অনলাইন ডেস্ক
প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষমতা ও অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।
গারমিন ইটিরেক্স সোলার নামের এই ডিভাইস সূর্যের আলোর মাধ্যমে চলতে পারে দিনের পর দিন। কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ হাজার লাক্স সূর্যালোক (খুবই উজ্জ্বল সূর্য) পাওয়া গেলে ডিভাইসটি সীমাহীন সময় ধরে জিপিএস সমর্থন দিতে পারে। বাস্তবে হয়তো এমন আলো সব সময় পাওয়া যায় না। তবে পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি এমনিতেই ২০০ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ একবার পুরো চার্জ দিলে প্রায় আট দিন পর্যন্ত অবিচ্ছিন্ন জিপিএস নেভিগেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে পাঁচটি বড় বোতাম, ২ দশমিক ২ ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে ও শক্তিশালী গঠন। এটি আইপিএক্স ৭ পানিরোধী রেটিংযুক্ত, অর্থাৎ হালকা পানিতে ভিজলেও ক্ষতি হবে না। ডিভাইসটির পেছনের দিকে নিচে একটি বেল্ট ও ক্লিপ রয়েছে, যার মাধ্যমে একে ব্যাকপ্যাকের সঙ্গে আটকে রাখা যাবে। চার্জের জন্য রয়েছে ইউএসবি-সি পোর্ট, যা রাবার দিয়ে ঢাকা। ফলে এতে সহজে পানি ঢুকতে পারবে না।
ডিভাইসটির হোম স্ক্রিন থেকে আপনি ট্র্যাকিং, নেভিগেশন, সোলার স্ট্যাটাস, স্যাটেলাইট সংযোগ ও অন্যান্য সেটিংসে প্রবেশ করতে পারবেন। ট্র্যাকিংয়ের সময় উচ্চতা, গতি, চলার সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। আপনি চাইলে নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
যদিও ডিভাইসটি সঠিক লোকেশন দেখাতে সক্ষম, তবে এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা টপোগ্রাফিক ম্যাপ দেওয়া হয়নি। তবে জিপিএক্স ফাইল ইমপোর্ট করে রুট বা পথের নির্দেশনাও অনুসরণ করা যায়। এতে জিপিএস, জিএলওএসএএসএস, কিউজেডএসএস, আইআরএনএসএস ও বাইডু স্যাটেলাইটের সমর্থন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩ অক্ষের কম্পাসও।
গারমিন এক্সপ্লোর অ্যাপের সঙ্গে সংযুক্ত করে আরও উন্নত ফিচার—জিওক্যাশিং, আবহাওয়ার আপডেট, ট্রিপ প্ল্যানিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। সফটওয়্যার আপডেট ও ক্লাউড সিংক করতেও এই অ্যাপ প্রয়োজন।
গারমিন ইটিরেক্স সোলার ডিভাইসটির দাম মাত্র ২৪৯ ডলার। যাঁরা বনে-জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী ডিভাইস। আবার যাঁরা একটু সাশ্রয়ী মডেল খুঁজছেন, তাঁদের জন্য গারমিন ইটিরেক্সএসই মডেলটি পাওয়া যাবে ১৪৯ ডলারে।
তথ্যসূত্র: জেডনেট
আরও খবর পড়ুন:
প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষমতা ও অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।
গারমিন ইটিরেক্স সোলার নামের এই ডিভাইস সূর্যের আলোর মাধ্যমে চলতে পারে দিনের পর দিন। কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ হাজার লাক্স সূর্যালোক (খুবই উজ্জ্বল সূর্য) পাওয়া গেলে ডিভাইসটি সীমাহীন সময় ধরে জিপিএস সমর্থন দিতে পারে। বাস্তবে হয়তো এমন আলো সব সময় পাওয়া যায় না। তবে পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি এমনিতেই ২০০ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ একবার পুরো চার্জ দিলে প্রায় আট দিন পর্যন্ত অবিচ্ছিন্ন জিপিএস নেভিগেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে পাঁচটি বড় বোতাম, ২ দশমিক ২ ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে ও শক্তিশালী গঠন। এটি আইপিএক্স ৭ পানিরোধী রেটিংযুক্ত, অর্থাৎ হালকা পানিতে ভিজলেও ক্ষতি হবে না। ডিভাইসটির পেছনের দিকে নিচে একটি বেল্ট ও ক্লিপ রয়েছে, যার মাধ্যমে একে ব্যাকপ্যাকের সঙ্গে আটকে রাখা যাবে। চার্জের জন্য রয়েছে ইউএসবি-সি পোর্ট, যা রাবার দিয়ে ঢাকা। ফলে এতে সহজে পানি ঢুকতে পারবে না।
ডিভাইসটির হোম স্ক্রিন থেকে আপনি ট্র্যাকিং, নেভিগেশন, সোলার স্ট্যাটাস, স্যাটেলাইট সংযোগ ও অন্যান্য সেটিংসে প্রবেশ করতে পারবেন। ট্র্যাকিংয়ের সময় উচ্চতা, গতি, চলার সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। আপনি চাইলে নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
যদিও ডিভাইসটি সঠিক লোকেশন দেখাতে সক্ষম, তবে এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা টপোগ্রাফিক ম্যাপ দেওয়া হয়নি। তবে জিপিএক্স ফাইল ইমপোর্ট করে রুট বা পথের নির্দেশনাও অনুসরণ করা যায়। এতে জিপিএস, জিএলওএসএএসএস, কিউজেডএসএস, আইআরএনএসএস ও বাইডু স্যাটেলাইটের সমর্থন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩ অক্ষের কম্পাসও।
গারমিন এক্সপ্লোর অ্যাপের সঙ্গে সংযুক্ত করে আরও উন্নত ফিচার—জিওক্যাশিং, আবহাওয়ার আপডেট, ট্রিপ প্ল্যানিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। সফটওয়্যার আপডেট ও ক্লাউড সিংক করতেও এই অ্যাপ প্রয়োজন।
গারমিন ইটিরেক্স সোলার ডিভাইসটির দাম মাত্র ২৪৯ ডলার। যাঁরা বনে-জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী ডিভাইস। আবার যাঁরা একটু সাশ্রয়ী মডেল খুঁজছেন, তাঁদের জন্য গারমিন ইটিরেক্সএসই মডেলটি পাওয়া যাবে ১৪৯ ডলারে।
তথ্যসূত্র: জেডনেট
আরও খবর পড়ুন:
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৯ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১০ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
১০ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এআই যুগের সঙ্গে তাল মেলাতে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হবে। এমনকি ইউটিউবে যুক্ত হতে পারে স্বয়ংক্রিয় ডাবিংও। তবে এসব এআই ভিত্তিক ফিচারগুলো তৈরি হবে কনটেন্ট নির্মাতাদের ডেটার ওপর...
১৩ ঘণ্টা আগে