Ajker Patrika

অ্যাপল মিউজিকে ত্রুটি, অদলবদল হয়ে যাচ্ছে প্লেলিস্ট

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬: ১৪
অ্যাপল মিউজিকে ত্রুটি, অদলবদল হয়ে যাচ্ছে প্লেলিস্ট

অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দিয়েছে নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিংক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে। 

অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না। 

অবশেষে উইন্ডোজ ১১-এর জন্য উন্মুক্ত হয়েছে অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভির অ্যাপ। মাইক্রোসফট স্টোরে অ্যাপ দুটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাওয়া যাচ্ছে ‘অ্যাপল ডিভাইস’ নামের আরেকটি অ্যাপ। এর মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে সহজেই অ্যাপলের আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১২ অক্টোবর সারফেস ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠানে মাইক্রোসফট ঘোষণা করেছিল, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভির অ্যাপ শিগগিরই মাইক্রোসফট স্টোরে আসবে। অ্যাপল মিউজিক বা টিভির অ্যাপের প্রিভিউ সংস্করণ ইনস্টল করলে ‘আইটিউনস’ অ্যাপ চালু করতে পারবেন না ব্যবহারকারীরা। আইটিউনসের নতুন সংস্করণ এলে তবেই এই অ্যাপে প্রবেশ করা যাবে। 

অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি ও ডিভাইস অ্যাপগুলোর সঙ্গে ম্যাক অপারেটিং সিস্টেমের অ্যাপের সাদৃশ্য রয়েছে। মাইক্রোসফট স্টোরে অ্যাপগুলো সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। ব্যবহারকারীরা আশা করছেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত