অনলাইন ডেস্ক
অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে নতুন ফোনটির সম্ভাব্য ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জানা গেছে যে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসই এর ডিজাইন আইফোন ১৪ এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটিতে অ্যাপলের নিজস্ব এ১৮ চিপসেট ব্যবহার করা হবে, যা অ্যাপল ইনটেলিজেন্স এর ফিচারগুলো চালাতে সাহায্য করবে। নতুন ফোনটি সম্ভবত অ্যাপল এর প্রথম ফোন হবে, যার মধ্যে নিজস্ব সেলুলার মডেম থাকবে।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এর আগে এই মডেলের সম্ভাব্য ছবি ও ভিডিও প্রকাশ করে আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু। এসব ছবি ও ভিডিও ব্লুমবার্গের আইফোন এসই ৪ মডেলের বর্ণনার সঙ্গে মিলে যায়। নতুন ফোনটির পেছনে একটি একক ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। থাকবে। এ ছাড়া, এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে নতুন ফোনটির সম্ভাব্য ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জানা গেছে যে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসই এর ডিজাইন আইফোন ১৪ এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটিতে অ্যাপলের নিজস্ব এ১৮ চিপসেট ব্যবহার করা হবে, যা অ্যাপল ইনটেলিজেন্স এর ফিচারগুলো চালাতে সাহায্য করবে। নতুন ফোনটি সম্ভবত অ্যাপল এর প্রথম ফোন হবে, যার মধ্যে নিজস্ব সেলুলার মডেম থাকবে।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এর আগে এই মডেলের সম্ভাব্য ছবি ও ভিডিও প্রকাশ করে আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু। এসব ছবি ও ভিডিও ব্লুমবার্গের আইফোন এসই ৪ মডেলের বর্ণনার সঙ্গে মিলে যায়। নতুন ফোনটির পেছনে একটি একক ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। থাকবে। এ ছাড়া, এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
তখন কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়। কিন্তু ইন্টারনেটে বাংলা লেখার জন্য সেটি কোনো কাজের ছিল না। ইউনিকোড না থাকায় বিজয় ক্রমেই অকেজো হয়ে পড়ছিল। সেই নতুন সময়ের দাবিতেই এল ‘অভ্র’। মেহদী হাসান খান নামের এক তরুণ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি করলেন অভ্র সফটওয়্যার।
৮ ঘণ্টা আগেবিশ্বের প্রযুক্তির ইতিহাসে ২০০০ থেকে ২০০৯ সাল ছিল এক বিশাল পরিবর্তনের যুগ। দৈনন্দিন জীবনকে বদলে দেওয়ার পাশাপাশি সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতির কাঠামোকেই নতুন করে সাজিয়ে দিয়েছে এই দশকের বেশ কিছু উদ্ভাবন। দুনিয়া কাঁপানো সেই প্রযুক্তিগুলো এক নজরে দেখে নেওয়া যাক...
১০ ঘণ্টা আগেকম্পিউটারভিত্তিক ৭০ শতাংশ পেশা বিলুপ্ত করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। যুক্তরাজ্যের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর ব্যবহারের ওপর সরকারের আরও নজরদারি প্রয়োজন।
১২ ঘণ্টা আগেচীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল উন্মোচনের মাধ্যমে এআই খাতে খরচ কমানোর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে আমাজন এক বিস্ফোরক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরেই এআই খাতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করার পরিকল্পনা ঘোষণা...
১৪ ঘণ্টা আগে