আজকের পত্রিকা ডেস্ক
গত শক্রবার গরম সহ্য করতে না পেরে অলিম্পিকের বাছাইপর্বেই মাথা ঘুরে পড়ে গেলেন রুশ তিরন্দাজ সেতলানা গোম্বোয়েভা। বিচ ভলিবল খেলতে নেমে প্রতিযোগীরা জানালেন, উত্তপ্ত বালুতে পা পুড়ে যাচ্ছে তাঁদের। জাপানের রাজধানী টোকিওতে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেদিন।
পরদিন শনিবারের তাপমাত্রা ছিল আরও এক ডিগ্রি বেশি। সঙ্গে ছিল ৮০ শতাংশের বেশি আর্দ্রতা। বলিভিয়ান টেনিস তারকা হুগো দেলিয়ানকে ৬–২,৬–২ সেটে হারিয়ে ঘর্মাক্ত নোভাক জোকোভিচ সেদিনের উত্তপ্ত আবহাওয়াকে ‘নির্মম’ আখ্যা দিলেন। রুশ টেনিস তারকা দানিল মেদভেজেভ অবশ্য খেলার মাঠেই সঙ্গে করে নিয়ে আসেন হাতে বহনযোগ্য একটি এয়ার কন্ডিশনার। কাজাখস্তানের প্রতিযোগীকে হারিয়ে মেদভেজেভ বললেন, ‘এমন গরম আমি জীবনেও দেখিনি।’
আয়োজকেরা এবারের টোকিও অলিম্পিকে যেন করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য আটঘাট বেঁধে কাজ করছেন। কিন্তু বছরের এই সময়টিতে গরম আবহাওয়া যে মাথাব্যথার কারণ হবে তা যেন তাঁদের মাথাতেই ছিল না। এর আগে ১৯৬৪ সালে টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ৫৭ বছরের ব্যবধানে টোকিও তাপমাত্রা বেড়ে গেছে এবার প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। দাবদাহের সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা যোগ হয়ে পরিস্থিতি অসহ্যকর হয়ে উঠেছে। আপাতত গরম ঠেকিয়ে রাখার কোনো বুদ্ধিও নেই আয়োজকদের মাথায়। তবে, বিকেলের গরমকে পাশ কাটানোর জন্য রাগবি ও মাউন্টেন বাইকিং–এর মতো কিছু ইভেন্টের সময় বদলে দেওয়া হয়েছে। আর ম্যারাথন ও হাঁটা প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয়েছে টোকিওর বাইরে হোক্কাইডো দ্বীপের সাপোরো শহরে। এই শহরটি টোকিওর তুলনায় অনেকটাই শীতল।
এ ছাড়া খেলার মাঠগুলোর পাশেই প্রতিযোগীদের জন্য কুলিং টেন্ট তৈরি করেছেন আয়োজকেরা। গরম থেকে বাঁচতে এসব টেন্টে কিছুটা শীতল হতে পারবেন খেলোয়াড়েরা। আর যাঁরা ইভেন্টগুলোকে সচল রেখেছেন সেই স্বেচ্ছাসেবীদের মাঝে কিছুক্ষণ পরপরই সরবরাহ করা হচ্ছে আইসক্রিম। আবহাওয়ার পূর্বাভাস বলছে, টোকিওর আজকের তাপমাত্রাও ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
গত শক্রবার গরম সহ্য করতে না পেরে অলিম্পিকের বাছাইপর্বেই মাথা ঘুরে পড়ে গেলেন রুশ তিরন্দাজ সেতলানা গোম্বোয়েভা। বিচ ভলিবল খেলতে নেমে প্রতিযোগীরা জানালেন, উত্তপ্ত বালুতে পা পুড়ে যাচ্ছে তাঁদের। জাপানের রাজধানী টোকিওতে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেদিন।
পরদিন শনিবারের তাপমাত্রা ছিল আরও এক ডিগ্রি বেশি। সঙ্গে ছিল ৮০ শতাংশের বেশি আর্দ্রতা। বলিভিয়ান টেনিস তারকা হুগো দেলিয়ানকে ৬–২,৬–২ সেটে হারিয়ে ঘর্মাক্ত নোভাক জোকোভিচ সেদিনের উত্তপ্ত আবহাওয়াকে ‘নির্মম’ আখ্যা দিলেন। রুশ টেনিস তারকা দানিল মেদভেজেভ অবশ্য খেলার মাঠেই সঙ্গে করে নিয়ে আসেন হাতে বহনযোগ্য একটি এয়ার কন্ডিশনার। কাজাখস্তানের প্রতিযোগীকে হারিয়ে মেদভেজেভ বললেন, ‘এমন গরম আমি জীবনেও দেখিনি।’
আয়োজকেরা এবারের টোকিও অলিম্পিকে যেন করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য আটঘাট বেঁধে কাজ করছেন। কিন্তু বছরের এই সময়টিতে গরম আবহাওয়া যে মাথাব্যথার কারণ হবে তা যেন তাঁদের মাথাতেই ছিল না। এর আগে ১৯৬৪ সালে টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ৫৭ বছরের ব্যবধানে টোকিও তাপমাত্রা বেড়ে গেছে এবার প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। দাবদাহের সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা যোগ হয়ে পরিস্থিতি অসহ্যকর হয়ে উঠেছে। আপাতত গরম ঠেকিয়ে রাখার কোনো বুদ্ধিও নেই আয়োজকদের মাথায়। তবে, বিকেলের গরমকে পাশ কাটানোর জন্য রাগবি ও মাউন্টেন বাইকিং–এর মতো কিছু ইভেন্টের সময় বদলে দেওয়া হয়েছে। আর ম্যারাথন ও হাঁটা প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয়েছে টোকিওর বাইরে হোক্কাইডো দ্বীপের সাপোরো শহরে। এই শহরটি টোকিওর তুলনায় অনেকটাই শীতল।
এ ছাড়া খেলার মাঠগুলোর পাশেই প্রতিযোগীদের জন্য কুলিং টেন্ট তৈরি করেছেন আয়োজকেরা। গরম থেকে বাঁচতে এসব টেন্টে কিছুটা শীতল হতে পারবেন খেলোয়াড়েরা। আর যাঁরা ইভেন্টগুলোকে সচল রেখেছেন সেই স্বেচ্ছাসেবীদের মাঝে কিছুক্ষণ পরপরই সরবরাহ করা হচ্ছে আইসক্রিম। আবহাওয়ার পূর্বাভাস বলছে, টোকিওর আজকের তাপমাত্রাও ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে