গ্রিডের গুয়াংজি শাখার অর্থায়নে নির্মিত বিদ্যুৎ সংরক্ষণ স্টেশনটি প্রাথমিকভাবে ১০ মেগাওয়াট—ঘণ্টা বা ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ ধারণে সক্ষম। তবে এই প্রকল্পের কাজ শেষ হলে এর সক্ষমতা ১০ মেগাওয়াট—ঘণ্টায় পৌঁছাবে। যা অন্তত ৩৫ হাজার পরিবারের বাৎসরিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হবে।
দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রে সোডিয়াম-আয়ন ব্যাটারিগুলোর সম্ভাবনা অনেক বেশি। মাত্র ১২ মিনিটের মধ্যে ব্যাটারির ৯০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। তবে সাধারণত তাপমাত্রা কম থাকলে এই ব্যাটারিগুলো চার্জের ক্ষেত্রে খুব কম সময় নেয়।
সোডিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন এটি খুব শিগগির লিথিয়াম-আয়ন ব্যাটারির সাশ্রয়ী বিকল্প হিসেবে আবির্ভূত হবে। এই প্রযুক্তি চীনে বড় পরিসরে বিদ্যুৎ সংরক্ষণের স্টেশন তৈরির ক্ষেত্রে বেশ সুবিধা তৈরি করে দিয়েছে। এ বিষয়ে লিউ রানরান বলেন, এই অগ্রগতি বিদ্যুৎ শক্তি সংরক্ষণ পদ্ধতির জন্য একটি আদর্শ পরিপূরক হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ...
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে