ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। কোম্পানিটি ইন্দোনেশিয়ার স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটিতে আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ হলেও অন্য দেশের ব্যবহারকারীরা ভ্রমণের সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবে।
ইন্দোনেশিয়ার অনলাইন সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ফোনগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, তবে সেগুলো ইন্দোনেশিয়ায় আনা যেতে পারে।
গত ২৬ অক্টোবর এক বিবৃতিতে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ বলেন, ‘যাত্রীরা যেসব আইফোন ১৬ দেশে নিয়ে আসেন এবং করের আওতায় পড়ে, সেগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণনা করা হয়। এগুলো বিক্রি করা যাবে না এবং শুধুমাত্র যাত্রীরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন।
জার্কাতা গ্লোব বলছে, প্রত্যেক যাত্রী ইন্দোনেশিয়ায় সর্বাধিক দুটি আইফোন ১৬ আনতে পারেন।
গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যক্তিগত ব্যাগেজে প্রায় ৯ হাজারটি আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে। এগুলোর কর পরিশোধ করা হয়েছে। তবে ডিভাইসগুলো ইন্দোনেশিয়ায় বিক্রি করা হলে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে।
আইফোন ১৬ যেগুলো ইন্দোনেশিয়ায় ডাকসেবার মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রবেশ করে, সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় কারণ সেগুলোর ক্ষেত্রে স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন হয় না।
গত ২২ অক্টোবর শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাস্মিতা বলেন, অ্যাপল এখনো ইন্দোনেশিয়ায় ফোন বিক্রির লাইসেন্স পেতে প্রয়োজনীয় ১ দশমিক ৭১ ট্রিলিয়ন রুপিয়া (ইন্দোনেশিয়ার মুদ্রা) বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেনি।
তিনি আরও বলেন, অ্যাপল এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১ দশমিক ৪৮ ট্রিলিয়ন রুপিয়া বিনিয়োগ করেছে। গত ১১ অক্টোবর অ্যাপল বলেছে, ‘ইন্দোনেশিয়ার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব আইফোন ১৬ সিরিজসহ সর্বশেষ পণ্যগুলো দেশটির গ্রাহকদের কাছে নিয়ে আসব।’
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করে দেশটিতে অ্যাপলের নিজস্ব উৎপাদনকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। কোম্পানিটি ইন্দোনেশিয়ার স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটিতে আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ হলেও অন্য দেশের ব্যবহারকারীরা ভ্রমণের সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবে।
ইন্দোনেশিয়ার অনলাইন সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ফোনগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, তবে সেগুলো ইন্দোনেশিয়ায় আনা যেতে পারে।
গত ২৬ অক্টোবর এক বিবৃতিতে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ বলেন, ‘যাত্রীরা যেসব আইফোন ১৬ দেশে নিয়ে আসেন এবং করের আওতায় পড়ে, সেগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণনা করা হয়। এগুলো বিক্রি করা যাবে না এবং শুধুমাত্র যাত্রীরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন।
জার্কাতা গ্লোব বলছে, প্রত্যেক যাত্রী ইন্দোনেশিয়ায় সর্বাধিক দুটি আইফোন ১৬ আনতে পারেন।
গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যক্তিগত ব্যাগেজে প্রায় ৯ হাজারটি আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে। এগুলোর কর পরিশোধ করা হয়েছে। তবে ডিভাইসগুলো ইন্দোনেশিয়ায় বিক্রি করা হলে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে।
আইফোন ১৬ যেগুলো ইন্দোনেশিয়ায় ডাকসেবার মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রবেশ করে, সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় কারণ সেগুলোর ক্ষেত্রে স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন হয় না।
গত ২২ অক্টোবর শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাস্মিতা বলেন, অ্যাপল এখনো ইন্দোনেশিয়ায় ফোন বিক্রির লাইসেন্স পেতে প্রয়োজনীয় ১ দশমিক ৭১ ট্রিলিয়ন রুপিয়া (ইন্দোনেশিয়ার মুদ্রা) বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেনি।
তিনি আরও বলেন, অ্যাপল এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১ দশমিক ৪৮ ট্রিলিয়ন রুপিয়া বিনিয়োগ করেছে। গত ১১ অক্টোবর অ্যাপল বলেছে, ‘ইন্দোনেশিয়ার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব আইফোন ১৬ সিরিজসহ সর্বশেষ পণ্যগুলো দেশটির গ্রাহকদের কাছে নিয়ে আসব।’
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করে দেশটিতে অ্যাপলের নিজস্ব উৎপাদনকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৫ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৫ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৮ ঘণ্টা আগে