চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যের আভাস দিয়েছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যের আভাস দিয়েছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৫ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে