Ajker Patrika

২৫ হাজার নারীকে ল্যাপটপ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৫ হাজার নারীকে ল্যাপটপ দেবে সরকার

‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় নারী প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে প্রকল্পের আওতায় কক্সবাজারে নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এ আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে ‘হার পাওয়ার’ প্রকল্পের বাস্তবায়ন করছি। যেখানে প্রশিক্ষণ ও মেন্টরশিপ শেষে নারী উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি করে ল্যাপটপ দেওয়া হচ্ছে। আমরা যদি ভবিষ্যতে এটাকে আরও বর্ধিত করতে পারি, তাহলে স্কুলের ছাত্র–ছাত্রীদের ক্লাস টাইম শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের রিসোর্সগুলো বেকার তরুণ–তরুণীদের ব্যবহার করার সুযোগ করে দেওয়ার পাশাপাশি শিক্ষকদেরও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া সম্ভব হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে আমরা আইটি সেক্টরে আরও ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করব। পাশাপাশি নারী কর্মসংস্থান নিশ্চিত করতে আগামীতে ‘হার পাওয়ার–২’ প্রকল্প নেওয়া হবে। যেখানে আরও প্রায় দেড় লাখ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা এর ধারাবাহিকতা চালু রাখব। 

পরে প্রতিমন্ত্রী মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য কক্সবাজার বিমানবন্দর এলাকায় চলমান ড্রাইভ টেস্টের কার্যক্রম পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত