ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে