অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে এক বহুল প্রত্যাশিত নতুন ফিচার—ইউজারনেম। এই সুবিধার মাধ্যমে এখন ব্যবহারকারীরা ফোন নম্বর গোপন রেখেও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনোব্লগের বরাতে ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বেটা ভার্সনে (পরীক্ষামূলক সংস্করণে) ইউজারনেম ফিচারটির কিছু ইঙ্গিত পাওয়া গেছে। যদিও এখনো এটি বেটা ব্যবহারকারীদের জন্যও চালু হয়নি, তবে অ্যাপে থাকা কিছু কোড থেকে বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এই নতুন ব্যবস্থা চালুর জন্য।
নতুন এই ব্যবস্থা মূলত ব্যবহারকারীদের ফোন নম্বর গোপন রাখার জন্য ডিজাইন করা হয়েছে। ফিচারটি চালু হলে কেউ যদি আপনার নম্বর না জেনে আপনাকে মেসেজ করে, তাহলে সেখানে আপনার ইউজারনেমই দেখা যাবে।
ইউজারনেম তৈরির নিয়মাবলি
ইউজারনেম ব্যবস্থার জন্য ইতিমধ্যে কিছু নিয়ম পর্যালোচনা করছে হোয়াটসঅ্যাপ। সেগুলো হলো—
১. ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না, যেন কেউ ভুল করে একে অফিশিয়াল ওয়েবসাইট ভেবে না বসে।
২. ইউজারনেমে অন্তত একটি বর্ণ (a-z) থাকতে হবে, শুধু সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা যাবে না।
৩. নির্দিষ্ট কিছু অক্ষরই ব্যবহার করা যাবে: ছোট হাতের বর্ণ (a–z), সংখ্যা (0–9), ডট (.), এবং আন্ডারস্কোর (_)।
হোয়াটসঅ্যাপের এই নিয়মগুলোর ফলে ইউজারনেম হবে সুশৃঙ্খল ও স্পষ্ট।
একবার বৈধ ইউজারনেম নির্বাচন করলে হোয়াটসঅ্যাপ একটি আনন্দঘন অ্যানিমেশনের মাধ্যমে তা নিশ্চিত করবে। এরপর থেকে ফোন নম্বরের জায়গায় চ্যাট ও গ্রুপে ওই ইউজারনেমই দেখা যাবে।
পরে কেউ যদি তার ইউজারনেম পরিবর্তন করেন, সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি সিস্টেম মেসেজের মাধ্যমে তা অন্যদের জানিয়ে দেবে। ঠিক যেমনটি এখন প্রোফাইল ছবি বা ফোন নম্বর পরিবর্তনের ক্ষেত্রে হয়ে থাকে।
এ ছাড়া, ভবিষ্যতের কোনো একটি আপডেটে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণেও ইউজারনেম চেক করার সুবিধা আসবে—পছন্দের নামটি এখনো পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করা যাবে।
এই ইউজারনেম ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি। তবে বেটা ভার্সনে যেহেতু এর কোডিং পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে, এটি খুব শিগগিরই চালু হতে পারে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ সম্প্রতি আইপ্যাডের জন্য অফিশিয়াল অ্যাপ চালু করেছে। সেই সূত্র ধরেই এটি ধরে নেওয়া যায়, কোম্পানি এখন নতুন ফিচার নিয়ে বেশ সক্রিয়।
তথ্যসূত্র: ৯ টু ৫ ম্যাক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে এক বহুল প্রত্যাশিত নতুন ফিচার—ইউজারনেম। এই সুবিধার মাধ্যমে এখন ব্যবহারকারীরা ফোন নম্বর গোপন রেখেও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনোব্লগের বরাতে ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বেটা ভার্সনে (পরীক্ষামূলক সংস্করণে) ইউজারনেম ফিচারটির কিছু ইঙ্গিত পাওয়া গেছে। যদিও এখনো এটি বেটা ব্যবহারকারীদের জন্যও চালু হয়নি, তবে অ্যাপে থাকা কিছু কোড থেকে বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এই নতুন ব্যবস্থা চালুর জন্য।
নতুন এই ব্যবস্থা মূলত ব্যবহারকারীদের ফোন নম্বর গোপন রাখার জন্য ডিজাইন করা হয়েছে। ফিচারটি চালু হলে কেউ যদি আপনার নম্বর না জেনে আপনাকে মেসেজ করে, তাহলে সেখানে আপনার ইউজারনেমই দেখা যাবে।
ইউজারনেম তৈরির নিয়মাবলি
ইউজারনেম ব্যবস্থার জন্য ইতিমধ্যে কিছু নিয়ম পর্যালোচনা করছে হোয়াটসঅ্যাপ। সেগুলো হলো—
১. ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না, যেন কেউ ভুল করে একে অফিশিয়াল ওয়েবসাইট ভেবে না বসে।
২. ইউজারনেমে অন্তত একটি বর্ণ (a-z) থাকতে হবে, শুধু সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা যাবে না।
৩. নির্দিষ্ট কিছু অক্ষরই ব্যবহার করা যাবে: ছোট হাতের বর্ণ (a–z), সংখ্যা (0–9), ডট (.), এবং আন্ডারস্কোর (_)।
হোয়াটসঅ্যাপের এই নিয়মগুলোর ফলে ইউজারনেম হবে সুশৃঙ্খল ও স্পষ্ট।
একবার বৈধ ইউজারনেম নির্বাচন করলে হোয়াটসঅ্যাপ একটি আনন্দঘন অ্যানিমেশনের মাধ্যমে তা নিশ্চিত করবে। এরপর থেকে ফোন নম্বরের জায়গায় চ্যাট ও গ্রুপে ওই ইউজারনেমই দেখা যাবে।
পরে কেউ যদি তার ইউজারনেম পরিবর্তন করেন, সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি সিস্টেম মেসেজের মাধ্যমে তা অন্যদের জানিয়ে দেবে। ঠিক যেমনটি এখন প্রোফাইল ছবি বা ফোন নম্বর পরিবর্তনের ক্ষেত্রে হয়ে থাকে।
এ ছাড়া, ভবিষ্যতের কোনো একটি আপডেটে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণেও ইউজারনেম চেক করার সুবিধা আসবে—পছন্দের নামটি এখনো পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করা যাবে।
এই ইউজারনেম ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি। তবে বেটা ভার্সনে যেহেতু এর কোডিং পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে, এটি খুব শিগগিরই চালু হতে পারে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ সম্প্রতি আইপ্যাডের জন্য অফিশিয়াল অ্যাপ চালু করেছে। সেই সূত্র ধরেই এটি ধরে নেওয়া যায়, কোম্পানি এখন নতুন ফিচার নিয়ে বেশ সক্রিয়।
তথ্যসূত্র: ৯ টু ৫ ম্যাক
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৭ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে