একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি।
জয় নিশ্চিত হওয়ার পর হাতের র্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর!
ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।
একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি।
জয় নিশ্চিত হওয়ার পর হাতের র্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর!
ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।
স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
২ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
৪ ঘণ্টা আগে