Ajker Patrika

অ্যাপল কর্মীরা সপ্তাহে ৩ দিন অফিসে না এলেই ব্যবস্থা নেওয়ার হুমকি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৪: ২৬
অ্যাপল কর্মীরা সপ্তাহে ৩ দিন অফিসে না এলেই ব্যবস্থা নেওয়ার হুমকি

সপ্তাহে অন্তত তিন দিন অফিসে না এলে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপল বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হিসাব রাখছে। যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মার নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জো শিফার এক টুইটে বলেন, অ্যাপল কর্মীরা যদি সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিসে না আসেন, তবে তাঁদের চাকরিচ্যুত পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের মার্চে কর্মীদের অফিসে ফিরতে বলে অ্যাপল। তখন সপ্তাহে এক দিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি। এর আগে করোনা মহামারির কারণে কর্মীদের বাসায় থেকে কাজের অনুমতি দেয় অ্যাপল। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে থেকে কাজ করতে বলা হয়। 

তখন অ্যাপলের সিইও টিম হুক এক মেমোতে বলেছিলেন, ‘আমি জানি অনেকেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা আবারও অফিস থেকে কাজ শুরু করতে যাচ্ছি। আমি এটিও জানি, কারও কারও জন্য বিষয়টি চ্যালেঞ্জিং হবে। তবে তাঁদের উদ্দেশে বলতে চাই, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

এদিকে শোনা যাচ্ছে, মূলধারার সিনেমা ব্যবসায় নামছে অ্যাপল। মূলত নিজেদের অর্থায়নে নির্মিত সিনেমাগুলো হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এর জন্য বার্ষিক ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল। ফলে অ্যাপল স্টুডিও ও অ্যাপল টিভি প্লাসের বাইরেও প্রতিষ্ঠানটিকে সিনেমা ব্যবসায় বড় বিনিয়োগকারী হিসেবে দেখা যাবে। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপলের নতুন এই পরিকল্পনা। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি। সিনেমা ব্যবসায় নতুন হওয়ায় হলে সিনেমা মুক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রস্তুতির জন্য স্টুডিওর সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আলোচনা করছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি পাওয়া ম্যাথিউ ভাওগনের থ্রিলার ঘরানার সিনেমা ‘অরগাইল’ অ্যাপলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে। সিনেমাটি কমপক্ষে এক মাস হলে চালানো হবে। 

এদিকে আমাজনও সিনেমা ব্যবসায় বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় । হলে সিনেমা মুক্তির এই উদ্যোগ অ্যাপলের টিভি প্লাসের গ্রাহক বাড়াবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত