অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোয়ালকম গতকাল সোমবার ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আলফাওয়েভ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। এই অধিগ্রহণের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলার খরচ করবে কোয়ালকম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
চুক্তি অনুযায়ী, আলফাওয়েভের প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩ পেন্স (ব্রিটিশ মুদ্রা), যা কোয়ালকমের আগ্রহ প্রকাশের আগের দিনের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। খবরটি জানার পর লন্ডনের শেয়ারবাজারে আলফাওয়েভের শেয়ারের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে গিয়ে কোয়ালকমের প্রস্তাবিত দামের কাছাকাছি পৌঁছায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে একের পর এক বিনিয়োগ করছে। তুলনামূলক দুর্বল মূল্যায়ন ও মন্থর প্রবৃদ্ধিকে সুযোগ হিসেবে দেখছে তারা।
আলফাওয়েভ মূলত ডেটা সেন্টার, নেটওয়ার্কিং ও স্টোরেজের জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন ও লাইসেন্স দেয়। তাদের অন্যতম প্রধান প্রযুক্তি ‘সারডেস’ (SerDes), যা চিপে তথ্য প্রক্রিয়াকরণের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য অপরিহার্য এবং এটি ব্রডকম ও মার্ভেল টেকনোলজির বহু বিলিয়ন ডলারের চিপ ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করছে।
চলতি বছরের এপ্রিলে আলফাওয়েভ অধিগ্রহণে আগ্রহ দেখায় কোয়ালকম ও সফটব্যাংকের মালিকানাধীন কোম্পানি আর্ম। তবে আলোচনার প্রাথমিক পর্যায়ে আর্ম পিছু হটে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স।
কোয়ালকম যুক্তরাজ্যের টেকওভার প্যানেল থেকে একাধিকবার সময় নিয়ে আলফাওয়েভের শেয়ারহোল্ডারদের জন্য আরও দুটি বিকল্প ‘অল-শেয়ার’-এর (শেয়ারের বিনিময়ে শেয়ার দেওয়া) প্রস্তাবও দিয়েছিল।
আলফাওয়েভ জানায়, নগদভিত্তিক এই অফারের শর্তগুলো ‘ন্যায়সংগত ও গ্রহণযোগ্য’ এবং তারা সর্বসম্মতভাবে শেয়ারহোল্ডারদের এতে সমর্থন দেওয়ার সুপারিশ করবে।
একই দিনে আলফাওয়েভ ঘোষণা দেয়, তারা চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াইজ রোড ক্যাপিটালের সঙ্গে যৌথভাবে পরিচালিত উইজওয়েভ প্রকল্প থেকে নিজেদের অংশ রাষ্ট্রায়ত্ত শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করেছে।
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোয়ালকম গতকাল সোমবার ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আলফাওয়েভ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। এই অধিগ্রহণের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলার খরচ করবে কোয়ালকম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
চুক্তি অনুযায়ী, আলফাওয়েভের প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩ পেন্স (ব্রিটিশ মুদ্রা), যা কোয়ালকমের আগ্রহ প্রকাশের আগের দিনের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। খবরটি জানার পর লন্ডনের শেয়ারবাজারে আলফাওয়েভের শেয়ারের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে গিয়ে কোয়ালকমের প্রস্তাবিত দামের কাছাকাছি পৌঁছায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে একের পর এক বিনিয়োগ করছে। তুলনামূলক দুর্বল মূল্যায়ন ও মন্থর প্রবৃদ্ধিকে সুযোগ হিসেবে দেখছে তারা।
আলফাওয়েভ মূলত ডেটা সেন্টার, নেটওয়ার্কিং ও স্টোরেজের জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন ও লাইসেন্স দেয়। তাদের অন্যতম প্রধান প্রযুক্তি ‘সারডেস’ (SerDes), যা চিপে তথ্য প্রক্রিয়াকরণের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য অপরিহার্য এবং এটি ব্রডকম ও মার্ভেল টেকনোলজির বহু বিলিয়ন ডলারের চিপ ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করছে।
চলতি বছরের এপ্রিলে আলফাওয়েভ অধিগ্রহণে আগ্রহ দেখায় কোয়ালকম ও সফটব্যাংকের মালিকানাধীন কোম্পানি আর্ম। তবে আলোচনার প্রাথমিক পর্যায়ে আর্ম পিছু হটে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স।
কোয়ালকম যুক্তরাজ্যের টেকওভার প্যানেল থেকে একাধিকবার সময় নিয়ে আলফাওয়েভের শেয়ারহোল্ডারদের জন্য আরও দুটি বিকল্প ‘অল-শেয়ার’-এর (শেয়ারের বিনিময়ে শেয়ার দেওয়া) প্রস্তাবও দিয়েছিল।
আলফাওয়েভ জানায়, নগদভিত্তিক এই অফারের শর্তগুলো ‘ন্যায়সংগত ও গ্রহণযোগ্য’ এবং তারা সর্বসম্মতভাবে শেয়ারহোল্ডারদের এতে সমর্থন দেওয়ার সুপারিশ করবে।
একই দিনে আলফাওয়েভ ঘোষণা দেয়, তারা চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াইজ রোড ক্যাপিটালের সঙ্গে যৌথভাবে পরিচালিত উইজওয়েভ প্রকল্প থেকে নিজেদের অংশ রাষ্ট্রায়ত্ত শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করেছে।
ইউটিউব একটি বিশাল ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয়। তবে শুধু ভিডিও আপলোড করলেই কাজ হয় না, দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হলে ভিডিওর ডেসক্রিপশন ঠিকঠাক ও প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। ডেসক্রিপশন হলো ভিডিওর নিচে থাকা একটি লেখা, যা ভিডিওর বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তথ্য, লিংকসহ
৯ মিনিট আগেটিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
১০ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
১৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
১৯ ঘণ্টা আগে