কর্মস্থলে সশরীরে না ফিরলে কর্মীদের ছাঁটাই করার হুমকি দিয়েছিলেন টেসলার মালিক ইলন মাস্ক। এর পর কর্মীরা ফিরেছেন ঠিকই, তবে তাদের কাজের জায়গা দিতে পারছে না টেসলা।
করোনার বিধিনিষেধের কারণে যে কর্মীরা বাসায় বসে কাজ করছিলেন, তাঁদের সশরীরে অফিসে ফেরার নির্দেশ দিয়ে মাস্ক বলেছিলেন, অফিসে হাজির না থাকলে ধরে নেওয়া হবে যে তারা ইস্তফা দিয়েছেন।
দ্য ভার্জের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত টেসলার অফিসে ফিরে নিজের গাড়ি রাখারই জায়গা পাচ্ছিলেন না টেসলা কর্মীরা। এত গেল অফিসের বাইরের পরিস্থিতি, ভেতরেও কাজে বসার জন্য ডেস্ক খালি পাচ্ছিলেন না তাঁরা। এমনকি দুর্বল ইন্টারনেট সংযোগও হোম অফিস থেকে ফিরে আসা কর্মীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেসলার কয়েকজন কর্মী জানান, অফিসে ডেস্ক সংকট এতটাই ছিল যে, ম্যানেজাররা নিজের কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন। আর যারা কাজ করার জন্য বসার জায়গা পেয়েছেন, তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্বল ওয়াই-ফাই সংযোগ।
ফ্রেমন্টে টেসলার অফিস ও নির্মাণ কারখানা দুটোই আছে এবং করোনা মহামারির প্রকোপে সিংহভাগ কর্মী নিজের বাসা থেকেই কাজ করছিলেন বলে জানিয়েছে ভার্জ।
২০১৯ সালের পর থেকে টেসলার কর্মী সংখ্যা দ্বিগুণ হয়ে ৯৯ হাজার ২১০ জনে পৌঁছেছে। কিন্তু এ মাসের শুরুতে বিশ্ব অর্থনীতি নিয়ে নিজের ‘বাজে অনুভূতি হচ্ছে’ বলে প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছেন মাস্ক।
কর্মস্থলে সশরীরে না ফিরলে কর্মীদের ছাঁটাই করার হুমকি দিয়েছিলেন টেসলার মালিক ইলন মাস্ক। এর পর কর্মীরা ফিরেছেন ঠিকই, তবে তাদের কাজের জায়গা দিতে পারছে না টেসলা।
করোনার বিধিনিষেধের কারণে যে কর্মীরা বাসায় বসে কাজ করছিলেন, তাঁদের সশরীরে অফিসে ফেরার নির্দেশ দিয়ে মাস্ক বলেছিলেন, অফিসে হাজির না থাকলে ধরে নেওয়া হবে যে তারা ইস্তফা দিয়েছেন।
দ্য ভার্জের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত টেসলার অফিসে ফিরে নিজের গাড়ি রাখারই জায়গা পাচ্ছিলেন না টেসলা কর্মীরা। এত গেল অফিসের বাইরের পরিস্থিতি, ভেতরেও কাজে বসার জন্য ডেস্ক খালি পাচ্ছিলেন না তাঁরা। এমনকি দুর্বল ইন্টারনেট সংযোগও হোম অফিস থেকে ফিরে আসা কর্মীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেসলার কয়েকজন কর্মী জানান, অফিসে ডেস্ক সংকট এতটাই ছিল যে, ম্যানেজাররা নিজের কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন। আর যারা কাজ করার জন্য বসার জায়গা পেয়েছেন, তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্বল ওয়াই-ফাই সংযোগ।
ফ্রেমন্টে টেসলার অফিস ও নির্মাণ কারখানা দুটোই আছে এবং করোনা মহামারির প্রকোপে সিংহভাগ কর্মী নিজের বাসা থেকেই কাজ করছিলেন বলে জানিয়েছে ভার্জ।
২০১৯ সালের পর থেকে টেসলার কর্মী সংখ্যা দ্বিগুণ হয়ে ৯৯ হাজার ২১০ জনে পৌঁছেছে। কিন্তু এ মাসের শুরুতে বিশ্ব অর্থনীতি নিয়ে নিজের ‘বাজে অনুভূতি হচ্ছে’ বলে প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছেন মাস্ক।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
১ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৬ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৭ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১০ ঘণ্টা আগে