Ajker Patrika

বর্ণবাদের মামলায় টেসলাকে ৩২ লাখ ডলার জরিমানা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৪: ২৮
বর্ণবাদের মামলায় টেসলাকে ৩২ লাখ ডলার জরিমানা

বর্ণবাদসংক্রান্ত মামলায় ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মামলাটির রায় অনুযায়ী, প্রতিষ্ঠানটির সাবেক একজন কৃষ্ণাঙ্গ কর্মীকে প্রায় ৩২ লাখ ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সাবেক সেই কর্মীর নাম ওয়েইন ডায়াজ। তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় টেসলার ফ্রেমন্ট কারখানায় লিফট অপারেটর হিসেবে কাজ করতেন। কর্মক্ষেত্রে তিনি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে প্রমাণ পেয়েছেন বিচারকেরা। একই মামলায় ২০২১ সালের রায়ে ১৩ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল টেসলাকে। তবে নতুন রায়ে জরিমানার পরিমাণ কমেছে ৯৮ শতাংশ।

টেসলাকে শাস্তি হিসেবে ৩০ লাখ ডলার এবং মানসিক হয়রানির দায়ে অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার ডলার জরিমানা করেছেন আদালত। শিগগিরই জরিমানার এই অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের বিষয়ে টেসলার প্রধান নির্বাহী মাস্ক এক টুইটে বলেন, ‘বিচারকেরা তাঁদের কাছে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান করছি।’

মি. ডিয়াজের আইনজীবী বার্নার্ড আলেকজান্ডার গত সপ্তাহে বলেছিলেন, ‘পৃথিবীর প্রতি ডায়াজের দৃষ্টিভঙ্গি স্থায়ীভাবে বদলে গেছে। আপনি যখন একজন ব্যক্তির নিরাপত্তা কেড়ে নেন, তখন আসলে এটিই ঘটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত