Ajker Patrika

কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করা যাবে মাইজিপি অ্যাপ এবং ইমোতে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২১, ০০: ৫৫
Thumbnail image

ইমো, মাইজিপি অ্যাপ প্রভৃতি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গ্রাহকদের করোনা টিকা নিবন্ধনের কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। এই প্ল্যাটফর্মগুলো থেকে জাতীয় টিকাদান কার্যক্রম পরিচালনা পোর্টাল ‘সুরক্ষা’তে প্রবেশের জন্য ফিচার তৈরি করা হয়েছে। 

মাইজিপি অ্যাপ: 
গ্রামীণফোন গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ ডিজিটাল সমাধান ‘মাইজিপি’তে জাতীয় টিকাদান কার্যক্রম পরিচালনা পোর্টাল সুরক্ষা অন্তর্ভুক্ত করেছে। এর ফলে, এখন মাইজিপি ব্যবহারকারীরা এখন কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করতে বাংলাদেশ সরকার অনুমোদিত এ পোর্টালটি সহজেই ব্যবহার করতে পারবেন। আপনার স্মার্টফোনে মাইজিপি অ্যাপটি ডাউনলোডের জন্য ভিজিট করুন এখান থেকে

মাইজিপি ব্যবহারকারীরা অ্যাপের ‘হোয়াট’স নিউ’ সেকশনে সুরক্ষা পোর্টালে প্রবেশের জন্য নতুন যুক্ত হওয়া কার্ডটি পাবেন। কার্ডটিতে ক্লিক করার পর ব্যবহারকারীদের সরাসরি ‘সুরক্ষা’ পোর্টালের ওয়েবপেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা জীবন রক্ষাকারী কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারবেন। 

সুরক্ষা পোর্টালের মাধ্যমে টিকা নিবন্ধনের স্ট্যাটাস আপডেট দেখা যাবে, টিকা কার্ড ও টিকা দেয়ার পরে সনদ সংগ্রহ করা যাবে এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে। 

এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘দীর্ঘমেয়াদে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে টিকাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, আর তাই সবার মাঝে টিকা নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের আরও বেশি জোর দিতে হবে। সকল মানুষকে টিকার আওতায় আনা তুলনামূলক কঠিন একটি কাজ। গ্রামীণফোন এর অফিশিয়াল অ্যাপ মাইজিপি’তে সুরক্ষা পোর্টালকে সংযুক্ত করে বিশাল টিকা কার্যক্রমে ভূমিকা রাখার চেষ্টা করবে। মাইজিপি অ্যাপের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। একটি মহামারিমুক্ত ভবিষ্যতের প্রত্যাশায়, যা কোভিড টিকার নিবন্ধনকে আরও সহজ করবে। আমরা আশাবাদী, এখন আমাদের ব্যবহারকারীদের জন্য টিকার নিবন্ধন করা আরও সুবিধাজনক হবে। যাদের প্রযুক্তি বিষয়ে বোঝাপড়া একটু কম, তারাও এখন সহজেই মাত্র কয়েকটি ক্লিক করেই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।’ 

মেসেজিং প্ল্যাটফর্ম ইমো ব্যবহার করে সুরক্ষা পোর্টালে প্রবেশ করে করোনা ভ্যাকসিনের টিকা নিবন্ধন করা যাবেইমো: 
মেসেজিং প্ল্যাটফর্ম ইমো ব্যবহার করে সুরক্ষা পোর্টালে প্রবেশ করে করোনার টিকা নিবন্ধন করা যাবে। ইমো জানায়, এই ফিচারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিদের জন্য অনলাইন টিকা নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা কমানো। টিকা নেওয়ার উপযুক্ত ব্যবহারকারীদেরকে এই ফিচার রি-ডাইরেকশনের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে, তাঁদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ও তাঁরা যে হাসপাতালে টিকা নিতে ইচ্ছুক তা নির্বাচনে উদ্বুদ্ধ করবে। এরপর নিবন্ধকারীদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসএমএসের মাধ্যমে টিকাগ্রহণের সময় এবং তারিখ জানিয়ে দেয়া হবে। 

নতুন এই ফাংশনটি পাওয়া যাবে অ্যাপের ‘Explore’ ট্যাবের ‘কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট’ নামে। সেখানে ক্লিক করে ব্যবহারকারীরা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য কি করতে হবে তার টিউটোরিয়ালও পাবেন, যেখানে দেখানো হয়েছে কীভাবে ধাপে ধাপে নিবন্ধন করা যাবে। গত বছর ইমো প্রবাসী বাংলাদেশী কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে অ্যাপের ভেতর বাংলায় নির্দিষ্ট হটলাইন চালু করে। হটলাইনগুলো তাঁদেরকে বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে সংযুক্ত করেছে।
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত