প্রযুক্তি ডেস্ক
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এনেছে চ্যাটজিপিটি। এটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র ২ মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাট বট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও আনে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাট বট ‘বার্ড’।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ‘ঝুঁকি ও সম্ভাবনা’ নিয়ে নিজের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনায় উপস্থিত ছিলেন গুগল ও মাইক্রোসফটের শিক্ষাবিদ ও নির্বাহীরাও। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে টেক জায়ান্টদের প্রতিযোগিতা নিয়ে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন প্রত্যাশা করছেন, প্রযুক্তি কোম্পানিগুলো যেন তাদের কোনো পণ্য বাজারে আনার আগে তা নিরাপদ কি না, যাচাই করে নেয়। আলোচনায় ইতালিতে চ্যাটজিপিটির ওপর নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত না এলেও কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নয় বাইডেন। তাঁকে এআই বিপজ্জনক কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হতেও পারে, এটা এখনো দেখা বাকি।’
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘প্রযুক্তি কোম্পানিগুলোর কিছু দায়িত্ব আছে। নিজেদের পণ্য বাজারে ছাড়ার আগে নিশ্চিত করা যে এগুলো নিরাপদ। তবে, রোগ ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এআই সহায়ক হতে পারে। তবে আমাদের সমাজ, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় এর সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও তুলে ধরতে হবে।’
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এনেছে চ্যাটজিপিটি। এটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র ২ মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাট বট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও আনে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাট বট ‘বার্ড’।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ‘ঝুঁকি ও সম্ভাবনা’ নিয়ে নিজের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনায় উপস্থিত ছিলেন গুগল ও মাইক্রোসফটের শিক্ষাবিদ ও নির্বাহীরাও। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে টেক জায়ান্টদের প্রতিযোগিতা নিয়ে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন প্রত্যাশা করছেন, প্রযুক্তি কোম্পানিগুলো যেন তাদের কোনো পণ্য বাজারে আনার আগে তা নিরাপদ কি না, যাচাই করে নেয়। আলোচনায় ইতালিতে চ্যাটজিপিটির ওপর নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত না এলেও কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নয় বাইডেন। তাঁকে এআই বিপজ্জনক কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হতেও পারে, এটা এখনো দেখা বাকি।’
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘প্রযুক্তি কোম্পানিগুলোর কিছু দায়িত্ব আছে। নিজেদের পণ্য বাজারে ছাড়ার আগে নিশ্চিত করা যে এগুলো নিরাপদ। তবে, রোগ ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এআই সহায়ক হতে পারে। তবে আমাদের সমাজ, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় এর সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও তুলে ধরতে হবে।’
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৬ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে