আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।
বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’
গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।
আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।
এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।
ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।
তথ্যসূত্র: ইএনগেজেট
আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।
বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’
গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।
আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।
এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।
ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।
তথ্যসূত্র: ইএনগেজেট
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৬ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে