Ajker Patrika

জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০৪
জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অনলাইনে জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা, ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের জন্য ভয়ংকর রকমের ক্ষতিকর। যেকোনো মূল্যে এসব বন্ধ করতে সংশ্লিষ্টদের জোরালো উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

আজ রোববার টেলিযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরে সাইবার থ্রেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবর্তনের সঙ্গে আমাদের প্রাতিষ্ঠানিক পরিবর্তনও জরুরি। পাশাপাশি এই পরিবর্তনে আমরা কি শুধু খাপ খাইয়ে নেব নাকি নেতৃত্ব দেব, সেটা আমাদের নির্ধারণ করতে হবে। আমরা যদি খাপ খাইয়ে নিতে চাই, তাহলে আমাদের কর্মপরিকল্পনা হবে এক রকম, আর যদি আমরা নেতৃত্ব দিতে চাই, তাহলে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে অতিরিক্ত পরিশ্রম করে উদ্ভাবনী সংস্কৃতি তৈরি করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ 

ই-কমার্স প্রতিষ্ঠানের শনাক্তকরণ কার্যক্রম ডিবিআইডি সম্পর্কে পলক বলেন, ‘ডিবিআইডি বাণিজ্য কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। আরজেএসসি এটা পরিচালনা করছে। বাণিজ্য মন্ত্রণালয় যদি চায়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ই-কমার্স প্রতিষ্ঠান যাচাই-বাছাইয়ের বিষয়টি দেখতে পারে।’

এদিন সকালে প্রতিমন্ত্রী টেলিযোগাযোগ অধিদপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বল্প সম্পদ ব্যবহারের মাধ্যমে কীভাবে ভালো ফল পাওয়া যায়, সে বিষয়ে কথা বলেন। সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক মো. সাহাব উদ্দিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত