টি এইচ মাহির
প্রতিনিয়ত জেনারেটিভ এআইয়ের ব্যবহার যেমন বেড়ে চলছে, তেমনি আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন এআই মডেল। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাতেও এ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। রোগনির্ণয় ও চিকিৎসা এর অন্যতম উদ্দেশ্য। এ উদ্দেশ্য সামনে রেখে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল একটি নতুন এআই মডেল চালু করেছে। যেটি রোগীর কাশি শুনে রোগ নির্ণয় করতে পারবে। গুগলের এই নতুন এআই মডেলের নাম হেলথ অ্যাকুস্টিক রিপ্রেজেন্টেশন।
একসময়ের মরণব্যাধি যক্ষ্মা এখন নিরাময়যোগ্য। কিন্তু বছরে লাখ লাখ মানুষের যক্ষ্মার লক্ষণ শনাক্ত করা যায় না। এই রোগ দ্রুত শনাক্ত করা গেলে তার চিকিৎসা আরও ভালোভাবে ও দ্রুত করা যায়। তাই যক্ষ্মা নির্ণয়ে গুগল হেলথ অ্যাকুস্টিক রিপ্রেজেন্টেশন বা ‘হিয়ার’ চালু করেছে গুগল। এটি বায়োঅ্যাকুস্টিক ফাউন্ডেশন মডেল, যা মানুষের শব্দ শুনতে পারে এবং রোগের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে পারে। গুগলের গবেষক দল ডেটা সেট থেকে কিউরেট করা ৩০০ মিলিয়ন অডিও ডেটার মধ্য থেকে প্রায় ১০০ মিলিয়ন কাশির শব্দ ব্যবহার করে হিয়ারকে প্রশিক্ষণ দিয়েছে।
প্রথমত সুস্থ শ্বাসতন্ত্রের শব্দ কেমন হবে, তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে হিয়ারকে। যদি রোগীর শ্বাসতন্ত্রের শব্দ বা কাশির শব্দ সুস্থ শ্বাসতন্ত্রের শব্দের সঙ্গে না মেলে কিংবা যক্ষ্মার কাশির শব্দের সঙ্গে মিলে যায়, তাহলে তাকে যক্ষ্মা হিসেবে শনাক্ত করবে হিয়ার। এ কারণেই একে বায়োঅ্যাকুস্টিক মডেল বলা হয়েছে।
যক্ষ্মা রোগের প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করার জন্য সালসিট টেকনোলজিস নামে একটি ভারতভিত্তিক শ্বাসযন্ত্রের স্বাস্থ্যসেবা স্টার্টআপের সঙ্গে ইতিমধ্যে কাজ শুরু করেছে গুগল। সওসা নামে সালসিটের নিজস্ব একটি পণ্য রয়েছে এ বিষয়ে। এটি মোবাইল ফোনের মাধ্যমে কাশির অডিও ফাইল রেকর্ড করে। একটি এআই মডেল তারপর সেই অডিওটিকে কাশির ডেটাবেইসের সঙ্গে তুলনা করে এবং রোগ শনাক্ত করে। সেখান থেকে রোগীরা সিদ্ধান্ত নিতে পারে তার কাশি কতটা মারাত্মক। এর পরের ধাপে তাকে চিকিৎসকের কাছে যেতে হবে কি না। গুগল তাদের সঙ্গে কাজ শুরু করেছে, যাতে আরও নির্ভুল একটি এআই মডেল তৈরি করা যায়। গুগলের এআই মডেলটি সম্পর্কে যদি কেউ গবেষণা করতে চায়, তাহলে এপিআই নিতে পারবে। বর্তমানে চিকিৎসায় রোগনির্ণয়ে এআই মডেলের ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। যুক্তরাষ্ট্রের লুইসভিল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি এআই সিস্টেম তৈরি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, সেটি শিশুদের এমআরআই স্ক্যান করে ভবিষ্যদ্বাণী করতে পারে, তারা ক্লিনিক্যালি অটিজমে আক্রান্ত হবে কি না।
তথ্যসূত্র: ব্লগ ডট গুগল
প্রতিনিয়ত জেনারেটিভ এআইয়ের ব্যবহার যেমন বেড়ে চলছে, তেমনি আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন এআই মডেল। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাতেও এ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। রোগনির্ণয় ও চিকিৎসা এর অন্যতম উদ্দেশ্য। এ উদ্দেশ্য সামনে রেখে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল একটি নতুন এআই মডেল চালু করেছে। যেটি রোগীর কাশি শুনে রোগ নির্ণয় করতে পারবে। গুগলের এই নতুন এআই মডেলের নাম হেলথ অ্যাকুস্টিক রিপ্রেজেন্টেশন।
একসময়ের মরণব্যাধি যক্ষ্মা এখন নিরাময়যোগ্য। কিন্তু বছরে লাখ লাখ মানুষের যক্ষ্মার লক্ষণ শনাক্ত করা যায় না। এই রোগ দ্রুত শনাক্ত করা গেলে তার চিকিৎসা আরও ভালোভাবে ও দ্রুত করা যায়। তাই যক্ষ্মা নির্ণয়ে গুগল হেলথ অ্যাকুস্টিক রিপ্রেজেন্টেশন বা ‘হিয়ার’ চালু করেছে গুগল। এটি বায়োঅ্যাকুস্টিক ফাউন্ডেশন মডেল, যা মানুষের শব্দ শুনতে পারে এবং রোগের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে পারে। গুগলের গবেষক দল ডেটা সেট থেকে কিউরেট করা ৩০০ মিলিয়ন অডিও ডেটার মধ্য থেকে প্রায় ১০০ মিলিয়ন কাশির শব্দ ব্যবহার করে হিয়ারকে প্রশিক্ষণ দিয়েছে।
প্রথমত সুস্থ শ্বাসতন্ত্রের শব্দ কেমন হবে, তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে হিয়ারকে। যদি রোগীর শ্বাসতন্ত্রের শব্দ বা কাশির শব্দ সুস্থ শ্বাসতন্ত্রের শব্দের সঙ্গে না মেলে কিংবা যক্ষ্মার কাশির শব্দের সঙ্গে মিলে যায়, তাহলে তাকে যক্ষ্মা হিসেবে শনাক্ত করবে হিয়ার। এ কারণেই একে বায়োঅ্যাকুস্টিক মডেল বলা হয়েছে।
যক্ষ্মা রোগের প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করার জন্য সালসিট টেকনোলজিস নামে একটি ভারতভিত্তিক শ্বাসযন্ত্রের স্বাস্থ্যসেবা স্টার্টআপের সঙ্গে ইতিমধ্যে কাজ শুরু করেছে গুগল। সওসা নামে সালসিটের নিজস্ব একটি পণ্য রয়েছে এ বিষয়ে। এটি মোবাইল ফোনের মাধ্যমে কাশির অডিও ফাইল রেকর্ড করে। একটি এআই মডেল তারপর সেই অডিওটিকে কাশির ডেটাবেইসের সঙ্গে তুলনা করে এবং রোগ শনাক্ত করে। সেখান থেকে রোগীরা সিদ্ধান্ত নিতে পারে তার কাশি কতটা মারাত্মক। এর পরের ধাপে তাকে চিকিৎসকের কাছে যেতে হবে কি না। গুগল তাদের সঙ্গে কাজ শুরু করেছে, যাতে আরও নির্ভুল একটি এআই মডেল তৈরি করা যায়। গুগলের এআই মডেলটি সম্পর্কে যদি কেউ গবেষণা করতে চায়, তাহলে এপিআই নিতে পারবে। বর্তমানে চিকিৎসায় রোগনির্ণয়ে এআই মডেলের ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। যুক্তরাষ্ট্রের লুইসভিল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি এআই সিস্টেম তৈরি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, সেটি শিশুদের এমআরআই স্ক্যান করে ভবিষ্যদ্বাণী করতে পারে, তারা ক্লিনিক্যালি অটিজমে আক্রান্ত হবে কি না।
তথ্যসূত্র: ব্লগ ডট গুগল
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৩ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
৮ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১২ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৩ ঘণ্টা আগে