অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে নতুন ফোনটির সম্ভাব্য ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জানা গেছে যে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসই এর ডিজাইন আইফোন ১৪ এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটিতে অ্যাপলের নিজস্ব এ১৮ চিপসেট ব্যবহার করা হবে, যা অ্যাপল ইনটেলিজেন্স এর ফিচারগুলো চালাতে সাহায্য করবে। নতুন ফোনটি সম্ভবত অ্যাপল এর প্রথম ফোন হবে, যার মধ্যে নিজস্ব সেলুলার মডেম থাকবে।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এর আগে এই মডেলের সম্ভাব্য ছবি ও ভিডিও প্রকাশ করে আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু। এসব ছবি ও ভিডিও ব্লুমবার্গের আইফোন এসই ৪ মডেলের বর্ণনার সঙ্গে মিলে যায়। নতুন ফোনটির পেছনে একটি একক ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। থাকবে। এ ছাড়া, এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে নতুন ফোনটির সম্ভাব্য ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জানা গেছে যে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসই এর ডিজাইন আইফোন ১৪ এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটিতে অ্যাপলের নিজস্ব এ১৮ চিপসেট ব্যবহার করা হবে, যা অ্যাপল ইনটেলিজেন্স এর ফিচারগুলো চালাতে সাহায্য করবে। নতুন ফোনটি সম্ভবত অ্যাপল এর প্রথম ফোন হবে, যার মধ্যে নিজস্ব সেলুলার মডেম থাকবে।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এর আগে এই মডেলের সম্ভাব্য ছবি ও ভিডিও প্রকাশ করে আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু। এসব ছবি ও ভিডিও ব্লুমবার্গের আইফোন এসই ৪ মডেলের বর্ণনার সঙ্গে মিলে যায়। নতুন ফোনটির পেছনে একটি একক ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। থাকবে। এ ছাড়া, এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৮ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে