আইফোনের জন্য নতুন আইওএস ১৮.১. ১ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল। ডিভাইসের নিরাপত্তা বিষয়ক ত্রুটি সারাতে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে। আইফোনের সকল ব্যবহারকারীরকে আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে এই আপডেটের মাধ্যমে আইফোনে নতুন কোন ফিচার যুক্ত হবে না।
আইফোন ছাড়া আইপ্যাড ও ম্যাকের জন্য নতুন ১৮.১. ১ আপডেট এসেছে কোম্পানিটি। তবে কোনো ত্রুটির জন্য আপডেটটি নিয়ে আসা হয়েছে তা জানায়নি অ্যাপল।
আইফোন বা আইপ্যাডে আপডেটটি ইনস্টল করবেন যেভাবে
১. আইফোনের বা আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন।
২. এরপর জেনারেল অপশনে ট্যাপ করুন ও সফটওয়্যার আপডেট সেকশনে যান।
৩. আপডেটটি ফোনে এসে গেলে আইওএস ১৮.১. ১ বা আইপ্যাডওএস ১৮.১. ১ ফাইলটি দেখা যাবে। আপডেটটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর সঙ্গে সঙ্গে ইনস্টল করতে পারবেন বা ‘রিমাইন্ড মি লেটার’ অপশনে ট্যাপ করলে তা পরে সুবিধাজনক সময়ে ইনস্টল করা যাবে।
৪. ইনস্টলের ক্ষেত্রে আইফোন বা আইপ্যাড রিস্টার্ট নেবে। ডিভাইসটি চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। এর মধ্যে ফোনের পাওয়ার বাটনে ট্যাপ করা যাবে।
ইনস্টলের ক্ষেত্রে অনেক সময় ফোনের পাসকোডও চাইতে পারে ডিভাইসটি।
আইওএস ১৮.১. ১ আপডেটে নতুন কোনো ফিচার না এলেও এর পরবর্তী আইওএস ১৮.২ আপডেটে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে। যেমন: সিরির সঙ্গে চ্যাটজিপিটির ইন্টিগ্রেশন, এআই ভিত্তিক ছবি তৈরির নতুন ফিচার। ইতিমধ্যে ফিচারগুলো আইওএস ১৮.২ বেটা আপডেটের মাধ্যমে উন্মোচন করেছে অ্যাপল।
সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটের পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’ তবে নতুন আপডেটে এই সমস্যা হবে নাকি তা স্পষ্ট নয়।
তথ্যসূত্র: ৯টু৫ ম্যাক
আইফোনের জন্য নতুন আইওএস ১৮.১. ১ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল। ডিভাইসের নিরাপত্তা বিষয়ক ত্রুটি সারাতে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে। আইফোনের সকল ব্যবহারকারীরকে আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে এই আপডেটের মাধ্যমে আইফোনে নতুন কোন ফিচার যুক্ত হবে না।
আইফোন ছাড়া আইপ্যাড ও ম্যাকের জন্য নতুন ১৮.১. ১ আপডেট এসেছে কোম্পানিটি। তবে কোনো ত্রুটির জন্য আপডেটটি নিয়ে আসা হয়েছে তা জানায়নি অ্যাপল।
আইফোন বা আইপ্যাডে আপডেটটি ইনস্টল করবেন যেভাবে
১. আইফোনের বা আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন।
২. এরপর জেনারেল অপশনে ট্যাপ করুন ও সফটওয়্যার আপডেট সেকশনে যান।
৩. আপডেটটি ফোনে এসে গেলে আইওএস ১৮.১. ১ বা আইপ্যাডওএস ১৮.১. ১ ফাইলটি দেখা যাবে। আপডেটটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর সঙ্গে সঙ্গে ইনস্টল করতে পারবেন বা ‘রিমাইন্ড মি লেটার’ অপশনে ট্যাপ করলে তা পরে সুবিধাজনক সময়ে ইনস্টল করা যাবে।
৪. ইনস্টলের ক্ষেত্রে আইফোন বা আইপ্যাড রিস্টার্ট নেবে। ডিভাইসটি চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। এর মধ্যে ফোনের পাওয়ার বাটনে ট্যাপ করা যাবে।
ইনস্টলের ক্ষেত্রে অনেক সময় ফোনের পাসকোডও চাইতে পারে ডিভাইসটি।
আইওএস ১৮.১. ১ আপডেটে নতুন কোনো ফিচার না এলেও এর পরবর্তী আইওএস ১৮.২ আপডেটে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে। যেমন: সিরির সঙ্গে চ্যাটজিপিটির ইন্টিগ্রেশন, এআই ভিত্তিক ছবি তৈরির নতুন ফিচার। ইতিমধ্যে ফিচারগুলো আইওএস ১৮.২ বেটা আপডেটের মাধ্যমে উন্মোচন করেছে অ্যাপল।
সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটের পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’ তবে নতুন আপডেটে এই সমস্যা হবে নাকি তা স্পষ্ট নয়।
তথ্যসূত্র: ৯টু৫ ম্যাক
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে