নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ছয় অ্যাথলেটের মধ্যে টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছেন শুধু তিরন্দাজ রোমান সানা। ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহনের কথা ছিল তাঁরই। একই দিনে নিজের ইভেন্ট থাকায় রোমান পতাকা বহন করছেন না।
কমনওয়েলথ গেমসে তিন পদকজয়ী আবদুল্লাহ হেল বাকির হাতেও পতাকা উঠছে না। ‘গ্রেটেস্ট শো অব দি আর্থ’ খ্যাত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লাল-সবুজ পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মানুষের চোখ যখন থাকবে তাঁর দিকে, কেমন হবে সেই অনুভূতি? ‘এই অনুভূতি বলার মতো নয়! দেশের পতাকা সব সময় এক আবেগের জায়গা। রাজনীতির মঞ্চে কী সেটা খেলার মাঠে, দেশের পতাকা হাতে নেওয়ার পর অন্যরকম এক অনুভূতি তৈরি হয়’—ফ্রান্স থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন আরিফ।
পরশু যখন আরিফের সঙ্গে কথা হচ্ছিল, তখন অনুশীলন থেকে মাত্রই ফিরেছেন। অলিম্পিকের পক্ষ থেকে বিশেষ বৃত্তি নিয়ে তিন বছর ফ্রান্সের নরম্যান্ডিতে অনুশীলন করেছেন। গতকালই শেষ হয়েছে সেই বিশেষ বৃত্তির মেয়াদ। আরিফ আজ টোকিওর বিমান ধরবেন, তিন দিনের কোয়ারেন্টিন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ৩০ জুলাই থেকে শুরু হবে আরিফের ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতার। কোভিড নিয়ম অনুযায়ী ইভেন্ট শেষ হলে ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে অলিম্পিক ভিলেজ।অলিম্পিকের এই নতুন নিয়মে খানিকটা মন খারাপই হয়েছে আরিফের। পরিকল্পনা ছিল ইভেন্ট শেষে সম্ভব হলে আরও কয়েকটা দিন জাপানে থেকে যাওয়া, প্রিয় কোচ সো সোডের সঙ্গে একটা দিন কাটিয়ে আসা। তাঁর ক্যারিয়ারের এতটা পথ আসার পেছনে জাপানি এই কোচের বিশেষ অবদান আছে। আরিফ বললেন, ‘সো সোডে অসাধারণ একজন কোচ ছিলেন। তিনি যদি বাংলাদেশে লম্বা সময় থাকতে পারতেন, সাঁতার থেকে কেউ না কেউ সরাসরি অলিম্পিকে সুযোগ পেত।’
২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ফ্রান্সে অনুশীলন করেছেন আরিফ। সেখানকার অনুশীলনে নিজের কতটা উন্নতি দেখছেন আরিফ? অলিম্পিকে নিজের সম্ভাবনাই বা কতটুকু? আরিফের কণ্ঠে অবশ্য হতাশা। বললেন, ‘আমি বলব, এটা খুবই অল্প সময়। ফ্রান্সে একটা অলিম্পিক সামনে রেখে অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়। ছোটবেলা থেকে প্রস্তুতি শুরু হয়। তবু ওরা ফাইনালেও যেতে পারে না। আর আমাদের প্রস্তুতি শুরু হয় অলিম্পিকের আগেভাগে। বেলজিয়ামের ফুটবল দলটা দেখুন, তাদের ১৪ বছর বয়স থেকে তৈরি করা হচ্ছে। আর আমাদের অনুশীলনের যে ধরন, সেটা এখনো আদিকালের। ইচ্ছে করছে খেলা ছেড়ে ছোট বাচ্চাদের কোচিং করাই!’
বাংলাদেশের ছয় অ্যাথলেটের মধ্যে টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছেন শুধু তিরন্দাজ রোমান সানা। ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহনের কথা ছিল তাঁরই। একই দিনে নিজের ইভেন্ট থাকায় রোমান পতাকা বহন করছেন না।
কমনওয়েলথ গেমসে তিন পদকজয়ী আবদুল্লাহ হেল বাকির হাতেও পতাকা উঠছে না। ‘গ্রেটেস্ট শো অব দি আর্থ’ খ্যাত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লাল-সবুজ পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মানুষের চোখ যখন থাকবে তাঁর দিকে, কেমন হবে সেই অনুভূতি? ‘এই অনুভূতি বলার মতো নয়! দেশের পতাকা সব সময় এক আবেগের জায়গা। রাজনীতির মঞ্চে কী সেটা খেলার মাঠে, দেশের পতাকা হাতে নেওয়ার পর অন্যরকম এক অনুভূতি তৈরি হয়’—ফ্রান্স থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন আরিফ।
পরশু যখন আরিফের সঙ্গে কথা হচ্ছিল, তখন অনুশীলন থেকে মাত্রই ফিরেছেন। অলিম্পিকের পক্ষ থেকে বিশেষ বৃত্তি নিয়ে তিন বছর ফ্রান্সের নরম্যান্ডিতে অনুশীলন করেছেন। গতকালই শেষ হয়েছে সেই বিশেষ বৃত্তির মেয়াদ। আরিফ আজ টোকিওর বিমান ধরবেন, তিন দিনের কোয়ারেন্টিন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ৩০ জুলাই থেকে শুরু হবে আরিফের ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতার। কোভিড নিয়ম অনুযায়ী ইভেন্ট শেষ হলে ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে অলিম্পিক ভিলেজ।অলিম্পিকের এই নতুন নিয়মে খানিকটা মন খারাপই হয়েছে আরিফের। পরিকল্পনা ছিল ইভেন্ট শেষে সম্ভব হলে আরও কয়েকটা দিন জাপানে থেকে যাওয়া, প্রিয় কোচ সো সোডের সঙ্গে একটা দিন কাটিয়ে আসা। তাঁর ক্যারিয়ারের এতটা পথ আসার পেছনে জাপানি এই কোচের বিশেষ অবদান আছে। আরিফ বললেন, ‘সো সোডে অসাধারণ একজন কোচ ছিলেন। তিনি যদি বাংলাদেশে লম্বা সময় থাকতে পারতেন, সাঁতার থেকে কেউ না কেউ সরাসরি অলিম্পিকে সুযোগ পেত।’
২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ফ্রান্সে অনুশীলন করেছেন আরিফ। সেখানকার অনুশীলনে নিজের কতটা উন্নতি দেখছেন আরিফ? অলিম্পিকে নিজের সম্ভাবনাই বা কতটুকু? আরিফের কণ্ঠে অবশ্য হতাশা। বললেন, ‘আমি বলব, এটা খুবই অল্প সময়। ফ্রান্সে একটা অলিম্পিক সামনে রেখে অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়। ছোটবেলা থেকে প্রস্তুতি শুরু হয়। তবু ওরা ফাইনালেও যেতে পারে না। আর আমাদের প্রস্তুতি শুরু হয় অলিম্পিকের আগেভাগে। বেলজিয়ামের ফুটবল দলটা দেখুন, তাদের ১৪ বছর বয়স থেকে তৈরি করা হচ্ছে। আর আমাদের অনুশীলনের যে ধরন, সেটা এখনো আদিকালের। ইচ্ছে করছে খেলা ছেড়ে ছোট বাচ্চাদের কোচিং করাই!’
জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
১ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
২ ঘণ্টা আগেবোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩ ঘণ্টা আগে