মিউজিক তৈরি ও কাস্টমাইজ করার জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল নিয়ে আসবে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে টুলটি মিউজিক তৈরি করে দেবে এবং পরবর্তীতে এগুলো এডিটও করা যাবে। ফলে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াও ব্যবহারকারীরা সহজেই মিউজিক তৈরি করতে পারবে। তবে টুলটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর চূড়ান্ত সংস্করণ এখনো তৈরি হয়নি।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের হট পড সামিটে গত বুধবার এআই মিউজিক টুলটি উন্মোচন করে অ্যাডোবি। মিউজিক জেনআই কন্ট্রোল নামের প্রকল্পের আওতায় এআই টুলটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে কোম্পানিটি।
টুলটিতে বিভিন্ন স্টাইলের মিউজিক তৈরির নির্দেশনা দিতে পারবেন ব্যবহারকারীরা। যেমন: আনন্দের গান জ্যাজ স্টাইলে বা দুঃখের গান ক্ল্যাসিক্যাল স্টাইলে তৈরির নির্দেশনা দেওয়া যাবে। অ্যাডোবি বলছে, এআই টুলটি দিয়ে তৈরি মিউজিকগুলো পুনরায় এডিট করার সুবিধাও যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা মিউজিকের গঠন, টেম্পো, তীব্রতার মতো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবে। সেই সঙ্গে মিউজিকের বিভিন্ন অংশ রিমিক্স করা যাবে। কনটেন্ট তৈরির জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির জন্য অডিওগুলো পুনরাবৃত্তি লুপ হিসেবে ব্যবহার করতে পারবে।
অ্যাডোবি আরও বলেছে, টুলটি কোনো ‘রেফারেন্স সুর’ দিয়েও মিউজিক তৈরি করে দিতে পারবে। তবে টুলটির প্রকৃত ইন্টারফেসটি কেমন হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।
পাবলিক কিছু মিউজিক এই ডেমো প্রকল্পে আপলোড করা হয়েছে বলে কোম্পানিটি জানায়। তবে টুলটিতে রেফারেন্স জন্য সরাসরি কোনো মিউজিক আপলোড করা যাবে নাকি তা জানানো হয়নি।
তবে এআইভিত্তিক মিউজিক তৈরির টুল অন্যান্য কোম্পানিও তৈরি করছে। যেমন: গুগলের মিউজিকএলএম ও মেটার অডিওক্রাফট। তবে সফটওয়্যার দুটি শুধু নতুন মিউজিক তৈরি করে দেয়। এগুলোতে মিউজিক এডিটের সুবিধা নেই। অর্থাৎ প্রতিবারই মিউজিক তৈরির জন্য একেবারে প্রথম থেকেই শুরু করতে হবে বা টুলটি দিয়ে তৈরি মিউজিকগুলো নিয়ে অন্য অডিও সফটওয়্যারে এডিট করতে হবে।
অ্যাডোবি রিসার্চের প্রধান গবেষক নিকোলাস ব্রায়ান বলেন, নতুন টুলগুলো শুধু অডিও তৈরি করে না। এটি অডিওয়ের গঠন, টেম্পো, তীব্রতার এডিটের নিয়ন্ত্রণ দিয়ে টুলটিকে ফটোশপের স্তরে নিয়ে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্সের সহযোগিতায় মিউজিক জেনাআই প্রকল্পটি তৈরি করা হচ্ছে।
অ্যাডোবি বলছে, এটি ‘প্রাথমিক-পর্যায়ে’ রয়েছে। টুলটি কোম্পানির বিদ্যমান এডিটিং টুল যেমন অডিশন এবং প্রিমিয়ার প্রোতে অন্তর্ভুক্ত করা হতে পারে।
মিউজিক তৈরি ও কাস্টমাইজ করার জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল নিয়ে আসবে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে টুলটি মিউজিক তৈরি করে দেবে এবং পরবর্তীতে এগুলো এডিটও করা যাবে। ফলে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াও ব্যবহারকারীরা সহজেই মিউজিক তৈরি করতে পারবে। তবে টুলটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর চূড়ান্ত সংস্করণ এখনো তৈরি হয়নি।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের হট পড সামিটে গত বুধবার এআই মিউজিক টুলটি উন্মোচন করে অ্যাডোবি। মিউজিক জেনআই কন্ট্রোল নামের প্রকল্পের আওতায় এআই টুলটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে কোম্পানিটি।
টুলটিতে বিভিন্ন স্টাইলের মিউজিক তৈরির নির্দেশনা দিতে পারবেন ব্যবহারকারীরা। যেমন: আনন্দের গান জ্যাজ স্টাইলে বা দুঃখের গান ক্ল্যাসিক্যাল স্টাইলে তৈরির নির্দেশনা দেওয়া যাবে। অ্যাডোবি বলছে, এআই টুলটি দিয়ে তৈরি মিউজিকগুলো পুনরায় এডিট করার সুবিধাও যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা মিউজিকের গঠন, টেম্পো, তীব্রতার মতো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবে। সেই সঙ্গে মিউজিকের বিভিন্ন অংশ রিমিক্স করা যাবে। কনটেন্ট তৈরির জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির জন্য অডিওগুলো পুনরাবৃত্তি লুপ হিসেবে ব্যবহার করতে পারবে।
অ্যাডোবি আরও বলেছে, টুলটি কোনো ‘রেফারেন্স সুর’ দিয়েও মিউজিক তৈরি করে দিতে পারবে। তবে টুলটির প্রকৃত ইন্টারফেসটি কেমন হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।
পাবলিক কিছু মিউজিক এই ডেমো প্রকল্পে আপলোড করা হয়েছে বলে কোম্পানিটি জানায়। তবে টুলটিতে রেফারেন্স জন্য সরাসরি কোনো মিউজিক আপলোড করা যাবে নাকি তা জানানো হয়নি।
তবে এআইভিত্তিক মিউজিক তৈরির টুল অন্যান্য কোম্পানিও তৈরি করছে। যেমন: গুগলের মিউজিকএলএম ও মেটার অডিওক্রাফট। তবে সফটওয়্যার দুটি শুধু নতুন মিউজিক তৈরি করে দেয়। এগুলোতে মিউজিক এডিটের সুবিধা নেই। অর্থাৎ প্রতিবারই মিউজিক তৈরির জন্য একেবারে প্রথম থেকেই শুরু করতে হবে বা টুলটি দিয়ে তৈরি মিউজিকগুলো নিয়ে অন্য অডিও সফটওয়্যারে এডিট করতে হবে।
অ্যাডোবি রিসার্চের প্রধান গবেষক নিকোলাস ব্রায়ান বলেন, নতুন টুলগুলো শুধু অডিও তৈরি করে না। এটি অডিওয়ের গঠন, টেম্পো, তীব্রতার এডিটের নিয়ন্ত্রণ দিয়ে টুলটিকে ফটোশপের স্তরে নিয়ে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্সের সহযোগিতায় মিউজিক জেনাআই প্রকল্পটি তৈরি করা হচ্ছে।
অ্যাডোবি বলছে, এটি ‘প্রাথমিক-পর্যায়ে’ রয়েছে। টুলটি কোম্পানির বিদ্যমান এডিটিং টুল যেমন অডিশন এবং প্রিমিয়ার প্রোতে অন্তর্ভুক্ত করা হতে পারে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে