একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি।
জয় নিশ্চিত হওয়ার পর হাতের র্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর!
ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।
একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি।
জয় নিশ্চিত হওয়ার পর হাতের র্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর!
ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে