অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককোর্ট। তাঁর এই অধিগ্রহণ প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যালেক্সিস ওহানিয়ান। টিকটক কেনার ফ্রাঙ্ক ম্যাককোর্টের...
৩৫ মিনিট আগেদেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেইন্টেলের সঙ্গে উৎপাদন পরীক্ষা চালাচ্ছে চিপ ডিজাইনার এনভিডিয়া এবং ব্রডকম। এ পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েকমাস ধরে চলতে পারে।
৪ ঘণ্টা আগেবিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুন
৫ ঘণ্টা আগে