Ajker Patrika

নতুন ১০ ফিচার নিয়ে আইফোন অপারেটিং সিস্টেম–১৭ আসছে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০৩
নতুন ১০ ফিচার নিয়ে আইফোন অপারেটিং সিস্টেম–১৭ আসছে

নতুন সব ফিচার নিয়ে অ্যাপলের অপারেটিং সিস্টেম (আইওএস)-১৭ আসছে আজ। গত জুন থেকে সিস্টেমটির বেটা টেস্টিং শুরু হয়। আইফোনের নতুন সিরিজসহ আইফোনের পুরানো অনেক মডেলে এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। 

আইওএস–১৭ পেতে হলে ফোনের সেটিংস থেকে জেনারেলে অপশন এ গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার অনুসারে সিস্টেমটির নতুন ফিচার সম্পর্কে তথ্য তুলে ধরা হল। 

আইফোন চার্জে দেওয়ার সময় এই মোডে পুরো স্ক্রিন জুড়ে বিভিন্ন তথ্য দেখা যাবে স্ট্যান্ডবাই 
আইওএস ১৭ এর একটি নতুন ফিচার হল স্ট্যান্ডবাই। আইফোন চার্জে দেওয়ার সময় এই মোডে পুরো স্ক্রিন জুড়ে বিভিন্ন তথ্য দেখা যাবে। ফিচারটি নিজের সুবিধা অনুযায়ী সাজানো যাবে। ব্যবহারকারী স্ক্রিনে দেখানোর জন্য বিভিন্ন স্টাইলের ঘড়ি, ক্যালেন্ডার, পছন্দের ছবি, আবহাওয়া, মিউজিক প্লেয়ার কন্ট্রোল ও উইজেডটসের সহ আরও অনেক অপশন নির্বাচন করতে পারবে। স্ট্যান্ডবাই মোড নাইট স্ট্যান্ড, রান্নাঘর কাউন্টার বা টেবিলের ওপর রেখে আইফোন চার্জ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি লাইভ অ্যাক্টিভিটি যেমন সিরি, ইনকামিং কল ও আরও বড় নোটিফিকেশনকে সমর্থন করে। ফিচারটি আইফোন ১৪ প্রো এর অলওয়েজ ডিসপ্লে অন ডিসপ্লের সঙ্গেও কাজ করে। 

এই পোস্টারে ছবি বা মেটামোজি অন্তর্ভুক্ত করা যাবে ছবিকন্টাক্ট পোস্টার 
আইওএস ১৭ ব্যবহারকারীদের একটি কন্টাক্ট পোস্টার (ব্যক্তিগত পরিচিতি পোস্টার) তৈরি করতে দেয় যা অন্য ব্যক্তির আইফোনে ইনকামিং কলের সময় দেখা যাবে। এই পোস্টারে ছবি বা মেটামোজি অন্তর্ভুক্ত করা যাবে। পোস্টারের ফন্ট ও ব্যাকগ্রাউন্ড রং কাস্টমাইজ করা যাবে। ফিচারটি বিল্ট–ইন ফোন অ্যাপের সঙ্গে সঙ্গে থার্ড পার্টি কলিং অ্যাপেও ব্যবহার করা যাবে। 

এই ফিচারে নির্দিষ্ট ফোন নম্বর বা ইমেইল ঠিকানা ও কন্টাক্ট পোস্টারগুলি শেয়ার করা যাবেনেমড্রপ 
ব্যবহারকারীদের আইফোনগুলোকে কাছাকাছি এনে সহজেই কন্টাক্ট ইনফরমেশন (যোগাযোগের তথ্য) শেয়ার করতে দেয় নেমড্রপ। এই ফিচারে নির্দিষ্ট ফোন নম্বর বা ইমেইল ঠিকানা ও   কন্টাক্ট পোস্টারগুলি শেয়ার করা যাবে। 

এর মাধ্যমে কেউ ফোনে ভয়েসমেইল পাঠালে তার প্রতিলিপি লাইভ দেখা যাবেলাইভ ভয়েসমেইল 
আইওএস ১৭ এর আরেকটি ফিচার হলো লাইভ ভয়েসমেইল। এর মাধ্যমে কেউ ফোনে ভয়েসমেইল পাঠালে তার প্রতিলিপি লাইভ দেখা যাবে। ব্যবহারকারী ভয়েসমেইলটি গুরুত্বপূর্ণ মনে করলে সঙ্গে সঙ্গে ফোনটি রিসিভ করতে পারবে। 
অ্যাপল বলছে, স্প্যাম কল আসলে সরাসরি তা কেটে দেওয়া হবে এবং স্প্যাম ভয়েসমেইলের প্রতিলিপিও তৈরি হবে না।

আইফোনের আইমেসেজে ব্যবহারকারী ডান দিকে সোয়াইপ করে যেকোনো মেসেজের রিপ্লাই সহজে দিতে পারবেসোয়াইপ করে মেসেজের রিপ্লাই 
আইফোনের আইমেসেজে ব্যবহারকারী ডান দিকে সোয়াইপ করে যেকোনো মেসেজের রিপ্লাই সহজে দিতে পারবে। 

আইফোনের হোম স্ক্রিন, লক স্ক্রিন ও নতুন স্ট্যান্ডবাই ফিচারে ইন্টারঅ্যাকটিভ উইজেডটস ব্যবহার করা যাবেইন্টারঅ্যাকটিভ উইজেডটস 
আইফোনের হোম স্ক্রিন, লক স্ক্রিন ও নতুন স্ট্যান্ডবাই ফিচারে ইন্টারঅ্যাকটিভ উইজেডটস ব্যবহার করা যাবে। উইজেডটসটি ব্যবহারের কিছু উদাহরণ দিয়েছে অ্যাপল। রিমাইন্ডার সম্পূর্ণ হওয়া চিহ্নিত করতে, গান বা পডকাস্ট চালু বা বন্ধে ও হোম অ্যাপের অ্যাকসেসরিজ নিয়ন্ত্রণ করার মত কাজে এই ফিচার ব্যবহার করা যাবে। এ ছাড়া থার্ড পার্টি অ্যাপগুলো সামনের মাসগুলোতে ফিচারটির সমর্থনে নতুন আপডেট নিয়ে আসবে। এখন পর্যন্ত হোম স্ক্রিন উইজেটগুলিতে সীমিত কার্যকারিতা রয়েছে। কারণ অ্যাপল ডেভেলপারদের স্ক্রলিং, বাটন বা অ্যানিমেশন অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়নি। 

টাইপ করার সময় ডিভাইসের মেশিন লার্নিং বুদ্ধিমত্তার সঙ্গে আগের চেয়ে বেশি নির্ভুলভাবে ভুল সংশোধন করতে পারবেউন্নত অটো কারেক্ট 
আইওএস ১৭ এ অত্যাধুনিক ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। এর ফলে আইফোনে উন্নত অটো কারেকশন দেখা যাবে। টাইপ করার সময় ডিভাইসের মেশিন লার্নিং বুদ্ধিমত্তার সঙ্গে আগের চেয়ে বেশি নির্ভুলভাবে ভুল সংশোধন করতে পারবে। এ ছাড়া ব্যবহারকারীরা এখন টাইপ করার সময়ই লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শব্দের সুপারিশ পাবে। স্পেস বারে ট্যাপ করে শব্দ বা সম্পূর্ণ বাক্য যোগ করা যাবে। 

অ্যাপল ম্যাপসে অফলাইন ম্যাপস ডাউনলোড করা যাবেঅফলাইনে অ্যাপল ম্যাপ 
গুগল ম্যাপের মতো আইওএস ১৭ আপডেটে ম্যাপ ডাউনলোড করা যাবে। এর ফলে অ্যাপল ম্যাপসে অফলাইন ম্যাপস ডাউনলোড করা যাবে। অ্যাপল বলছে, ব্যবহারকারীরা নির্দিষ্ট অঞ্চলের ম্যাপ ডাউনলোড করতে পারবে। ফোনের নেটওয়ার্ক বা ওয়াইফাই ছাড়া ব্যবহারকারীকে গন্তব্যস্থলে পৌঁছানোর সময় ও জায়গা খুঁজে পেতে সাহায্য করবে। 

iOS-17-Sticker-আইওএস ১৭ আপডেটে নতুন স্টিকার ড্রয়ার পাওয়া যাবেস্টিকার ড্রয়ার 
আইওএস ১৭ আপডেটে নতুন স্টিকার ড্রয়ার পাওয়া যাবে। এর মধ্যে লাইভ স্টিকার, ইমোজি, মিমোজি ও আইমেসেজের স্টিকারসহ সব ধরনের স্টিকার থাকবে। যে কোন ছবির বিষয়বস্তুর ওপর চাপ দিয়ে ধরে রাখলে লাইভ স্টিকার তৈরি হবে।

‘হেই সিরি’ থেকে সিরি 
আইফোন, আইপ্যাড, ম্যাক, হোমপড ও নতুন এয়ারপডস প্রোসহ অন্যান্য অ্যাপল ডিভাইসগুলিতে সিরি চালু করার ভয়েস কমান্ডকে সহজ করেছে অ্যাপল। ভয়েস কমান্ড ‘হেই সিরি’ পরিবর্তে ‘সিরি’ বলে ভয়েস অ্যাসিস্টেন্টিকে চালু করা যাবে। এই আপডেটের ফলে একই সঙ্গে অনেকগুলো আদেশ জারি করার বার বার সিরি বলতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত