নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ছয় অ্যাথলেটের মধ্যে টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছেন শুধু তিরন্দাজ রোমান সানা। ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহনের কথা ছিল তাঁরই। একই দিনে নিজের ইভেন্ট থাকায় রোমান পতাকা বহন করছেন না।
কমনওয়েলথ গেমসে তিন পদকজয়ী আবদুল্লাহ হেল বাকির হাতেও পতাকা উঠছে না। ‘গ্রেটেস্ট শো অব দি আর্থ’ খ্যাত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লাল-সবুজ পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মানুষের চোখ যখন থাকবে তাঁর দিকে, কেমন হবে সেই অনুভূতি? ‘এই অনুভূতি বলার মতো নয়! দেশের পতাকা সব সময় এক আবেগের জায়গা। রাজনীতির মঞ্চে কী সেটা খেলার মাঠে, দেশের পতাকা হাতে নেওয়ার পর অন্যরকম এক অনুভূতি তৈরি হয়’—ফ্রান্স থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন আরিফ।
পরশু যখন আরিফের সঙ্গে কথা হচ্ছিল, তখন অনুশীলন থেকে মাত্রই ফিরেছেন। অলিম্পিকের পক্ষ থেকে বিশেষ বৃত্তি নিয়ে তিন বছর ফ্রান্সের নরম্যান্ডিতে অনুশীলন করেছেন। গতকালই শেষ হয়েছে সেই বিশেষ বৃত্তির মেয়াদ। আরিফ আজ টোকিওর বিমান ধরবেন, তিন দিনের কোয়ারেন্টিন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ৩০ জুলাই থেকে শুরু হবে আরিফের ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতার। কোভিড নিয়ম অনুযায়ী ইভেন্ট শেষ হলে ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে অলিম্পিক ভিলেজ।অলিম্পিকের এই নতুন নিয়মে খানিকটা মন খারাপই হয়েছে আরিফের। পরিকল্পনা ছিল ইভেন্ট শেষে সম্ভব হলে আরও কয়েকটা দিন জাপানে থেকে যাওয়া, প্রিয় কোচ সো সোডের সঙ্গে একটা দিন কাটিয়ে আসা। তাঁর ক্যারিয়ারের এতটা পথ আসার পেছনে জাপানি এই কোচের বিশেষ অবদান আছে। আরিফ বললেন, ‘সো সোডে অসাধারণ একজন কোচ ছিলেন। তিনি যদি বাংলাদেশে লম্বা সময় থাকতে পারতেন, সাঁতার থেকে কেউ না কেউ সরাসরি অলিম্পিকে সুযোগ পেত।’
২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ফ্রান্সে অনুশীলন করেছেন আরিফ। সেখানকার অনুশীলনে নিজের কতটা উন্নতি দেখছেন আরিফ? অলিম্পিকে নিজের সম্ভাবনাই বা কতটুকু? আরিফের কণ্ঠে অবশ্য হতাশা। বললেন, ‘আমি বলব, এটা খুবই অল্প সময়। ফ্রান্সে একটা অলিম্পিক সামনে রেখে অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়। ছোটবেলা থেকে প্রস্তুতি শুরু হয়। তবু ওরা ফাইনালেও যেতে পারে না। আর আমাদের প্রস্তুতি শুরু হয় অলিম্পিকের আগেভাগে। বেলজিয়ামের ফুটবল দলটা দেখুন, তাদের ১৪ বছর বয়স থেকে তৈরি করা হচ্ছে। আর আমাদের অনুশীলনের যে ধরন, সেটা এখনো আদিকালের। ইচ্ছে করছে খেলা ছেড়ে ছোট বাচ্চাদের কোচিং করাই!’
বাংলাদেশের ছয় অ্যাথলেটের মধ্যে টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছেন শুধু তিরন্দাজ রোমান সানা। ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহনের কথা ছিল তাঁরই। একই দিনে নিজের ইভেন্ট থাকায় রোমান পতাকা বহন করছেন না।
কমনওয়েলথ গেমসে তিন পদকজয়ী আবদুল্লাহ হেল বাকির হাতেও পতাকা উঠছে না। ‘গ্রেটেস্ট শো অব দি আর্থ’ খ্যাত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লাল-সবুজ পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মানুষের চোখ যখন থাকবে তাঁর দিকে, কেমন হবে সেই অনুভূতি? ‘এই অনুভূতি বলার মতো নয়! দেশের পতাকা সব সময় এক আবেগের জায়গা। রাজনীতির মঞ্চে কী সেটা খেলার মাঠে, দেশের পতাকা হাতে নেওয়ার পর অন্যরকম এক অনুভূতি তৈরি হয়’—ফ্রান্স থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন আরিফ।
পরশু যখন আরিফের সঙ্গে কথা হচ্ছিল, তখন অনুশীলন থেকে মাত্রই ফিরেছেন। অলিম্পিকের পক্ষ থেকে বিশেষ বৃত্তি নিয়ে তিন বছর ফ্রান্সের নরম্যান্ডিতে অনুশীলন করেছেন। গতকালই শেষ হয়েছে সেই বিশেষ বৃত্তির মেয়াদ। আরিফ আজ টোকিওর বিমান ধরবেন, তিন দিনের কোয়ারেন্টিন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ৩০ জুলাই থেকে শুরু হবে আরিফের ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতার। কোভিড নিয়ম অনুযায়ী ইভেন্ট শেষ হলে ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে অলিম্পিক ভিলেজ।অলিম্পিকের এই নতুন নিয়মে খানিকটা মন খারাপই হয়েছে আরিফের। পরিকল্পনা ছিল ইভেন্ট শেষে সম্ভব হলে আরও কয়েকটা দিন জাপানে থেকে যাওয়া, প্রিয় কোচ সো সোডের সঙ্গে একটা দিন কাটিয়ে আসা। তাঁর ক্যারিয়ারের এতটা পথ আসার পেছনে জাপানি এই কোচের বিশেষ অবদান আছে। আরিফ বললেন, ‘সো সোডে অসাধারণ একজন কোচ ছিলেন। তিনি যদি বাংলাদেশে লম্বা সময় থাকতে পারতেন, সাঁতার থেকে কেউ না কেউ সরাসরি অলিম্পিকে সুযোগ পেত।’
২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ফ্রান্সে অনুশীলন করেছেন আরিফ। সেখানকার অনুশীলনে নিজের কতটা উন্নতি দেখছেন আরিফ? অলিম্পিকে নিজের সম্ভাবনাই বা কতটুকু? আরিফের কণ্ঠে অবশ্য হতাশা। বললেন, ‘আমি বলব, এটা খুবই অল্প সময়। ফ্রান্সে একটা অলিম্পিক সামনে রেখে অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়। ছোটবেলা থেকে প্রস্তুতি শুরু হয়। তবু ওরা ফাইনালেও যেতে পারে না। আর আমাদের প্রস্তুতি শুরু হয় অলিম্পিকের আগেভাগে। বেলজিয়ামের ফুটবল দলটা দেখুন, তাদের ১৪ বছর বয়স থেকে তৈরি করা হচ্ছে। আর আমাদের অনুশীলনের যে ধরন, সেটা এখনো আদিকালের। ইচ্ছে করছে খেলা ছেড়ে ছোট বাচ্চাদের কোচিং করাই!’
মিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৪ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৩৭ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগেডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
২ ঘণ্টা আগে