Ajker Patrika

২২ বছরের রেকর্ড ভাঙলেন প্রবাসী ইমরান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮: ১৪
২২ বছরের রেকর্ড ভাঙলেন প্রবাসী ইমরান 

ইলেকট্রনিক্স টাইনিংয়ে ১০০ মিটার স্প্রিন্টের জাতীয় রেকর্ডটা ২২ বছর ধরে দখলে ছিল ২০১০ সালে দুর্ঘটনায় পৃথিবীর মায়া কাটিয়ে অন্য দুনিয়ায় পাড়ি জমানো স্প্রিন্টার মাহাবুব আলমের। ১৯৯৯ সালে মাহবুবের গড়া ১০.৫৪ সেকেন্ডের রেকর্ডটা অবশেষে ভাঙল এক প্রবাসীর হাত ধরে। প্রথম জাতীয় প্রতিযোগিতাতেই ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর রহমান। 

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথম দিনে নতুন দ্রুততম মানব-মানবী পেয়েছে বাংলাদেশের অ্যাথলেটিকস। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ গেমসের দ্রুত মানব নৌবাহিনীর মো. ইসমাইলকে পেছনে ফেলে ১০.৫০ সেকেন্ডে সোনা জিতে নেন সেনাবাহিনীর হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া ইমরান ৷ ১০.৬৬ সেকেন্ডে এই ইভেন্টে রুপা জিতেছেন নৌবাহিনীর রাকিবুল ইসলাম। সদ্য সাবেক দ্রুত মানব ইসমাইল ১০.৬৯ সেকেন্ডে জিতেছেন ব্রোঞ্জ। 

নারীদের ইভেন্টে শিরিন আক্তারের সাত বছরের দাপট ভেঙ্গেছেন বিকেএসপির ছাত্রী সুমাইয়া দেওয়ান। জুনিয়র পর্যায়ে সব ইভেন্টে সোনাজয়ী ১৭ বছরের কিশোরী সুমাইয়া বাজিমাত করেছেন বড়দের ইভেন্টেও। ইলেকট্রনিক্স টাইমিংয়ে ১২.৩২ সেকেন্ড সময়ে সোনা জিতেছেন সুমাইয়া। আগের আসরে সোনাজয়ী নৌবাহিনীর শিরিন ১২.৩৬ সেকেন্ডে জিতেছেন রুপা। ১২.৫৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর শরিফা খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত