Ajker Patrika

ভারতে প্রথম অ্যাপলের বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১২: ১০
ভারতে প্রথম অ্যাপলের বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে

ভারতে প্রথমবারের মতো বিক্রয়কেন্দ্র চালু করছে অ্যাপল। গত বুধবার (৫ এপ্রিল) এই বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মুম্বাই শহরে নিজেদের স্টোর উন্মোচন করেছে। চলতি মাসেই এটি চালু করা হবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল জানিয়েছে, স্টোরটি ২২ হাজার স্কয়ারফিট জায়গাজুড়ে থাকবে। গত জানুয়ারি থেকেই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ ছাড়া, অ্যাপলের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

এদিকে ভারতের বেঙ্গালুরুতে ৩০০ একর জমির ওপর নতুন কারখানা নির্মাণ করছে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন। এরই মধ্যে স্থান নির্বাচন করা হয়েছে। কারখানাটি প্রস্তুত হলে কর্ণাটকে অন্তত ১ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, চীনের কারখানার শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের পর আইফোন সরবরাহে ঘাটতি দেখা দেয়। এরপর থেকেই ভারতে আইফোনের নতুন কারখানা তৈরির গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতে আইপ্যাড ও ম্যাকবুক তৈরির কথাও অ্যাপল ভাবছে বলে শোনা যায়। গুঞ্জন কিছুটা সত্য প্রমাণ করে গত শুক্রবার (৩ মার্চ) ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউয়ের নেতৃত্বে কোম্পানির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল বেঙ্গালুরুতে এসে নতুন কারখানার জমি পরিদর্শন করে।

প্রস্তাবিত এই কারখানা নির্মাণের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৭০ কোটি ডলার। বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোনের এশীয় এজেন্ট ফক্সকনের। আইফোনের অধিকাংশ ফোন প্রস্তুত করে তাইওয়ানভিত্তিক এই কোম্পানি। এটি ভারতে ফক্সকনের দ্বিতীয় বিনিয়োগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত