কারো প্রোফাইলে ঢুকলেই তার ফেসবুক বন্ধুদের তালিকা দেখা যায়। একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিতে এই সুবিধা দেয় ফেসবুক। তবে অনেকেই নিজেদের গোপনীয়তা রক্ষা করতে এই তালিকা লুকিয়ে রাখতে চান। আর খুব অল্প সময় ব্যয় করেই ফেসবুকের বন্ধু তালিকা লুকানো যায়।
যে কারণে বন্ধুদের তালিকা লুকাবেন
ডিফল্ট সেটিংসে ফেসবুকের বন্ধুদের তালিকা সবাই দেখতে পারে। তবে এর মাধ্যমে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। পরে এই তথ্য ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা করতে পারে।
সাইবার অপরাধীরা বিভিন্ন ব্যক্তির প্রোফাইল ঘুরে ঘুরে দেখে। এরপর বন্ধুদের তালিকা ও তাদের প্রোফাইল ছবি কপি করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এ ছাড়া বন্ধুদের সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করে। বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎও করতে পারে।
এ ছাড়া এই তালিকা দেখে অনেকেই প্রয়োজন ছাড়াই অন্যের পরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে থাকেন। এতে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
স্মার্টফোনের মাধ্যমে বন্ধু তালিকা লুকাবেন যেভাবে
১. ফেসবুকে অ্যাপের নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনের ডান দিকের ওপরের তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন ও আইওএস এর ব্যবহারকারীরা ডান দিকের নিচের তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। ৩. ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে ‘অডিয়েন্স ও ভিসিবিলিটি’ সেকশন খুঁজে বের করুন।
৫. এই সেকশনের নিচে ‘How people find and contact you’ অপশনে ক্লিক করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৬. ‘Who can see your friends list’ এই অপশনের পাশে টগল বাটন থেকে ‘অনলি মি’ অপশনটি নির্বাচন করুন। এর মাধ্যমে শুধু আপনিই ফেসবুকের নিজের বন্ধুদের তালিকা দেখতে পারবেন।
ডেস্কটপ বা ল্যাপটপ থেকে বন্ধু তালিকা লুকাবেন যেভাবে
১. ডেস্কটপ বা ল্যাপটপে পছন্দের ওয়েব ব্রাউজার চালু করুন।
২. ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
৩. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৪. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর সেটিংস অপশনে ক্লিক করুন।
৬. ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ সেকশন থেকে ‘How people find and contact you’ অপশনে ক্লিক করুন।
৭. এরপর ‘Who can see your friends list’ সেকশনটি খুঁজে বের করুন। ‘পাবলিক’ অপশনটির পাশে এডিট বাটনে ক্লিক করুন।
৮. ফলে একটি মেনু চালু হবে। পাবলিক অপশন থেকে পরিবর্তন করে ‘অনলি মি’ অপশন নির্বাচন করুন।
৯. এরপর ‘ডান’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: হাউ স্টাফ ওয়ার্কস
কারো প্রোফাইলে ঢুকলেই তার ফেসবুক বন্ধুদের তালিকা দেখা যায়। একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিতে এই সুবিধা দেয় ফেসবুক। তবে অনেকেই নিজেদের গোপনীয়তা রক্ষা করতে এই তালিকা লুকিয়ে রাখতে চান। আর খুব অল্প সময় ব্যয় করেই ফেসবুকের বন্ধু তালিকা লুকানো যায়।
যে কারণে বন্ধুদের তালিকা লুকাবেন
ডিফল্ট সেটিংসে ফেসবুকের বন্ধুদের তালিকা সবাই দেখতে পারে। তবে এর মাধ্যমে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। পরে এই তথ্য ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা করতে পারে।
সাইবার অপরাধীরা বিভিন্ন ব্যক্তির প্রোফাইল ঘুরে ঘুরে দেখে। এরপর বন্ধুদের তালিকা ও তাদের প্রোফাইল ছবি কপি করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এ ছাড়া বন্ধুদের সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করে। বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎও করতে পারে।
এ ছাড়া এই তালিকা দেখে অনেকেই প্রয়োজন ছাড়াই অন্যের পরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে থাকেন। এতে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
স্মার্টফোনের মাধ্যমে বন্ধু তালিকা লুকাবেন যেভাবে
১. ফেসবুকে অ্যাপের নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনের ডান দিকের ওপরের তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন ও আইওএস এর ব্যবহারকারীরা ডান দিকের নিচের তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। ৩. ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে ‘অডিয়েন্স ও ভিসিবিলিটি’ সেকশন খুঁজে বের করুন।
৫. এই সেকশনের নিচে ‘How people find and contact you’ অপশনে ক্লিক করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৬. ‘Who can see your friends list’ এই অপশনের পাশে টগল বাটন থেকে ‘অনলি মি’ অপশনটি নির্বাচন করুন। এর মাধ্যমে শুধু আপনিই ফেসবুকের নিজের বন্ধুদের তালিকা দেখতে পারবেন।
ডেস্কটপ বা ল্যাপটপ থেকে বন্ধু তালিকা লুকাবেন যেভাবে
১. ডেস্কটপ বা ল্যাপটপে পছন্দের ওয়েব ব্রাউজার চালু করুন।
২. ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
৩. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৪. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর সেটিংস অপশনে ক্লিক করুন।
৬. ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ সেকশন থেকে ‘How people find and contact you’ অপশনে ক্লিক করুন।
৭. এরপর ‘Who can see your friends list’ সেকশনটি খুঁজে বের করুন। ‘পাবলিক’ অপশনটির পাশে এডিট বাটনে ক্লিক করুন।
৮. ফলে একটি মেনু চালু হবে। পাবলিক অপশন থেকে পরিবর্তন করে ‘অনলি মি’ অপশন নির্বাচন করুন।
৯. এরপর ‘ডান’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: হাউ স্টাফ ওয়ার্কস
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
৭ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
৭ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১০ ঘণ্টা আগে