সাশ্রয়ী প্যাকেজে গুগল ওয়ানের জন্য ‘লাইট’ অফার ছাড়া হয়েছে। এই অফারের আওতায় মাসে ১ ডলারের কম খরচে জিমেইল, গুগল ড্রাইভ ও ফটোজের জন্য ৩০ জিবি স্টোরেজ মিলবে। আপাতত ভারতের ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন। ধারাবাহিকভাবে সবাই তা পাবেন।
জিমেইলসহ গুগল অ্যাকাউন্ট হোল্ডাররা এখন ১৫জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এর অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করতে হলে প্ল্যান কিনে নিতে হয়। এর জন্য মাসে ন্যূনতম প্রায় ২ ডলার খরচ করতে হয়।
এখন গুগল ওয়ান সাবস্ক্রিপশনের অধীনে ৩টি প্ল্যান আছে— বেসিক ১০০জিবি, স্ট্যান্ডার্ড ২০০জিবি ও প্রিমিয়াম ২টিবি। এসবের দাম যথাক্রমে ১ দশমিক ৯৯ ডলার, ২ দশমিক ৯৯ ডলার ও ৯ দশমিক ৯৯ ডলার।
এবার ‘গুগল ওয়ান লাইট’ নামে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ফলে আরও কম খরচে কেনা যাবে তাঁদের ক্লাউড স্টোরেজ। লাইট সাবস্ক্রিপশনের অধীনে ব্যবহারকারীরা এবার ৩০জিবি স্টোরেজ কেনার সুযোগ পাবেন।
নতুন এই অফার গুগল ব্যবহারকারীদের কাছে পৌঁছতে শুরু করেছে। ইতোমধ্যেই ভারতে কেউ কেউ এই অফার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় ৩০জিবি স্টোরেজ কিনতে খরচ করতে হবে প্রতি মাসে ৫৯ রুপি বা প্রায় ৭০ সেন্ট অর্থাৎ ১ ডলারের কম।
ভারতীয় মুদ্রায় ১০০জিবি স্টোরেজের জন্য খরচ হয় ১৩০ রুপি (১.৯৯ মার্কিন ডলার)- যেটা ৩০জিবির চেয়ে সাশ্রয়ী হলেও ব্যবহারকারীদের অনেকের কাছেই ৫৯ রুপিতে ৩০জিবি- অফারটি অনেক বেশি আকর্ষণীয় মনে হতে পারে।
সাশ্রয়ী প্যাকেজে গুগল ওয়ানের জন্য ‘লাইট’ অফার ছাড়া হয়েছে। এই অফারের আওতায় মাসে ১ ডলারের কম খরচে জিমেইল, গুগল ড্রাইভ ও ফটোজের জন্য ৩০ জিবি স্টোরেজ মিলবে। আপাতত ভারতের ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন। ধারাবাহিকভাবে সবাই তা পাবেন।
জিমেইলসহ গুগল অ্যাকাউন্ট হোল্ডাররা এখন ১৫জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এর অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করতে হলে প্ল্যান কিনে নিতে হয়। এর জন্য মাসে ন্যূনতম প্রায় ২ ডলার খরচ করতে হয়।
এখন গুগল ওয়ান সাবস্ক্রিপশনের অধীনে ৩টি প্ল্যান আছে— বেসিক ১০০জিবি, স্ট্যান্ডার্ড ২০০জিবি ও প্রিমিয়াম ২টিবি। এসবের দাম যথাক্রমে ১ দশমিক ৯৯ ডলার, ২ দশমিক ৯৯ ডলার ও ৯ দশমিক ৯৯ ডলার।
এবার ‘গুগল ওয়ান লাইট’ নামে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ফলে আরও কম খরচে কেনা যাবে তাঁদের ক্লাউড স্টোরেজ। লাইট সাবস্ক্রিপশনের অধীনে ব্যবহারকারীরা এবার ৩০জিবি স্টোরেজ কেনার সুযোগ পাবেন।
নতুন এই অফার গুগল ব্যবহারকারীদের কাছে পৌঁছতে শুরু করেছে। ইতোমধ্যেই ভারতে কেউ কেউ এই অফার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় ৩০জিবি স্টোরেজ কিনতে খরচ করতে হবে প্রতি মাসে ৫৯ রুপি বা প্রায় ৭০ সেন্ট অর্থাৎ ১ ডলারের কম।
ভারতীয় মুদ্রায় ১০০জিবি স্টোরেজের জন্য খরচ হয় ১৩০ রুপি (১.৯৯ মার্কিন ডলার)- যেটা ৩০জিবির চেয়ে সাশ্রয়ী হলেও ব্যবহারকারীদের অনেকের কাছেই ৫৯ রুপিতে ৩০জিবি- অফারটি অনেক বেশি আকর্ষণীয় মনে হতে পারে।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৭ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৯ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৯ ঘণ্টা আগে