অনলাইনে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পরামর্শ রয়েছে। এর মধ্যে দুর্ঘটনাবশত মোবাইল ফোন পানিতে পড়ে বা ভিজে গেলে তা শুকাতে চালভর্তি ব্যাগে ফোন রাখার পরামর্শ বেশ জনপ্রিয়। তবে অনলাইনে প্রচারিত এই পদ্ধতি বিপজ্জনক বলে সতর্ক করেছে অ্যাপল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপল দেখেছে, এই পদ্ধতি ব্যবহার করে ফোনের কোনো উপকার হয় না বরং এটি আইফোনের ক্ষতি করতে পারে।
এক নির্দেশিকায় অ্যাপল বলেছে, চালের একটি ছোট কণাও আইফোনের ভেতরে প্রবেশ ডিভাইসটি ক্ষতি করতে পারে। এই পদ্ধতির পরিবর্তে আলতোভাবে ফোনের ওপরের পানি মুছে ফেলতে হবে, হাতের ওপর ট্যাপ করতে হবে ও নিজে থেকেই শুকাতে দিতে হবে।
এছাড়া অ্যাপল আরও কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করছে। ফোন শুকানোর জন্য বাইরে থেকে গরম বাতাস দেওয়ার বিরুদ্ধে পরামর্শ দিয়েছে কোম্পানিটি। যেমন–রেডিয়েটর বা হেয়ারড্রায়ার ব্যবহার করে ফোনের ওপর গরম বাতাস দেওয়া হয়।
আর ডিভাইসের পোর্টগুলোর ভেতরে তুলা বা কাপড় ঢুকিয়ে শুকানোর চেষ্টা করা উচিত নয়।
এসব পদ্ধতি ব্যবহারের পরিবর্তে ফোনটিকে একটি চার্জারের সঙ্গে পুনরায় সংযোগ করার আগে ‘কিছু বায়ুপ্রবাহসহ শুষ্ক এলাকায়’ রেখে দেওয়ার পরামর্শ দেয় অ্যাপল। কমপক্ষে ৩০ মিনিট ডিভাইসটি শুকানো পর চার্জ দেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানিটি। তবে ডিভাইসটি ভেজা থাকলে আরও কিছু সময় শুকানোর জন্য রেখে দেওয়া উচিত।
আইফোন ১২ এর পরের মডেলগুলো ৬ মিটার পর্যন্ত গভীর পানিতে আধা ঘণ্টা পর্যন্ত ডুবানো যায়।
এখন অনেকই তাই আইফোন দিয়ে পানির ভেতরের ভিডিও ধারণ করে ও ছবি তুলে।
অনলাইনে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পরামর্শ রয়েছে। এর মধ্যে দুর্ঘটনাবশত মোবাইল ফোন পানিতে পড়ে বা ভিজে গেলে তা শুকাতে চালভর্তি ব্যাগে ফোন রাখার পরামর্শ বেশ জনপ্রিয়। তবে অনলাইনে প্রচারিত এই পদ্ধতি বিপজ্জনক বলে সতর্ক করেছে অ্যাপল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপল দেখেছে, এই পদ্ধতি ব্যবহার করে ফোনের কোনো উপকার হয় না বরং এটি আইফোনের ক্ষতি করতে পারে।
এক নির্দেশিকায় অ্যাপল বলেছে, চালের একটি ছোট কণাও আইফোনের ভেতরে প্রবেশ ডিভাইসটি ক্ষতি করতে পারে। এই পদ্ধতির পরিবর্তে আলতোভাবে ফোনের ওপরের পানি মুছে ফেলতে হবে, হাতের ওপর ট্যাপ করতে হবে ও নিজে থেকেই শুকাতে দিতে হবে।
এছাড়া অ্যাপল আরও কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করছে। ফোন শুকানোর জন্য বাইরে থেকে গরম বাতাস দেওয়ার বিরুদ্ধে পরামর্শ দিয়েছে কোম্পানিটি। যেমন–রেডিয়েটর বা হেয়ারড্রায়ার ব্যবহার করে ফোনের ওপর গরম বাতাস দেওয়া হয়।
আর ডিভাইসের পোর্টগুলোর ভেতরে তুলা বা কাপড় ঢুকিয়ে শুকানোর চেষ্টা করা উচিত নয়।
এসব পদ্ধতি ব্যবহারের পরিবর্তে ফোনটিকে একটি চার্জারের সঙ্গে পুনরায় সংযোগ করার আগে ‘কিছু বায়ুপ্রবাহসহ শুষ্ক এলাকায়’ রেখে দেওয়ার পরামর্শ দেয় অ্যাপল। কমপক্ষে ৩০ মিনিট ডিভাইসটি শুকানো পর চার্জ দেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানিটি। তবে ডিভাইসটি ভেজা থাকলে আরও কিছু সময় শুকানোর জন্য রেখে দেওয়া উচিত।
আইফোন ১২ এর পরের মডেলগুলো ৬ মিটার পর্যন্ত গভীর পানিতে আধা ঘণ্টা পর্যন্ত ডুবানো যায়।
এখন অনেকই তাই আইফোন দিয়ে পানির ভেতরের ভিডিও ধারণ করে ও ছবি তুলে।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৭ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে