অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম অ্যাপ ছাড়াও রিলস দেখা যাবে আইফোনে। ‘অ্যাপ ক্লিপস’ ফিচারের মাধ্যমে আইফোনে রিলসগুলো দেখা যাবে। তাই রিলস দেখার জন্য সম্পূর্ণ ইনস্টাগ্রামের অ্যাপ ডাউনলোড করতে হবে না।
মূলত, ২০২১ সালে আইওএস ১৪ আপডেটে এই ফিচার যুক্ত করা হয়। অ্যাপ ক্লিপস একটি প্রিভিউয়ের মতো কাজ করে। অর্থাৎ, এর মাধ্যমে কোনো অ্যাপ সম্পূর্ণ ডাউনলোড করার আগে ব্যবহারকারীরা এসব অ্যাপের নির্দিষ্ট ফিচার ব্যবহার করে দেখতে পারেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাপের ৩১৯.০.২ বেটা সংস্করণে অ্যাপ ক্লিপস ফিচার পাওয়া গেছে। এই অ্যাপ ক্লিপ আইফোন ব্যবহারকারীদের ইনস্টাগ্রামের রিলস দেখতে দেবে। আইমেসেজ বা অন্য মাধ্যমে পাঠানো রিলসের কোনো লিংকে ক্লিক করলে রিলসগুলো সাধারণভাবে ইনস্টাগ্রাম অ্যাপে চালু হয়। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়াও এই ফিচার ব্যবহার করা যাবে।
অ্যাপ ক্লিপের মাধ্যমে ব্যবহারকারীরা রিলসসহ অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করে দেখতে পারবে। এমনকি অন্যদের সঙ্গে লিংকও শেয়ার করতে পারবে। তবে ৫টা রিলস দেখার পর ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করার জন্য ফিচারটি নির্দেশনা দেবে।
অ্যাপ ক্লিপ ফিচার নিয়ে অ্যাপল জানিয়েছে, এটি অ্যাপের একটি ছোট অংশ যা প্রয়োজনের সময় ব্যবহার করা যায় এবং এর মাধ্যমে দ্রুত কাজ করা যায়। এ জন্য সম্পূর্ণ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। যেমন–সাইকেল ভাড়া করা, রেস্টুরেন্টের বিল পরিশোধ করা ইত্যাদি। তবে অ্যাপ ক্লিপস এক ধরনের মিনি অ্যাপ, যা প্রথমেই ডাউনলোড করে নিতে হয়। মিনি অ্যাপগুলো ডিভাইসের খুব কম স্টোরেজ দখল করে। ব্যবহারকারীর কিছু নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে এগুলো সক্রিয় হয়।
অ্যাপ ক্লিপস কয়েকটি পদ্ধতিতে সক্রিয় করা যায়। যেমন–এনএফসি ট্যাগ, কিউআর কোড, শেয়ার লিংকের মাধ্যমে অ্যাপ ক্লিপস সক্রিয় হয়। এসব অপশনে ক্লিক করলে নিচের দিকে অ্যাপের নাম দেখানো হবে ও মিনি অ্যাপটি চালু করার বাটন দেখা যাবে। এই বাটনে ট্যাপ করলে পুরো স্ক্রিন জুড়ে অ্যাপটি দেখা যাবে। চালু করার পর অ্যাপ ক্লিপটি আট ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন দেখাবে।
টিকটকেরও অ্যাপ ক্লিপ ফিচার রয়েছে যার মাধ্যমে প্ল্যাটফর্মটির স্বল্প দৈর্ঘ্যের বা শর্ট ভিডিও দেখতে পারে। কোনো অ্যাপ ইনস্টল করার জন্য ফোনে স্টোরেজ কম থাকলে এই ফিচার ব্যবহার করা যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ইনস্টাগ্রাম অ্যাপ ছাড়াও রিলস দেখা যাবে আইফোনে। ‘অ্যাপ ক্লিপস’ ফিচারের মাধ্যমে আইফোনে রিলসগুলো দেখা যাবে। তাই রিলস দেখার জন্য সম্পূর্ণ ইনস্টাগ্রামের অ্যাপ ডাউনলোড করতে হবে না।
মূলত, ২০২১ সালে আইওএস ১৪ আপডেটে এই ফিচার যুক্ত করা হয়। অ্যাপ ক্লিপস একটি প্রিভিউয়ের মতো কাজ করে। অর্থাৎ, এর মাধ্যমে কোনো অ্যাপ সম্পূর্ণ ডাউনলোড করার আগে ব্যবহারকারীরা এসব অ্যাপের নির্দিষ্ট ফিচার ব্যবহার করে দেখতে পারেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাপের ৩১৯.০.২ বেটা সংস্করণে অ্যাপ ক্লিপস ফিচার পাওয়া গেছে। এই অ্যাপ ক্লিপ আইফোন ব্যবহারকারীদের ইনস্টাগ্রামের রিলস দেখতে দেবে। আইমেসেজ বা অন্য মাধ্যমে পাঠানো রিলসের কোনো লিংকে ক্লিক করলে রিলসগুলো সাধারণভাবে ইনস্টাগ্রাম অ্যাপে চালু হয়। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়াও এই ফিচার ব্যবহার করা যাবে।
অ্যাপ ক্লিপের মাধ্যমে ব্যবহারকারীরা রিলসসহ অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করে দেখতে পারবে। এমনকি অন্যদের সঙ্গে লিংকও শেয়ার করতে পারবে। তবে ৫টা রিলস দেখার পর ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করার জন্য ফিচারটি নির্দেশনা দেবে।
অ্যাপ ক্লিপ ফিচার নিয়ে অ্যাপল জানিয়েছে, এটি অ্যাপের একটি ছোট অংশ যা প্রয়োজনের সময় ব্যবহার করা যায় এবং এর মাধ্যমে দ্রুত কাজ করা যায়। এ জন্য সম্পূর্ণ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। যেমন–সাইকেল ভাড়া করা, রেস্টুরেন্টের বিল পরিশোধ করা ইত্যাদি। তবে অ্যাপ ক্লিপস এক ধরনের মিনি অ্যাপ, যা প্রথমেই ডাউনলোড করে নিতে হয়। মিনি অ্যাপগুলো ডিভাইসের খুব কম স্টোরেজ দখল করে। ব্যবহারকারীর কিছু নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে এগুলো সক্রিয় হয়।
অ্যাপ ক্লিপস কয়েকটি পদ্ধতিতে সক্রিয় করা যায়। যেমন–এনএফসি ট্যাগ, কিউআর কোড, শেয়ার লিংকের মাধ্যমে অ্যাপ ক্লিপস সক্রিয় হয়। এসব অপশনে ক্লিক করলে নিচের দিকে অ্যাপের নাম দেখানো হবে ও মিনি অ্যাপটি চালু করার বাটন দেখা যাবে। এই বাটনে ট্যাপ করলে পুরো স্ক্রিন জুড়ে অ্যাপটি দেখা যাবে। চালু করার পর অ্যাপ ক্লিপটি আট ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন দেখাবে।
টিকটকেরও অ্যাপ ক্লিপ ফিচার রয়েছে যার মাধ্যমে প্ল্যাটফর্মটির স্বল্প দৈর্ঘ্যের বা শর্ট ভিডিও দেখতে পারে। কোনো অ্যাপ ইনস্টল করার জন্য ফোনে স্টোরেজ কম থাকলে এই ফিচার ব্যবহার করা যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৪ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৯ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
২১ ঘণ্টা আগে