Ajker Patrika

এক্সে ১০০ কনটেন্ট মডারেটর নিয়োগ করবেন ইলন মাস্ক

এক্সে ১০০ কনটেন্ট মডারেটর নিয়োগ করবেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের অস্টিনে এক্স প্ল্যাটফর্মের (টুইটার) নতুন অফিসের জন্য ১০০ জন কনটেন্ট মডারেটর নিয়োগ করবেন ইলন মাস্ক। তাঁরা প্ল্যাটফর্মটিতে বিভিন্ন শিশু নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য কাজ করবে। এই বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন হবে বলে গত শনিবার এক ঘোষণায় জানিয়েছে এক্সের এক নির্বাহী। 

আগামী ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিনেটের শুনানির আগে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি অনলাইনে শিশু যৌন নির্যাতনের বিষয়ে ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি সেন্টার অব এক্সিলেন্স’ ঘোষণা করেছে। এই শুনানিতে এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোসহ মেটা, স্ন্যাপচ্যাট, টিকটক ও ডিসকর্ডের সিইওরাও সাক্ষ্য দেবে। 

এক্সের ব্যবসায়িক কার্যক্রমের প্রধান জো বেনারচ বলেন, দলটি তৈরির জন্য প্ল্যাটফর্মটি কাজ করে। এই বছরের শেষ নাগাদ অস্টিন অফিসের জন্য সঠিক প্রতিভা খোঁজার ওপর নির্ভর করছে পদ পূরণ বিষয়টি নির্ভর করে। 

 ২০২২ সালে মাস্ক টুইটার কিনে নেয় এবং প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। তিনি এই কোম্পানি কেনার পর থেকেই প্ল্যাটফর্মে কনটেন্ট মডারেশনসহ বিভিন্ন নীতি পরিবর্তন করেন। ফলে প্ল্যাটফর্মটি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলতে থাকে। এছাড়া টুইটার অধিগ্রহণের পরেই মাস্কের বিভিন্ন আচরণ ও সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ব্র্যান্ড বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে অ্যাপল, ডিজনি, ওয়ার্নার ব্রোস ডিসকভারি, কমকাস্ট, লায়ন গেট এন্টারটেইনমেন্ট, প্যারামাউন্ট গ্লোবাল ও আইবিএমের মতো বিভিন্ন কোম্পানি। গত বছরে এক্সে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ বিজ্ঞাপন কমে যায়। 

গত শুক্রবার এক ব্লগ পোস্টে এক্স বলে, শিশু নির্যাতনমূলক পোস্টের জন্য গত বছর প্রায় ১২৪ লাখ অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম থেকে বন্ধ করে দেওয়া হয়। এই সংখ্যা ২০২২ সালের চেয়ে ২৩ লাখ বেশি। 

নতুন অস্টিন অফিসটি অন্যান্য ক্ষতিকর কনটেন্ট বন্ধেও কোম্পানিকে সাহায্য করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত