ডিজিটাল দুনিয়ায় প্রবেশের শুরুতে প্রায় সবাই একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকেন। কারণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট তৈরির জন্যও এসব ইমেইল আইডি দরকার হয়। আর নিরাপত্তার কথা ভেবে বেশিরভাগ মানুষ জিমেইল আইডি ব্যবহার করে। তবে দীর্ঘদিন জিমেইল অ্যকাউন্টে প্রবেশ না করার ফলে অনেকেই আইডির পাসওয়ার্ড ভুলে যান। এজন্য জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন—
১. জিমেইলের লগ ইন পেজে প্রবেশ করুন।
২. জিমেইল আইডিটি টাইপ করুন ও ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন।
৩. পাসওয়ার্ড টাইপ লেখার বক্সের নিচে ‘ফরগেট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।
৪. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে ‘Try another way’ অপশনে যান।
৫. এরপর গুগল আপনার ফোনে ৬টি ডিজিটের কোড নম্বর পাঠাবে। কোড নম্বরটি দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
৬. যদি গুগল অ্যাকাউন্টে আগে থেকেই কোনো ফোন নম্বর যুক্ত করা না থাকে বা আপনার ফোন কাছে না থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার ‘Try another way’ অপশনে যান।
৭. আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেইল আইডি চাইবে গুগল। মেইল আইডিটি দেওয়ার পর গুগল তাতে কোড পাঠাবে।
৮. ওই ইমেইল থেকে কোড নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিতে হবে।
৯. জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।
নতুন পাসওয়ার্ড তৈরির সময় পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয় তা খেয়াল রাখতে হবে। নতুন পাসওয়ার্ডে তৈরি ক্ষেত্রে বর্ণ ও পাসওয়ার্ড মিলিয়ে অন্তত ৮টি বর্ণ ব্যবহার করুন। জিমেইলের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ডের পাশাপাশি এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন যুক্ত করে রাখা ভালো।
তথ্যসূত্র: স্ট্রেক ডট কম
ডিজিটাল দুনিয়ায় প্রবেশের শুরুতে প্রায় সবাই একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকেন। কারণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট তৈরির জন্যও এসব ইমেইল আইডি দরকার হয়। আর নিরাপত্তার কথা ভেবে বেশিরভাগ মানুষ জিমেইল আইডি ব্যবহার করে। তবে দীর্ঘদিন জিমেইল অ্যকাউন্টে প্রবেশ না করার ফলে অনেকেই আইডির পাসওয়ার্ড ভুলে যান। এজন্য জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন—
১. জিমেইলের লগ ইন পেজে প্রবেশ করুন।
২. জিমেইল আইডিটি টাইপ করুন ও ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন।
৩. পাসওয়ার্ড টাইপ লেখার বক্সের নিচে ‘ফরগেট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।
৪. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে ‘Try another way’ অপশনে যান।
৫. এরপর গুগল আপনার ফোনে ৬টি ডিজিটের কোড নম্বর পাঠাবে। কোড নম্বরটি দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
৬. যদি গুগল অ্যাকাউন্টে আগে থেকেই কোনো ফোন নম্বর যুক্ত করা না থাকে বা আপনার ফোন কাছে না থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার ‘Try another way’ অপশনে যান।
৭. আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেইল আইডি চাইবে গুগল। মেইল আইডিটি দেওয়ার পর গুগল তাতে কোড পাঠাবে।
৮. ওই ইমেইল থেকে কোড নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিতে হবে।
৯. জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।
নতুন পাসওয়ার্ড তৈরির সময় পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয় তা খেয়াল রাখতে হবে। নতুন পাসওয়ার্ডে তৈরি ক্ষেত্রে বর্ণ ও পাসওয়ার্ড মিলিয়ে অন্তত ৮টি বর্ণ ব্যবহার করুন। জিমেইলের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ডের পাশাপাশি এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন যুক্ত করে রাখা ভালো।
তথ্যসূত্র: স্ট্রেক ডট কম
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৯ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে