চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যের আভাস দিয়েছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যের আভাস দিয়েছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৫ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে